PDA

View Full Version : লংটাইম ট্রেডে কী লাভ বেসি লাভ হয়?



arpon2015
2015-08-11, 03:01 AM
আমার মনে হয় বেসি সময় নিয়ে ট্রেড করলে বেশি লাভ হয় । কারন মার্কেট উঠানামা সবসময় দ্রুত হয় না । আপনারা যারা অভিজ্ঞ্য আপনাদের মতামত জানিয়ে আমাকে সাহায্য করুন।:dance:

nasir
2015-08-11, 04:08 AM
লং টাইম ট্রেড করলে লাভ বেশি করার প্লান করলে বেসি হবে আর যদি কম করার প্লান করেন তাহলে কম হবে। এমন অনেক জন আছেন তারা সচাল্পিং করে লং টাইম এর চাইতে বেশি মানি উপারজন করেন।তবে আমি বলব লং টাইম ট্রেড রিস্ক কম যদি ভালভাবে ট্রেড করতে পারেন

mamun93
2015-08-28, 08:22 PM
আসলে আপনি যদি ভাল ফরেক্স ট্রেডিং জানেন তা হলে আপনি লং টাইমফ্রেম অথবা শর্টটাইম যাই বলেন না কেন সব জায়গা থেকেই আমি মনে করি ভাল প্রফিট করতে পারবেন তবে হ্যা লং টাইমফ্রেমে যদি আপনি ট্রেড করেন তা হলে সেক্ষেত্রে আপনি ট্রেডিংয়ে ঝুকি অনেকাংশে হ্রাস করতে পারেন।

TselimRezaa
2015-08-29, 07:53 PM
আমার মতে ফরেক্সে লং টাইম ট্রেড করাটাই ভালো। আপনার একাউন্টে যদি মোটামুটি পরিমান ব্যালেন্স থাকে তবে আপনার উচিত লং টাইম ট্রেড করা। কারন লং টাইম ট্রেডের মাধ্যমেই বেশি লাভ করা যায়। শর্ট টাইম ট্রেড করলে আপনি বারবার স্প্রেড লস খাবেন। কিন্তু লং টাইম ট্রেডে আপনি বারবার স্প্রেড লস খাবেন না ।

pips
2015-09-06, 01:12 AM
আমার মতে ট্রেড যদি প্লান মত হয় তাইলে সেখানে লাভ থাকবেই। তারপর লং টাইম ট্রেড এর একটা ব্যাপার থাকে। আমার মতে লং টাইম ট্রেড করলে বেশি লাভ হয়। কারন ফরেক্স মার্কেট এর গতি ঊঠানামা এর হার সব সময় এক থাকে না তাই আমাদের বেশি লায় করতে হলে প্লান সহকারে বেশি সময় নিয়ে ট্রেড করা উচিত। ফরেক্স মারকেট একটি উন্মুক্ত মার্কেট তাই এখানে নিজের ইচ্ছা মত কাজ করা যাই।

Imran2
2015-09-06, 01:17 AM
আমার মতে ফরেক্সে লং টাইম ট্রেড করাটাই ভালো।কারন ফরেক্স মার্কেট এর গতি ঊঠানামা এর হার সব সময় এক থাকে না তাই আমাদের বেশি লায় করতে হলে প্লান সহকারে বেশি সময় নিয়ে ট্রেড করা উচিত।এমন অনেক জন আছেন তারা সচাল্পিং করে লং টাইম এর চাইতে বেশি মানি উপারজন করেন।
তবে আমি বলব লং টাইম ট্রেড রিস্ক কম যদি ভালভাবে ট্রেড করতে পারেন

swadip chakma
2015-09-09, 12:26 AM
আমার ধারনা থেকে বলতে চাই যে লং টাইম ট্রেড করলে বেশি লাভ হবে এটার ব্যপারে আমার তেমন ভাল ধারনা নেই।তবে আমার জ্ঞান থেকে বলতে চাই যে লং টাইম ট্রেড না করে টাইম ফ্রেম বেশি দিয়ে ট্রেড করলে ভাল আয় হবে।যদি ভুল হয় দয়া করে জানাবেন।

joy rahman
2015-09-09, 09:18 AM
আসলে লং টাইম ট্রেড করলে আপনি ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আপনি বুজতে পারবেন কখন লাভ হই আর কখন লস হয় ।এর জন্য আপনাকে ফরেক্স মার্কেট এর সবসময় নিউজ রাখতে হবে না হলে আপনি ফরেক্স এ থাকতে পারবেন না

sumonyahoo24
2015-09-09, 09:55 AM
লং টাইমফ্রেম অথবা শর্টটাইম যাই বলেন না কেন সব জায়গা থেকেই আমি মনে করি ভাল প্রফিট করতে পারবেন।শর্ট টাইম ট্রেড করলে আপনি বারবার স্প্রেড লস খাবেন। কিন্তু লং টাইম ট্রেডে আপনি বারবার স্প্রেড লস খাবেন না । তবে হ্যা লং টাইমফ্রেমে যদি আপনি ট্রেড করেন তা হলে সেক্ষেত্রে আপনি ট্রেডিংয়ে ঝুকি কম। তবে সে জন্য দরকার অনেকে বেশি বালেঞ্চে।

meherulla
2015-09-09, 11:26 AM
মার্কেটের অবস্থা বুঝে লং টাইম বা শর্ট টাইম ট্রেড করা যায়। সবসময় লং টাইম ট্রেড করলে যে লস হবে এমন কোন কথা নায়।

BD ONLINE
2015-09-09, 11:42 AM
লং টাইমের ট্রেড সবাই করতে পারে না। এর জন্য আপনাকে অনেক অনেক বেশি ধৈর্য্যশীল হতে হবে। লং টাইম ট্রেড করতে হলে আপনাকে সব সময় ডে চার্ট ফলো করতে হবে। লং টাইম ট্রেড করতে গেলে একটা ট্রেড ওপেন করে আপনাকে ২/৩ দিন এমনকি এক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। লং টাইমের ট্রেড অনেকটাই নির্ভর করে কোন দেশের ফান্ডামেন্টালের উপর। তাই আপনাকে ফান্ডামেন্টাল নিয়ে বেশি বেশি এ্যানালাইসিস করতে হবে যদি লং ট্রেড করতে চান।

Ekram
2015-09-09, 11:52 AM
আমার মনে হয় বেসি সময় নিয়ে ট্রেড করলে বেশি লাভ হয় । কারন মার্কেট উঠানামা সবসময় দ্রুত হয় না । আপনারা যারা অভিজ্ঞ্য আপনাদের মতামত জানিয়ে আমাকে সাহায্য করুন।:dance:

লং টার্ম ট্রেড করলে করলে আসলে ঝুঁকি কম থাকে। আর লাভ তো নিরভর করবে ভলিউম আর পিপ্স এর উপরে। তাই নয় কি? লং টার্ম এ আরেক টা সুবিধা হল মার্কেট এর গতি বুঝা যায়। আর গতি বুঝে ট্রেড করলে অনেক কিছু শিখা ও যাবে, লাভবান ও হওয়া যাবে।

MotinFX
2015-09-09, 12:24 PM
আমি ফরেক্স মার্কেটে নতুন ট্রেড করি। আমি বেশির ভাগ ট্রেড করছি কম সময়ে তাই আমার লাভ কম হয় কিন্তু লস বেশি হয়। এখন লং ট্রেড করব।

Nishat Tasnim
2015-09-11, 08:50 AM
আমার মতে লং টাইম ট্রেডে লাভ বেশি হয়। আমি এটি নিজে দেখেছি .আমি আগে শর্ট টাইপ ট্রেড করতাম আর এখন লং টাইম ট্রেড করি আগের তুলনায় এখনো আমার অনেক বেশি লাভ হয়।

Marufa
2015-09-11, 08:53 AM
লং টাইম ট্রেড এ জন্য আপনার ডিপোজিট বেশি থাকতে হবে । এখানে আপনার লাভ হলে অনেক বেশি হবে । আবার লস হলে অনেক বেশি লস হবার সম্ভাবনা থাকে । তবে মার্কেট ভালভাবে এনারাইস করতে পারলে লস এর পরিমান কম হয় ।

onlyfx
2015-10-14, 02:42 PM
হ্যা আমরা লং টাইমের জন্যও ট্রেড করতে পারি কিন্তু এর জন্য আমাদের একটু বেশি একাউন্ট ব্যালেন্স এর দরকার হয় । আর আমরা লং টার্ম বা শর্ট টার্ম যেমনই ট্রেড করি না কেন আমাদের এনালাইসিস করেই প্রতিটা ট্রেড এ এন্ট্রি নিতে হবে । লং টার্ম ট্রেড করার জন্য আমদের আমাদের লং টাইমের জন্য মার্কেট এনালাইসিস করতে হবে তারপর আপনি যদি মার্কেটের ট্রেনড সঠিকভাবে বুঝতে পারেন তাহলে আপনাকে ট্রেডে এন্ট্রি নিতে হবে । এজন্য আপনাকে ১ ঘন্টা থেকে শুরু করে ১ মাস পর্যন্ত টাইম্ফ্রেমে মার্কেট এনালাইসিস করতে হবে ।

Diction Barua
2015-10-14, 03:43 PM
আমি মনে করি যাদের ভাল পরিমাণ পুজিঁ আছে তাদের লং টাইম ট্রেড করা ভালো কারণ লং টাইম ট্রেডে সাধারণত লাভই হয়। এছাড়া মার্কেটের গতিবিধি বুঝার জন্য লং টাইম ট্রেডই ভাল এবং লস হওয়ার ঝুকিঁ অনেক কমে যায়।

shakawath
2015-10-17, 11:29 AM
লংটাইম ট্রেডে লাভ বেশি হয় একথা ভাবা অযৌক্তিক। অনেক সময় দেখা যায় শর্ট টাইমেই টার্গেট হিট করে আবার লংটাইম এও টার্গেট হিট করে না। বুঝতে হবে যে কোন সময়ে মার্কেটে ট্রেডারদের অংশগ্রহণ বেশি থাকে। এই সময়ে মার্কেট খুব দ্রুত উঠানামা করে তাই লাভ/লস ও দ্রুত হয়। সঠিক এনালাসিস করে উপযুক্ত সময়ে ট্রেড সেটআপ দিতে পারলে টার্গেট পুরন হতে সময় কম লাগে।

Momen
2015-10-17, 12:17 PM
এটা বস্তুতই নির্ভর করে মার্কেটের মুভমেন্ট এর উপর। মার্কেট যদি বেশি উঠানামা করে তাহলে আপনি সর্ট ট্রেড নিয়েও ভাল প্রফিট করতে পারেন, আবার মার্কেট যদি দৃঢ় গতিতে চলে তাহলে আপনাকে লং ট্রেড নিতে হবে।

swadip chakma
2015-10-18, 12:37 AM
আমি একন থেকে ভাল ধারনা পেয়েছি যা ট্রেড করার টাইম ফ্রেম নিয়ে ,আমি বলতে চাই যে শট টাইম,টাইম ফ্রেম এর চাইতে লং টাইম,টাইম ফ্রেম ব্যবহার করা হচ্ছে সবচাইতে দক্ষ ট্রেডারে কাজ কারন লং টাইম ফ্রেম ব্যবহার করলে লসে চেয়ে লাভের পরিমান টা বেশি হয় এবং ঝুকি মুক্ত থাকা যায়।কারন মার্কেট গতি ভাল করে বুজা যায়।

M M RABIUL ISLAM
2015-11-15, 08:08 PM
ফরেক্স মার্কেট এর গতি ঊঠানামা এর হার সব সময় এক থাকে না তাই আমাদের বেশি লায় করতে হলে প্লান সহকারে বেশি সময় নিয়ে ট্রেড করা উচিত।এমন অনেক জন আছেন তারা সচাল্পিং করে লং টাইম এর চাইতে বেশি মানি উপারজন করেন।তবে আমি বলব লং টাইম ট্রেড রিস্ক কম যদি ভালভাবে ট্রেড করতে পারেন

bonushunter
2015-11-16, 12:29 AM
হ্যা লং টাইম ট্রেডে বেশি লাভ সম্ভব তবে এ জন্য বেশি পরিমান একাউন্টে ডলার থাকতে হবে। আমার মতে লং টাইম ট্রেড করার জন্য ৪ ঘন্টা টাইম ফ্রেম সবচেয়ে ভালো এই টাইম ফ্রেমে ফরেক্স মার্কেট এনালাইসিস করা যায়। লংটাইম ট্রেড বেশি ভাগ ট্রেডার এর পছন্দ করে না কারন এতো ধৈর্য বেশি ভাগ ট্রেডার এর থাকে না তারা স্কাল্পিং করতে পছন্দ করে। তবে আমার মতে লং টাইম ট্রেড বেশি ভালো।

Mintuhossen93
2015-11-16, 12:33 AM
লাভ করাটা পুরোপুরিই নির্ভর করে আপনার ট্রেডিং দক্ষতার উপর আপনার যদি ভাল ফরেক্স ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা থাকে তা হলে আপনি লং টাইমফ্রেম বলুন আর শর্ট টাইমফ্রেম বলুন সব জায়গা থেকেই ভাল প্রফিট করতে পারবেন। তবে হ্যা এ কথা সত্যি যে লং টাইমফ্রেমে ট্রেড করলে লসের ঝুকি কিছুটা হলেও কুমে যায়।

RAIHAN MOLLAH
2015-11-16, 01:11 AM
লং টাইম ট্রেড করলে লাভ বেশি করার প্লান করলে বেসি হবে আর যদি কম করার প্লান করেন তাহলে কম হবে। এমন অনেক জন আছেন তারা সচাল্পিং করে লং টাইম এর চাইতে বেশি মানি উপারজন করেন। আর বেশি সময় যদি যেকোনো কাজেই মানুষ দেয় তাহলে সেই কাজে আধিক অবিজ্ঞ হবে।
তাই আমার মতে লং টাইম ট্রেডই লাভ জনক।

argha
2015-11-16, 03:41 PM
আমার মতে ট্রেড যদি প্লান মত হয়
তাইলে সেখানে লাভ থাকবেই।
তারপর লং টাইম ট্রেড এর একটা
ব্যাপার থাকে। আমার মতে লং টাইম
ট্রেড করলে বেশি লাভ হয়। কারন
ফরেক্স মার্কেট এর গতি ঊঠানামা এর
হার সব সময় এক থাকে না তাই আমাদের
বেশি লায় করতে হলে প্লান সহকারে
বেশি সময় নিয়ে ট্রেড করা উচিত।
ফরেক্স মারকেট একটি উন্মুক্ত মার্কেট
তাই এখানে নিজের ইচ্ছা মত কাজ
করা যাই।

Md Mamun Khan
2015-11-16, 11:55 PM
ফরেক্স এ লং টাইম ট্রেডে লাভ লস বলে কোন কথা নেই কারন লাভ ওলস মার্কেট কমা বাড়ার ওপর নির্ভর করে

basaki
2016-01-12, 09:15 PM
লাভ করতে হলে য়াইম কোন ব্যপার না। আসলে কোন ট্রেড করার সময় ব্যলেন্সের উপর ভাল করে লক্ষ রেখে ট্রেড করতে হবে। কারন ব্যলেন্স যদি বেশি হয় তবে লং টাইম ট্রেড করলে লাভ বেশি হবে। আর কম ব্যলেন্সের ক্ষেত্রে লং টাই ট্রেড না করাই উত্তম। এতে লস হবার সম্ববনা থাকতে পারে।

maziz6989
2016-01-12, 10:22 PM
আসলে লং টাইম ট্রেড বা শর্ট টাইম ট্রেড বলে কোন কথা নেই প্রফিট করার জন্য। আসলে প্রফিট করার জন্য আপনাকে ভাল ভাবে ট্রেড করা জানতে হবে এবং সঠিক ভাবে এনালাইসিস করতে হবে। নতুবা আপনি কখনও প্রফিটের দেখা পাবেন না। তবে লং টাইম ট্রেড এ প্রফিটের পরিমাণ বেশিই হয়ে থাকে কেননা এখানে টিপি অনেক দূরে থাকে।

Selim BU
2016-01-12, 10:32 PM
ফরেক্সে ট্রেড মূলত দুই ধরনের। এক হলো শর্ট টাইম ট্রেড আর দুই হলো লং টাইম ট্রেড । শর্ট টাইম ট্রেডের বিস্তার হয় অল্প। অল্প সময়েই লাভ তুলে নেয়া হয়। এতে লাভ নেয়া হয় অল্প । কিন্তু লং টাইম ট্রেডে বেশি লাভ টার্গেট করা হয়/। অর্থাৎ লং টাইম ট্রেডে লাভ বেশি।

jony01
2016-01-15, 11:22 AM
আমি আসলেই এখন পর্যন্ত কোন ট্রেড করি নাই তাই আসলে আমি জানি যে লং টাইম ট্রেড করা ভাল না খারাব । তবে আমার যা মনে হয় ট্রেড করলে লং টাইম করাই ভাল তাই ট্রেড লং টাইম করাই ভাল হবে ।

oviice
2016-01-15, 12:20 PM
লং টাইম ট্রেড করলে লাভ বেশি করার প্লান করলে বেসি হবে আর যদি কম করার প্লান করেন তাহলে কম হবে। এমন অনেক জন আছেন তারা সচাল্পিং করে লং টাইম এর চাইতে বেশি মানি উপারজন করেন। আর বেশি সময় যদি যেকোনো কাজেই মানুষ দেয় তাহলে সেই কাজে আধিক অবিজ্ঞ হবে।
তাই আমার মতে লং টাইম ট্রেডই লাভ জনক।

Md Akter Hossain
2016-01-15, 12:31 PM
আমর মতে ডেইলি টাইম ফ্রেমে ভালো রেশিও পাওয়া যায় । তবে একেক জনের এক এক মতামত । আপনি যে টাইম ফ্রেমে ভালো ফিল করেন সে টাইম ফ্রেমে ব্যবহার করা উচিত । ফরেক্স এর সাফল্য নির্ভর করে কিছু জিনিস এর উপর । কি শিখবেন নাকি ?? এই বিষয়ে ভাবছি খু শী্রঘই পোষ্ট নিয়ে হাজির হবো ।

RUBEL MIAH
2016-02-19, 08:30 PM
অবশ্যই লং টাইম ট্রেডে লাভ বেশী হয়ে থাকে লসের ঝুঁকি কম হয় । লসের সংখ্যা কম হয় তখনই যখন লং টাইম ট্রেড করে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য লং টাইম ট্রেড করার চেষ্টা করব তাহলেই সফলকাম হতে সক্ষম হব ।

raju0000
2016-02-19, 10:09 PM
লাভ আপনি যেকোনো টাইম ফ্রেম থেকেই বেশি করতে পারবেন.কিন্তু অনেক ত্রাদের লং টাইম ফ্রেম থেকে ট্রেড করে লাভবান হয়েছেন.আমি নিজেও লং টাইম ট্রেড এ ট্রেড করছি.লং টাইম ট্রেড এ ঝুকি ও কম হয়ে থাকে.এই টাইম ফ্রেম এ কেন্দেল ফিনিশ হতে লন্বা সময় নেই যা ত্রাদের দের মার্কেট পর্যবেক্ষণ এ সহায়তা করে থাকে এবং মার্কেট টার্ন করতেও বেশি সময় নেই.

Fasor
2016-02-20, 12:04 AM
লংটাইম এ বেশি লাভ পাওয়া যায় না কিন্তু লাভটা মোটামুটি নিশ্চিত থাকে যে আসবেই। কম হলেও আমার মনে হয় লংটাইম এ ট্রেড করা অনেক ভাল। শর্টটাইম এ ট্রেড করলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমি শর্টটাইম এ ট্রেড করতে গিয়ে অনেকবার ধরা খেয়েছি।

Vision
2016-02-20, 12:31 AM
ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেড করি তারা অবশ্যই কিছু কিছু বিষয়ে সন্দেহের মধ্য পড়ে যায় । ফরেক্স মার্কেটে টাইম ফ্রেম এর মধ্য লং আর শর্ট ট্রাম ট্রেডের মধ্য আমরা অনেকে সন্দেহের মধ্য পড়ে যায় । ফরেক্স মার্কেটে নতুন যারা আমার মতে তাদের জন্য ভালো হল লং ট্রাম টাইম ফ্রেম । কারণ শর্ট ট্রাম টাইমের ফ্রেমের কৈশলগুলো শুধুমাত্র ভালো বুঝতে পারে অভিজ্ঞ ও দক্ষ ট্রেডাররা । তাই আমাদেরকে অবশ্যই লং ট্রাম ফ্রেমে ট্রেড করতে হবে এতে জ্ঞান ও কৈশল বৃদ্ধি পাবে ।

golam0000
2016-02-20, 02:17 AM
লং টাইম ট্রেডিং এ সফল হবার কোনো স্ট্রাটেজি নয়.আপনার অভিজ্ঞতা থকলে আপনি যেকোনো টাইম ফ্রেম দিয়েই লাভবান হতে পারবেন.কিন্তু মেজরিটি এইটা বলে যে লং টাইম এ ট্রেড করা লাভজনক.কারণ এই টাইম ফ্রেম এ মার্কেট দ্রুত মুভমেন্ট করেনা.ফলে মার্কেট situation অনুযায়ী সিদ্দান্ত নেয়া যায় যার ফলে ত্রাদেররা এইখানে ভালো ট্রেড করতে পারে.

Sahed
2016-02-20, 03:11 PM
ফরেক্স মার্কেটে লং টাইম ধরে পড়ে তাকলে বেশি লাভ করা যায় তা কিন্ত না । মার্কেট থেকে আয় করা সম্পূর্ণ ভাবে নির্ভর করে আপরার ট্রেডিং স্টাইলের উপর । আপনি এমন এক জায়গায় একটি ট্রেড ওপেন করে লং টাইম ধরে বসে থাকলেন যেখানে মার্কেট ফিরে আসতে হয়তো এক সপ্তাহ সময় লাগতে পারে । তাই আমার মতে উপযোক্ত জায়গায় মার্কেটে এন্ট্রি এবং একটি নির্দিষ্ট প্রফিট নিয়ে মার্কেট থেকে বেরিয়ে আসাই উত্তম ।

syed_rana
2016-02-20, 03:33 PM
একটু বেশি সময় নিয়ে ট্রেড করলে ভাল প্রফিট আশা করা যায় । আপনার যদি মোটামুটি মানের ব্যলেন্স থাকে, তবে আপনি লং টাইমে ট্রেড করলেই লাভবান হবেন । আরেকটি সুবিধা হল লং টাইমে ট্রেড করলে ব্রোকারকে বারবার স্প্রেড ও দিতে হচ্চেনা । লং টাইমে আপনি ভাল মানের প্রফিট আশা করতে পারেন,যদি আপনি বুঝে শুনে ট্রেড করতে জানেন । আমার পরিচিত এরকম অনেক জন আছেন,যারা লং টাইম এর ট্রেড দেয় ও ভাল প্রফিট পায় ।

Md Akter Hossain
2016-02-20, 03:45 PM
লং টােইমে ট্রেড করতে হলে আপনাকে বড় টাইম ফ্রেমে ট্রেড করতে হবে । আর আপনাকে জানতে হবে প্রপারলি প্রাইজ অ্যাকশন সম্পর্কে । অাপনি যদি প্রাইজ অ্যাকশন ধরতে না পারেন তাহলে আপনি লং টাইম অথবা সর্ট টাইম সবকটাটেই লস করবেন । বড় টাইম ফ্রেমে ড় লস করবেন ।

sharifulbaf
2016-03-28, 02:17 PM
ফরেক্স মার্কেটে সকল ট্রেডারদের লং টাইম ফ্রেম ব্যাবহার করে লং ট্রেড নিতে হবে যাতে ফরেক্স মার্কেটে বেশি সময় ব্যয় না হয়,ফরেক্স মার্কেটে আমরা লং ট্রেড করলে আমাদের স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করতে হবে যাতে ফরেক্স ট্রেডিং করে ভাল প্রফিট করা যায়,লং ট্রেড নেওয়ার পুর্বে লং টাইম ফ্রেম নিয়ে আমরা এনালাইসিস করতে পারি।

uzzal05
2016-03-28, 02:31 PM
ফরেক্স এ আসলে দ্রুত প্রফিট করার চিন্তা বাদ দেয়া উচিত। কারন মার্কেট যেভাবে চলে আমাদের সেভাবে চলা উচিত। আর শর্ট টাইম্ফ্রেম এ মার্কেট এ ভ্যালু কম। আপনি যদি মার্কেট এ বেশী প্রফিট করতে চান তাহলে আপনাকে অব্যশই হাইয়ার টাইম গুলো আনালাইসিস করতে হবে।

md samsulhuq786
2016-03-28, 02:41 PM
ামার মনে হয় লং টাইম ট্রেড করলে লাভ বেশি করার প্লান করলে বেসি হবে আর যদি কম করার প্লান করেন তাহলে কম হবে। এমন অনেক জন আছেন তারা সচাল্পিং করে লং টাইম এর চাইতে বেশি মানি উপারজন করেন।তবে আমি বলব লং টাইম ট্রেড রিস্ক কম যদি ভালভাবে ট্রেড করতে পারেন।

niloyjahan88
2016-03-28, 03:58 PM
ট্রেড যদি প্লান মত হয় তাইলে সেখানে লাভ থাকবেই।লং টাইমফ্রেম অথবা শর্টটাইম যাই হোক না কেন প্লান মত ট্রেড করলে সব জায়গাতে ফল ভাল হয়।তবে হ্যা লং টাইমে যদি আপনি ট্রেড করেন তা হলে সেক্ষেত্রে আপনার ট্রেডিংয়ে ঝুকি কম হবে।

lotifahelen
2016-03-28, 04:56 PM
ফরেক্সে লং টাইম ট্রেড করাটাই ভালো লং টাইম ট্রেড করলে বেশি লাভ হয়।আমি মনে করি বেশি লাভ করতে হলে ধৈযর্ সহকারে বেশি সময় নিয়ে ট্রেড করা উচিত।

hrsabbir
2016-03-28, 05:10 PM
লং টাইম বা শর্ট টাইম বলে কিসু নাই । আসলে আপনে যদি ট্রেড সম্পরকে ভালে জানা থাকে তাহলে আপনে শর্ট টাইমে ভালো করতে পারবেন এবং ভালো প্রফিড পাবেন ।

hkabirshas
2016-03-28, 05:59 PM
আমার মতেও লং টাইম নিয়ে ট্রেড করলে লাভ বেশি হয়। শর্ট টাইম ট্রেড করলে আপনি বারবার স্প্রেড লস খাবেন। কিন্তু লং টাইম ট্রেডে আপনি বারবার স্প্রেড লস খাবেন না । কিন্তু লং টাইম ট্রেড করার জন্য আপনার ফরেক্স একাউন্টে পর্যাপ্ত পরিমাণ ডলার জমা থাকতে হবে এবং খুব চিন্তা-ভাবনা ও মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে হবে তা না হলে লং টাইম ট্রেডেও প্রচুর রিস্ক থাকে কারণ ট্রেড আপনার সাথে বিপরীতমুখী আচরণ করলে আপনার একাউন্ট জিরো হয়ে যাবে মুহুর্তেই।

gdbgdvdfsf
2016-03-28, 07:42 PM
আপনি ভাল ফরেক্স ট্রেডিং জানেন তা হলে আপনি লং টাইমফ্রেম অথবা শর্টটাইম যাই বলেন না কেন সব জায়গা থেকেই ভাল প্রফিট করতে পারবেন।এর জন্য আপনাকে ফরেক্স মার্কেট এ সবসময় নিউজ রাখতে হবে না হলে আপনি ফরেক্স এ থাকতে পারবেন না .....।

Biplob72
2016-03-28, 07:48 PM
আমি বলব লং টাইম ট্রেড রিস্ক কম যদি ভালভাবে ট্রেড করতে পারেন। আমার মতে ফরেক্সে লং টাইম ট্রেড করাটাই ভালো।কারন ফরেক্স মার্কেট এর গতি ঊঠানামা এর হার সব সময় এক থাকে না তাই আমাদের বেশি লাভ করতে হলে প্লান সহকারে বেশি সময় নিয়ে ট্রেড করা উচিত।

gdbgdvdfsf
2016-03-28, 07:54 PM
ফরেক্সে লং টাইম ট্রেড করাটাই ভালো। আপনার একাউন্টে যদি মোটামুটি পরিমান ব্যালেন্স থাকে তবে আপনার উচিত লং টাইম ট্রেড করা।এতে প্রফিট ভাল হবে.....।

lotifahelen
2016-03-28, 08:03 PM
লং টাইম ট্রেড করাটাই ভালো শর্ট টাইম ট্রেড করলে আপনি বারবার স্প্রেড লস খাবেন।আর লং টাইম ট্রেডে আপনি বারবার স্প্রেড লস খাবেন না .....।

md samsul huq
2016-05-20, 10:11 AM
আমি মনে করি আসলে আপনি যদি ভাল ফরেক্স ট্রেডিং জানেন তা হলে আপনি লং টাইমফ্রেম অথবা শর্টটাইম যাই বলেন না কেন সব জায়গা থেকেই আমি মনে করি ভাল প্রফিট করতে পারবেন তবে হ্যা লং টাইমফ্রেমে যদি আপনি ট্রেড করেন তা হলে সেক্ষেত্রে আপনি ট্রেডিংয়ে ঝুকি অনেকাংশে হ্রাস করতে পারেন।

জ্যাক কয়েন
2016-05-20, 02:39 PM
আমি মনে করি লংটাইম ট্রেডে বেশি লাভ করা যায় তবে এর জন্য ছোট ছোট সাইজের ট্রেড ওপেন করতে হবে। ফরেক্স এ লংটাইম ট্রেডে বেশি লাভ করতে হলে ট্রেড ওপেন করে অবশ্যই স্টপ লস এবং টেক প্রফিত বসাতে হবে। তা না হলে বেশি লাভ করতে গিয়ে বড় ধরনের লস হয়ে যেতে পারে।

dwipFX
2016-05-20, 05:21 PM
আমার মনে হয় যারা লং টাইম ট্রেডে ট্রেড করে তারা ফরেক্স মার্কেট বেস ভাল আয় করতে পারে কারন তারা জানে মার্কেটে মুভ করলে কয়েক দিন থাকে আর সেটা বুঝে যারা লং টাইম ট্রেড করে তাই আমাদের কে রং টাইম ট্রেড করার অভ্যাস করতে হবে।

Badiul
2016-05-20, 05:47 PM
আমার মতে লংটাইম ট্রেডে অনেক বেশি প্রফিট করা যায় তবে আপনে যদি ম্যানিমেনেজ ম্যান্ট ঠিক রেখে ট্রেড করেন তাহলে অনেক বেশি প্রফিট করতে পারবেন।লংটাইম ট্রেডে আপনার প্রফিট হতে অনেক সময় নেই অনেক ট্রেডার আছে যারা যখন অল্প প্রফিট হয় তখন ক্লোজ করে দেই ফলে লাভ অনেক কম হয় তাই অনেক বেশি প্রফিট দেখতে চাইলে ধৈর্য ধরে ট্রেড করতে হবে।

amin rabby
2016-05-20, 10:10 PM
লং টাইম ট্রেড করলে মার্কেটে গতিবিধি সবসময় পর্যবেক্ষণ করা হয়। মার্কেট এনালাইসিস করতে সুবিধা হয়। মার্কেটে ট্রেড এর অনুকুল পরিবেশ নিরধারন করে ট্রেড করা যায়। ট্রেড এ ভালো কৌশল ব্যবহার করে প্রত্যাশিত মুনাফা করা যায়। দক্ষ ট্রেডারদের জন্য লং টাইম ট্রেড এ ট্রেড করলে বেশি লাভ করা যায়।

Moon
2016-05-20, 10:30 PM
আমি একজন নতুন ট্রেডার হওয়া সত্তেও আমি মনে করি যে লং ট্রেডে বেশি লাভ কেননা লং ট্রেডিং হল বেশ কিছূদিন ধরে চলা ট্রেড যেটা আমি বুঝি । তবে মনে রাখতে হবে যে এর মধ্য আমরা অনেক কিছু শিখতে পারব । অার ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেড করি বিশেষ করে নতুন অবস্থায় তারা বুঝতে পারব যে কোন মুহুর্তে কি ঘটছে এবং অনেক জ্ঞান অর্জন করতে পারব ।

MdRiazulIslam1991
2016-05-21, 03:08 AM
লংটাইম ট্রেড যদি মানিম্যানেজমেন্ট,মার্কেট অ্যানালাইসিস প্রভৃতি অনুসরন করে করা হয় তা হলে সেক্ষেত্রে বেশি প্রফিট লাভের সম্ভাবনা থাকে পাশাপাশি ঝুকিও অনেকাংশে কুমে যায়। তবে সকলে লং টাইম ট্রেড করতে পারে না আমার কাছে মনে হয় এর জন্য ট্রেডারের ধৈয্য ধারন ক্ষমতাটাও অনেক বেশি গুরুত্বপূর্ন।

uzzal05
2016-05-21, 05:22 AM
লং টাইমে ট্রড করলে লাভ বেশি হতে পারে। কারন মার্কেট সবসময় মুভ করে না। আর শ্ট ট্রেড করে বেশি পিপ পাওয়া যায় না। ফরেক্স হলো লং টাইম্মের জন্য খুব ভালো। আপনি ডেইলী চার্ট এ লং টার্ম ট্রেড করে অনেক বেশি প্রফিট পেতে পারেন।

HKProduction
2016-05-21, 09:19 AM
লং টার্ম ট্রেড সাধারণত ভাল ট্রেডারদের জন্য ভাল লাভজনক। কেননা এতে প্রচুর ধৈর্য্য ও সাধনার প্রয়োজন। নতুন ট্রেডাররা একটি ট্রেড প্লেস করার পরেই লাভের জন্য মরিয়া হয়ে উঠে। সময়ের অপেক্ষা তাদের চোখে মুখে হতাশা এনে দেয়। তাই তারা শর্ট ট্রেড করেই বেশি আনন্দ পায় কিন্তু লাভ পায় না।

basaki
2016-05-21, 12:25 PM
আসলে আপনি যদি ফরেক্স মার্কেট সুম্পর্কে ভাল জ্ঞান লাভ করতে পারেন তবে আপনি লং ট্রেড বা সর্ট টাইম যাই করন না কেন আপনি ফরেক্স মার্কেটে ভাল করতে পারবেন বলে আমি মনে করি তাই আমি মনে করি আপনি আগে ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল জ্ঞান লাভ করেন পরে ফরেক্স মার্কেটে ট্রেড করেন।

aida
2016-11-30, 10:41 PM
ফরেক্সে ট্রেড মূলত দুই ধরনের। এক হলো শর্ট টাইম ট্রেড আর দুই হলো লং টাইম ট্রেড । শর্ট টাইম ট্রেডের বিস্তার হয় অল্প। অল্প সময়েই লাভ তুলে নেয়া হয়। এতে লাভ নেয়া হয় অল্প । কিন্তু লং টাইম ট্রেডে বেশি লাভ টার্গেট করা হয়/। অর্থাৎ লং টাইম ট্রেডে লাভ বেশি।

ONLINE IT
2016-12-03, 12:59 PM
আপনি লং টাইম ট্রেড করেন কিংবা সর্ট টাইম ট্রেড করেন আপনাকে ধৈর্য্য নিয়ে ট্রেড করতে হবে। তবে সর্ট টাইমের তুলনায় লং টাইম ট্রেডের জন্য আপনাকে বেশি ধৈর্য্যশীল হতে হবে। তাহলে আপনি বেশি লাভ করতে পারবেন। আর লং টাইম ট্রেডের জন্য আপনাকে ফান্ডামেন্টাল এ্যানালাইসিস বেশি করতে হবে। তাহলে আপনি সফল হবেন। এর জন্য আপনার ব্যালেন্স ও বেশি দরকার।

vampire
2016-12-03, 04:50 PM
আমার মতে ফরেক্স মার্কেট লং টাইমের ট্রেড সব থেকে বেশি ভাল।কারন দিনের যখন আপনি ট্রেড করবেন তখন একবার এনালাইসিস করে আপনি ট্রেড করেন আর ট্রেড যদি আপনার পক্ষে যাই তাহলে আপনি ভাল আয় করতে পারবেন।

shimul77ss
2016-12-03, 05:10 PM
ফরেক্স মার্কেটে ট্রেড মুলত ২ প্রকার।যথা-
১।লং টাইম ট্রেড
২।শর্ট টাইম ট্রেড
ফরেক্স মার্কেটে শর্ট টাইম ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই মার্কেট এ দক্ষ হতে হবে নয়ত ভা আয় করতে পারবেন না।নতুনেরা বেশির ভাগ এই ভুলটি করে থাকে শর্ট টাইমের ট্রেড করে।তবে আমার মতে লং টাইমের ট্রেড করা বেশি ভাল কারন এতে ঝুকি কম থাকে।

nazib72
2016-12-22, 07:46 PM
লাভ বা লস নির্ভর করে ট্রেড সাইজ এবং ট্রেডারের ট্রেড কৌশল এবং দক্ষতার উপর তাতে ট্রেড লং হোক বা সর্ট।ভালো ভাবে ট্রেড করতে পারলে লং ট্রেড করে অনেক বেশি আয় করতে পারবেন আবার সর্ট ট্রেড তেকেও পারবেন। এটা ট্রেডারের দক্ষতার উপর নির্ভর করে।

mithunsarkar
2016-12-22, 09:24 PM
ফরেক্স মাকেট থেকে যদি বেশি লাভ করতে হয় তবে আমি মনে করি আপনাকে স্ট টাইম ট্রেড করতে হবে তবে আপনি বেশি বেশি আয় করতে পারবেন | আপনার যদই লংটাইম ট্রেড করেন তবে আপনি লস ও করতে পারেন |

FOREX.NB
2016-12-24, 11:28 PM
লং টাইম ট্রেড করলে মার্কেটে গতিবিধি সবসময় পর্যবেক্ষণ করা হয়। মার্কেট এনালাইসিস করতে সুবিধা হয়। মার্কেটে ট্রেড এর অনুকুল পরিবেশ নিরধারন করে ট্রেড করা যায়। ট্রেড এ ভালো কৌশল ব্যবহার করে প্রত্যাশিত মুনাফা করা যায়। দক্ষ ট্রেডারদের জন্য লং টাইম ট্রেড এ ট্রেড করলে বেশি লাভ করা যায়।

MONIRABEGUM8080
2016-12-24, 11:45 PM
না আসলে লং টাইমে ট্রেড করলেই যে আপনি বেশি প্রফিট লাভ করতে পারবেন এমনটি ভাবার কোন কারন নেই বেশি প্রফিট লাভ করতে হলে আপনাকে ট্রেডিং জ্ঞান এবং কেৌশল অবশ্যই ভাল ভাবে রপ্ত করতে হবে। লং টাইম ফ্রেমে ট্রেড করলে লসের ঝুকি অনেকাংশে কুমিয়ে আনা সম্ভাব।

RUBEL MIAH
2016-12-25, 10:18 AM
অবশ্যই লং ট্রেড বেশী বেশী করে করব তাহলেই আমরা লাভবান হতে পারবে । যে ট্রেডার যত বেশী ধৈর্য্য ধারণ করবে সে অবশ্যই সফলকাম হতে পারবে । লং টাইমে ট্রেড করলে বেশী ক্ষতিতে পড়বে না । আমরা সব সময় মার্কেট এ্যানালাইসিস বেশী বেশী কর করব তাহলেই আমরা লাভবান হতে পারব । অতএব শর্ট টাইম ট্রেড করব না কারণ শর্ট টাইম ট্রেড করলেই লসে পড়ে যেতে হবে ।

eshahid
2016-12-25, 10:50 AM
অবশ্যই লং টাইম ট্রেড এ বেশি লাভ হয়। মার্কেটের মুভমেন্টটা হয় খুব আস্তে আস্তে। তাই লং টাইম ট্রেড করতে হবে। মার্কেট এর গতিবিধি খুব ভাল করে লক্ষ করে প্রত্যেকটা ট্রেড ওপেন করতে হবে।

msisohel
2016-12-25, 11:07 AM
মার্কেটের অবস্থা বুঝে লং টাইম ট্রেড করলে বেশি লাভ হয় । তবে শর্ট টাইম ট্রেডে যে রিস্ক বেশি থাকে ।

mithunsarkar
2016-12-25, 11:12 AM
লং টাইম ট্রেড করলে আপনি ফরেক্স থেকে বেশি লাভ নিতে পারবেন না ফরেক্স থেকে আয় করতে হলে আমি মনে করি স্ট টাইম ট্রেড করে আয় করা ভাল এভাবে আপনি যদি আয় করতে থাকেন তবে আপনি ফরেক্স থেকে বেশি বেশি আয় করতে পারবেন |

riponinsta
2016-12-25, 11:15 AM
আমি ও মনে করি লংটাইম ট্রেডে এ লাভ বেশি হয় কারন আপনি লংটাইম ট্রেডে এক টেড এ আপনি ১০০ থেকে ১০০০ পিপ্স পর্যন্ত লাভ করতে পারবেন তাই আপমার লংটাইম ট্রেডে লাভ হই বেশি । লংটাইম ট্রেডে একটাই সমস্যা সিগনাল আশে অনেক কম যাদের ধরজ কম তাদের লংটাইম ট্রেডে এ টেড করতে পারবে না কারন কিছু দিন পর পর সিগনাল আছে ।

md noor hasan
2017-01-27, 10:45 PM
আমার মনে হয় লং টাইম ট্রেড করলে আপনি ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আপনি বুজতে পারবেন কখন লাভ হই আর কখন লস হয় ।এর জন্য আপনাকে ফরেক্স মার্কেট এর সবসময় নিউজ রাখতে হবে না হলে আপনি ফরেক্স এ থাকতে পারবেন না

asik
2017-01-28, 01:39 PM
আমার মতে ফরেক্সে লং টাইম ট্রেড করাটাই ভালো।কারন ফরেক্স মার্কেট এর গতি ঊঠানামা এর হার সব সময় এক থাকে না তাই আমাদের বেশি লায় করতে হলে প্লান সহকারে বেশি সময় নিয়ে ট্রেড করা উচিত।এমন অনেক জন আছেন তারা সচাল্পিং করে লং টাইম এর চাইতে বেশি মানি উপারজন করেন।
তবে আমি বলব লং টাইম ট্রেড রিস্ক কম যদি ভালভাবে ট্রেড করতে পারেন

shukumar8099
2017-01-28, 03:27 PM
আমাদের দেশে ফরেক্স ব্যবসা এখনো জনপ্রিয়তা লাভ করতে পারে নি । আমি আশাকরি , যারা এদেশে ফরেক্স ট্রেডার রয়েছে তারা যদ একটু সচেতন হয় তাহলেই সফলকাম অনিবার্য । সুতরাং আর থেমে না থেকে অল্পতেই ঝাপিয়ে পড়ি মানুুষের দ্বারে দ্বারে ।

ucall
2017-02-04, 06:33 PM
আমার মনে হয় ফরেক্সে লং টাইম ট্রেড করাটাই ভালো। আপনার একাউন্টে যদি মোটামুটি পরিমান ব্যালেন্স থাকে তবে আপনার উচিত লং টাইম ট্রেড করা। কারন লং টাইম ট্রেডের মাধ্যমেই বেশি লাভ করা যায়। শর্ট টাইম ট্রেড করলে আপনি বারবার স্প্রেড লস খাবেন। কিন্তু লং টাইম ট্রেডে আপনি বারবার স্প্রেড লস খাবেন না ।

Mamun13
2017-02-04, 09:34 PM
আসলে সবকিছুই নির্ভর করে আপনার মানষিক অবস্হার উপর৷স্ক্যাল্পিং বা শর্ট টার্ম ট্রেডে তুলনামূলক অধিক লাভ করতে পারবেন৷শর্ট ট্রেডে রিস্ক থাকবে অনেক বেশি৷আপনি লং টার্ম ট্রেড করেও লাভবান হতে পারবেন যদি ভালো করে শিখে তারপর ট্রেড করতে আসেন৷লং টার্ম ট্রেডে রিস্ক কম থাকবে৷

amdad123
2017-02-05, 10:56 AM
ফরেক্স মার্কেটে বিভিন্ন ধরনের ট্রেডার আছে যারা বিভিন্ন মেয়াদের ট্রেড ওপেন করে থাকে। তার মধ্যে একটি হল লং টাইম ট্রেডিং। ফরেক্স মার্কেটে সফলতার জন্য লং টাইম ট্রেডিং বা সর্ট টাইম ট্রেডিং আপনি যাই করেন এটা কোন বড় কথা নয় এখানে আপনার প্রয়জন জ্ঞান *ও অভিজ্ঞতা। আপনার যদি ভাল জ্ঞান ও অভিজ্ঞতা থাকে তাহলে আপনি যে কোন টাইমে ট্রেডিং করে ভাল প্রফিট পেতে পারেন। এছাড়া লং টাইম ট্রেডে ভাল লাভ করা যায় বটে কিন্তুু আবার লস হয় বেশি। তাই এখানে আপনি যদি ফরেক্স ট্রেডিং ভালমত শিখতে পারেন তাহলে আপনি যে কোন টাইম ট্রেড করে ভাল লাভ করতে পারবেন।

shohanjacksion
2017-02-10, 09:29 AM
আমার মনে হয় বেসি সময় নিয়ে ট্রেড করলে বেশি লাভ হয় । কারন মার্কেট উঠানামা সবসময় দ্রুত হয় না । আপনারা যারা অভিজ্ঞ্য আপনাদের মতামত জানিয়ে আমাকে সাহায্য করুন।:dance:
মার্কেট ট্রেন্ড অনুযায়ী ট্রেড চালু রাখার চেষ্টা করুন। মার্কেটের ট্রেন্ড সব সময় বা সুদীর্ঘ সময় একমুখী নাও চলতে পারে। এইজন্য ভাল একটি স্ট্র্যাটেজি ব্যবহার করে সঠিক টেক প্রফিট এবং স্টপ লস ব্যবহার করুন এবং ট্রেইলিং স্টপ ব্যবহার করুন।

shohanjacksion
2017-02-15, 04:29 PM
আমার মনে হয় বেসি সময় নিয়ে ট্রেড করলে বেশি লাভ হয় । কারন মার্কেট উঠানামা সবসময় দ্রুত হয় না । আপনারা যারা অভিজ্ঞ্য আপনাদের মতামত জানিয়ে আমাকে সাহায্য করুন।:dance:
খুব ভাল কথা। লং টাইমফ্রেম এবং ফান্ডান্টোল এনালাইসিস করে যদি ট্রেন্ড অনুযায়ী র্দীঘ মেয়াদী ট্রেড ওপেন করে রাখা যেত তবে আমরা নিশ্চিতভাবে অনেক বেশি পরিমান প্রফিট করতে পারতাম কিন্তু আমরা মার্কেটে বসে আমাদের আবেগ বেশিক্ষন ধরে রাখেতে পারিনা।

siddiquecec
2017-02-15, 06:41 PM
লং টাইম ফ্রেমে ট্রেড করলে অবশ্যই বেশি লাভ হয় এবং সবচেয়ে বড় সুবিধা হচ্চে এতো সহজে *account 0 হয় না। আর ঠিক ভাবে ট্রেড করতে জানলে লস কখন হবে না। আমি একজন ট্রেডার সম্পর্কে কিছু ধারনা জানি যে সে 3 মাস যাবত ট্রেড ওপেন করে রেখেছে ট্রেড কিন্তু 50 ড্রলার প্রফিটে আছে কিন্তু তারপরও সে ট্রেড Close করছে না বরং সে বলছে আরো মার্কেট নিচের দিকেই যাবে মানে আরে প্রফিট হবে। সুতরাং বুঝতেই তো পারলেন আমি কি বুঝাতে চাইলাম।

janasa
2017-02-15, 06:49 PM
খাঙ্কির ছেলে ফোরাম ম্যানেজার ? আমার বোনাস আমার ট্রেড্রিং একাউন্টে যোগ হলো না কেন রে ? তোর কি গুদ মেরেছি আমি ? কোন সমস্যা পাইলে বল । আমি তাহলে বুঝি যে বোনাস পাব না। কিন্তু তুই বোনাস দিলি ইইই না ।

RUBEL MIAH
2017-02-16, 07:15 AM
অবশ্যই লং টাইম ট্রেডে লাভ বেশী হয় । আমরা যদি লং টাইম ট্রেডকে বেছে নিতে পারি তাহলে অবশ্যই অামরা সফলকাম হতে পারব । যে ট্রেডার লং টাইম বেশী বেশী করে করবে সে অবশ্যই লাভবান হতে পারবে । অতএব অামরা সব সময় ফরেক্স ব্যবসা লং টাইমে করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । সুতরাং আমরা লং ট্রাইম ফ্রেমে বেশী বেশী ট্রেড করব ।

nbfx
2017-02-16, 09:48 PM
লং টাইম ট্রেডে লাভ বেশি হয় এটা আমি জানি না। তবে লং টাইম ট্রেডের সুবিধা অনেক। বড় টাইমফ্রেম দেখে এনালাইসিস করার ফলে ট্রেড ওপেন করার জন্য সঠিক সিদ্ধান্ত নেয়া সহজ হয়। লং ট্রেডে ঝুকি কম থাকে, মূলধন সুরক্ষিত থাকে।কোন পেরেশানি বা টেনশন থাকে না কারন পর্যাপ্ত ব্যাকআপ পিপস থাকে। মাসিক গড় লাভ বেশি হয় । মোট কথা লসকে নিয়ন্ত্রন করে লাভ করা যায়।

RUBEL MIAH
2017-02-28, 07:47 AM
অবশ্যই লং টাইম ট্রেডে লাভ বেশী হবে । আমরা যদি দক্ষতার সহিত ফরেক্স মার্কেটে কাজ করতে পারি তাহরে আমরা সফলকাম হতে পারবে । আমরা ডেমো ট্রেড বেশী বেশী করে করব । যে যত বেশী মার্কেট এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে । আমরা বেশী বেশী অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করব । আমরা ডেমো ট্রেড বেশী বেশ করে করব ।

riponhosen
2017-02-28, 09:08 AM
অবশ্যই লং টাইম ট্রেডে লাভ বেশি তার কারন হলো যখন আপনি দক্ষতার সাথে ট্রেড ওপেন করবেন আর বেশি সময় ধরে তখন আপনার লাভ বেশিই হবে। তাই লাভ বেশি করতে চাইলে লং ট্রেড ওপেন করুন। যখন সঠিক ভাবে এনালাইসিস করে লং ট্রেড ওপেন করা হয় তখন সেখান থেকে প্রায় নিশ্চিত লাভ হয়।

Nur Alam
2017-03-09, 11:33 AM
ফরেক্স মার্কেটিং এ ট্রেড করার জন্য আমার মনে হয় লং টাইম ব্যবহার করা ভাল। কারন সাধারনত মার্কেট অনেক টাইম নিয়ে উঠানামা করে। এজন্ন্য আপনি যদি লং টাইম এ ট্রেড করেন তাহলে আপনার ভাল প্রফিট পাবার সম্ভাবনা রয়েছে । সুতরাং বলা যায় যে ফরেক্স মার্কেটিং এ ভাল প্রফিট পেতে চাইলে আপনাকে অবশ্যয় লং টাইম ট্রেড করতে হবে।

Nur Alam
2017-03-09, 05:05 PM
সধারনত ফরেক্স মার্কেটিং এ লং টাইম ট্রেড করা ভাল। কারন একটি মার্কেট মূলত অনেক সময় নিয়ে উঠানামা করে। সেক্ষেত্তে লং টাইম ট্রেড করলে আমার মনে হয় ভাল প্রফিট পাওয়া যেতে পারে। আসলে লং টাইম আর সর্টঁ টাইম আসল ব্যাপার না, আসল ব্যাপার হল আপনার দক্ষতা। ভাল দক্ষতা থাকলে সর্ট টাইম ট্রেড করেও আপনি ভাল প্রফিট পেতে পারেন।

shohanjacksion
2017-03-18, 05:53 PM
লংটাইম ট্রেডিং বেশি লাভের জন্য করা হয়না। যাদের মানি ম্যানেজমেন্ট ভাল সাধারনত তারাই লংটাইম ট্রেড ওপেন করে রাখেন এবং প্রায় ট্রেডেই ট্রেইলিং স্টপ ব্যবহার করে থাকেন। তারা অল্প লটে অধিক পরিমা পিপ অর্জন করে থাকেন। লাভ খুব কম হলেও ব্যালেন্স খুব নিরাপদে রাখার জন্য লংটাইম ট্রেডারগণ ট্রেড করে থাকেন।

Mamun13
2017-11-20, 06:22 PM
লংটাইম ফ্রেমে ট্রেড করলে লাভ বেশি হবে আর শর্টটাইম ফ্রেমে ট্রেড করলে লাভ কম হবে-বিষয়টা কখোনোই এই রকম নয়৷প্রকৃত বিষয় হচ্ছে লংটাইম ফ্রেমে ট্রেড করলে আপনার প্রফিট ও ব্যালেন্স তুলনা মূলক নিরাপদ থাকবে৷লংটাইম ফ্রেমে আপনার এনালাইসিস অনেক সঠিক হবে৷তাই সহজেই ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনা থাকবে না৷

expkhaled
2017-12-10, 09:36 AM
ফরেক্স এ শর্ট টাইম ফ্রেম এর চেয়ে লং টাইম ফ্রেমে এনালাইসিস সঠিক হয় বেশী তাই লং টাইমফ্রেম এ ট্রেড লস হয় কম লাভ হয় বেশী। তাই অভিজ্ঞ ট্রেডার যারা তারা সবসময় লং টাইমফ্রেমে ট্রেড করেন। আর একটা সুবিধা হলো লং টাইম ফ্রেম অনেক সময় যাবত চলে সুতরাং যদি কোন ট্রেড এ ভূল এন্ট্রি হয়ে যায় তো সেটা ক্লোজ করে নতুন ট্রেড নেওয়া যায়। আর শর্ট টাইমফ্রেমে মার্কেট এত তারাতারি মুভমেন্ট হয় যে, ডিসিশন নেওয়া যায় না আর সেই কারনে লাভ করার চেয়ে লস হয়।

Yousuf Ahamad
2017-12-17, 08:30 PM
কত সময় ট্রেড করব???
দৈনিক কত সময় ট্রেড করব, কোনৃন টাইম ফ্রেমে ট্রেড করব এধনের প্শ্ন আমাদের সকলেরই আসে৷ বিশেষ করে যারা শআরো বেশি কমন যারা নতুন ট্রেড করতে চান৷ টপারদের কথা অনুযায়ী, সারা দিন ট্রেড করা লসের একটি বড় কারনের একটি কারন৷ প্রায়ই দেখাযায়, যারা একাউন্ট খালি করেছে, তারা সবাই লং টাইম ট্রেড করীর কারনে৷ তারা ফুলে যায় লং টাইম কোন জিনিষের পিছে লেগে থাকলে , মাথা হ্যাং হয়ে যায়৷

expkhaled
2018-01-09, 11:14 AM
লং টাইম ট্রেড করা মানে সারাক্ষন ট্রেড করা নয়। লং টাইমফ্রেমে ট্রেড করা বুঝায়। যত লাভবান ট্রেডারদের কথা শুনেছি সবাই বলছে লং টাইমফ্রেমে ট্রেড করেই তারা প্রতিষ্ঠিত হয়েছেন। ফরেক্স আসলে যত তারতারি লাভ করার চিন্তা করবো তত তারাতারি লস হবে। সুতরাং সাবধান বেশী তারতারি করে লাভবান হওয়ার চিন্তা মাথা থেকে দুর করে দিন। আমি আগে শর্ট টাইমফ্রেমে লাভ করতে পারতাম না এখন লং টাইমফ্রেমে ট্রেড শুরু করার পর থেকে লাভের মুখ দেখছি। সুতরাং অামি বলবো লং টাইমফ্রেমে ট্রেড করতে।

Grimm
2018-01-12, 11:55 PM
আপনি যদি দীর্ঘ মেয়াদী ট্রেড করেন তাহলে আমার মনে হয় আপনি অনেক নিরাপদে ভাল মুনাফা অর্জন করতে পারবেন। আমার দেখা মতে স্বল্পমেয়াদী ট্রেডাররা বেশিদিন মার্কেটে টিকে থাকতে পারে না। কিন্তু দীর্ঘ মেয়াদী ট্রেডাররা খুব সহজেই টিকে থাকতে পারে। কারণ তারা সবসময় নিজেদেরকে আয়ত্তে রাখতে পারে আর এই ব্যবসায় আয়ত্ত রাখা খুবই জরুরী।

maziz6989
2018-01-27, 02:30 PM
সাধারণত লং ট্রেড এর এনালাইসিস করা হয়ে থাকে সাপ্তাহিক বা মাসের চার্ট ফলো করে সুতরাং এখানে এমনিতেই একটু লং টিপি বা এসএল ব্যবহার হবেই এটা নিশ্চিত। এবং লং ট্রেড এর রিক্সও কম হয়ে থাকে বলে আমার বিশ্বাস। তাই যদি সম্ভব হয়ে থাকে সবাই লং টার্ম ট্রেড করুন। প্রফিট কম পান কিন্তু হিউজ লসও হবার চান্স কম থাকবে।

Syed Moinul
2018-01-29, 04:46 PM
মার্কেট এর অবস্থা দেখে এবং এ্যানালাইসিস ভালো হলে যেকোনো ট্রেডে ই আশানুরূপ লাভবান হওয়া সম্ভব। তাই আপনি লং টাইম বা স্ক্যাল্পিং করেন। যেটা করবেন সেটা তে ফলাফল আশা করা যাবে।

FREEDOM
2020-04-14, 10:03 PM
আমার মনে হয় বেসি সময় নিয়ে ট্রেড করলে বেশি লাভ হয় । কারন মার্কেট উঠানামা সবসময় দ্রুত হয় না । আপনারা যারা অভিজ্ঞ্য আপনাদের মতামত জানিয়ে আমাকে সাহায্য করুন।:dance:

হ্যা লং টাইম ট্রেডে বেশি লাভ কারন এতে করে ভালো ব্যাকআপ পাওয় যায় এবং অনেক ভালো পজিশনও ক্রিয়েট করা যায়। শর্ট টাইম ট্রেড অনেক গুলো করার চেয়ে মার্কেট বুজেশুনে একটি বা দুটি লং ট্রেড করলে তাতে করে একটা ভালো প্রফিট অর্জন করা সম্ভব হবে বলে আমি মনে করি।

SHARIFfx
2020-04-14, 11:10 PM
লং ট্রেডিং এ ঝুঁকি বেশি থাকে। কারন প্রফিট এর জন্য অনেক দিন অপেক্ষা করতে হয়। তাই আমি বলতে চাই শট ট্রেডিং করুন। ডেইলি ট্রেড ডেইলি ক্লোজ করুন। ডেইলি কেন্ডেল ফেলো করে ট্রেড নিন। নিউজ প্রকাশ হবার পরে ট্রেড নিন। প্রতিটি ট্রেডে টেক প্রফিট আর স্টোপ লস ইউজ করুন। মানিমেনেজমান্ট করুন।

FX7
2020-04-25, 08:42 PM
ফরেক্স মার্কেটে যারা ট্রেড করে তারা একেক জন একেক ভাবে চ্যাট পরিচালনা করেন যেমন কেউ পছন্দ করে স্ক্যালপিং কেউ আবার লং ট্রেড তবে বেশিরভাগ ট্রেডাররা লং ট্রেড করে বেশি স্বাচ্ছন্দ্যবোধ মনে করে লং ট্রেড আপনাকে প্রফিট ভালোই দিবে এবং আপনার অ্যাকাউন্টের জিরো হওয়ার সম্ভাবনা কমিয়ে দেবে

Rokibul7
2020-04-25, 10:11 PM
ফরেক্স মার্কেটের বেশিরভাগ ট্রেডাররা লং ট্রেড পছন্দ করে থাকে যেহেতু লং ট্রেডে অনেক সুবিধা আছে তাই বিশ্বের বেশিরভাগ ট্রেডাররা লং ট্রেড বেশি পছন্দ করে থাকে আমিও সাধারণত লং ট্রেড করে থেকে বড় বড় টাইমফ্রেমে ট্রেড ওপেন করে থাকি

FATEMAKHATUN
2020-04-27, 04:37 AM
যদি আপনার ব্যালেন্স বেশি থাকে আর লং টাইম ট্রেড করতে পারেন অবশ্যই বেশি ইনকাম করা সম্ভব। তবে ক্ষেত্রে অতিরিক্ত ধৈর্যের পরিচয় দিতে হবে আপনাকে।

KF84
2020-04-30, 09:53 PM
যে ট্রেডার যত বেশী ধৈর্য্য ধারণ করবে সে অবশ্যই সফলকাম হতে পারবে । লং টাইমে ট্রেড করলে আপনি মার্কেটের গতিপ্রকৃতি সম্পর্কে আরও সুস্পষ্ট ধারনা অর্জন করবেন । আমরা সব সময় মার্কেট এ্যানালাইসিস বেশী বেশী করে করব তাহলেই আমরা লাভবান হতে পারব । অতএব শর্ট টাইম ট্রেড করব না কারণ শর্ট টাইম ট্রেড করলেই লসে পড়ে যেতে হবে এমনটি নয় । দুটির ক্ষেত্রেই অভিজ্ঞতার প্রয়োজন আছে ।