PDA

View Full Version : বোনাস প্রাপ্তির অপেক্ষা ফুরাল...



KAZIMAJHARULISLAM
2021-03-17, 06:06 AM
ফরেক্সে আমরা অধিকাংশ ট্রেডাররাই সাধারনত ফোরাম বোনাস দিয়ে ট্রেডিং করে থাকি।যেই কারণে মাসের ১৫ তারিখ পার হলেই, বোনাস পাওয়ার জন্য মনটা কেমন যেন করে। তারপর যদি আবার পরবর্তী মাস চলে আসে, তাহলে অপেক্ষা যেন আর শেষই হয়না। তেমনি আমার মতো, অসংখ্য ট্রেডার জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বোনাস পাওয়ার তীব্র অপেক্ষায় ছিলো। অবশেষে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে,আজ রাতে একসাথে দুইমাসের বোনাসই ঢুকেছে। এজন্যই হয়তো বলা হয়, অপেক্ষার ফল অধিক মিষ্ট হয়। তাই হতাশ না হয়ে, ধৈর্য ধারণ করে ফরেক্স এর সাথে লেগে থাকুন। কেননা যেইখানে সমস্যা আছে, ঐখানে সমাধান ও রয়েছে।

EmonFX
2021-03-17, 06:23 AM
দীর্ঘ দু'মাস পর বোনাস প্রদান করা হলো, নিঃসন্দেহে এটা একটি আনন্দের বিষয়। আমরা অনেকেই দীর্ঘদিন ধরে এই বোনাসের জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে সেই অপেক্ষার প্রহর শেষ হলো। ইতোমধ্যে আমাদের ট্রেডিং একাউন্ট জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের বোনাস আপডেট করা হয়েছে। এজন্য ইন্সটাফরেক্স অথরিটিকে ধন্যবাদ জানাচ্ছি। তবে একটা ব্যাপার হলো জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের পোস্টের জন্য বোনাস প্রদান করা হলেও লাইক এর জন্য বোনাস প্রদান করা হয়নি। তাহলে কি লাইক এর জন্য বোনাস প্রদান স্টপ করে দেয়া হলো নাকি পরবর্তীতে প্রদান করা হবে এ ব্যাপারটি স্পষ্ট নয়। এ ব্যাপারে মডারেটরদের দৃষ্টি আকর্ষন করছি। আশা করছি তারা খুব শীঘ্রই এ ব্যাপারে আমাদের ক্লিয়ার করবেন।

Starship
2021-03-17, 01:56 PM
দীর্ঘ দুই মাসের বোনাস পাওয়ার অপেক্ষা গতকাল অবসান হলো৷ আমরা বিগত দুই মাসে যে বোনাস পেয়েছি সেটা শুধু পোষ্টের জন্য পেয়েছি কিন্তু লাইকের জন্য কোন বোনাস পাইনি। যেটা দীর্ঘদিন থেকে আমরা পেয়েছি সেটা হঠাৎ করেই না পাওয়ার তুলনামূলক একটু কষ্টকর এবং বেদনাদায়ক। আপনারা কি লাইকের জন্যে বোনাস পেয়েছেন কিনা? আশাকরি আগামী মাসে বোনাসের সঙ্গে বিগত দুই মাসের লাইক এর বোনাস পাব ইনশাআল্লাহ। সে পর্যন্ত আরও একটা অপেক্ষায় রইলাম। তবু আশা করি খুব শীঘ্রই আমরা এ সমস্যার সমাধান পাব।

Mas26
2021-03-17, 03:50 PM
আলহামদুলিল্লাহ অবশেষে বোনাস পাইলাম। কিন্তু আশানুরূপ পাই নাই একারণে একটু খারাপ লাগতাছে যেটা আশা করছিলাম সেরকম কিছু হয় নাই আসলে বোনাসটা এবার তুলনামূলক কম দেয়া হয়েছে আমাকে। এজন্য আমর একটু খারাপ লাগতাছে তারপরও শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে আললাররহমতে বোনাসটা পেয়েছি এবং ইন্সটাফরেক্স কেউ ধন্যবাদ ধন্যবাদ জানায় তারা আমাদেরকে বোনাস দিয়ে আবারও ইন্সটাফরেক্সের মত এত বড় একটা জায়গায় আমাদের ট্রেড করার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে জানতে পারলাম যে লাইক এর জন্য যে বোনাস দেওয়া হত সেই বোনাসটা এবার দেওয়া হয় নাই যদি দুইটা বোনাস একসাথে দেয়া হতো তাহলে হয়তোবা আমরা একটা স্বাচ্ছন্দ্যবোধ এর সাথে ট্রেড করতে পারতাম কারন একটু একাউন্টের ডলারের পরিমাণ একটু বেশি হলে স্বচ্ছন্দ বোধেে ট্রেড করা যায় এবং প্রফিট করাও সম্ভব হবে বলে আমি মনে করি ধন্যবাদ সবাইকে।

Gondal988
2021-03-18, 08:46 AM
অভিনন্দন আমার বন্ধু বোনাস পেয়ে আমি আশা করি আপনি ভাল থাকবেন। এবং ভাল বোনাস অর্জন করতে এই প্ল্যাটফর্মটিতে কঠোর পরিশ্রম করুন প্রিয় দয়া করে আপনি আমাকে এখানে বলুন আমরা সাপ্তাহিক বা মাসিক বোনাস ধন্যবাদ গ্রহণ করি

jasminbd
2021-03-18, 03:20 PM
আমি গতকাল জানুয়ারী এবং ফেব্রুয়ারী মাসের বোনাস এক সাথে পেয়েছি তাই ভালই লাগছে। ইদানিং বোনাস অ্যাকাউন্টে যোগ হতে সময় লাগছে একটু বেশি। তবে দেরি হলেও কোন মাসের বোনাস এখনো পর্যন্ত মিস হয়নি। তবে কিছু কিছু মেম্বারকে দেখি বোনাস অ্যাকাউন্টে যোগ হতে সময় লাগলে হাঙ্গামা শুরু করে দেয়। তারা নিজেরাও অস্থির হয়ে যায় এবং সবাই কে অস্থির করে তোলে। আমি বলব যে যদি ট্রেডিং অ্যাকাউন্টে ফোরাম বোনাস বোনাস আসতে দেরি করে হয় তাহলে ধৈর্য ধরে অপেক্ষা করবেন। হাইহুতাশ করবেন না। ফরেক্স বাংলা ফোরাম থেকে কোন মাসের বোনাস একেবারে না পাওয়ার রেকর্ড নাই।

Sakib42
2021-03-19, 12:53 AM
অপেক্ষার শেষ হলেও সবকিছু ঠিকমতোই সম্পাদিত হয় নি। আমরা ফেব্রুয়ারি মাসের পোস্টিং এর জন্য বোনাস পেলেও লাইক এর জন্য বোনাস পাইনি, জানুয়ারি মাসের ক্ষেত্রে এমনটি হয়েছে। এতদিন পর বোনাস প্রদান করা হলেও তা সঠিক নিয়মে প্রদান করতে পারেননি ফরেক্স কমিউনিটি। সমস্যার কারণে অনেকেই নিম্নমানের বোনাস পেয়েছি এটির দায়ভার নেওয়ার কেউ নেই। একজন কর্মকর্তা যথেষ্ট পরিশ্রম করে কিন্তু দিনশেষে যদি সে তার প্রাপ্তি না পায় তখন এটি তার জন্য খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়। অনুরোধ করবো জানান নির্দিষ্ট টাইম এর সবকিছু প্রদান করে দেওয়া হয়।

samun
2021-10-27, 12:49 PM
বর্তমানে ব্রোকার কর্তৃক বোনাস দেওয়ার সিস্টেম টি খুব একটা ভাল নয় কারণ কোন কোন মাসে অনেক দেরিতে দিচ্ছে আবার কখনো দেখা যাচ্ছে তিন মাসের বা দুই মাসের বোনাস একসাথে দিচ্ছে আসলে এর থেকে দ্রুত পরিত্রান পাওয়ার জন্য আমরা সফল ট্রেডার গান আহবান করছি যেন আমাদের এই সমস্যা দ্রুত একটি সমাধান করা হয়

Smd
2021-10-27, 03:17 PM
এই সমস্যাটি আসলে খুবই কষ্টদায়ক কারন আমরা সারা মাসের পোষ্টের পরে যখন বোনাস পাই তখন সত্যিই আনন্দের শেষ থাকে না। আর আমরা এই দীর্ঘ প্রতীক্ষার পর কাঙ্ক্ষিত বোনাস কাজে লাগাতে পারি না তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে সঠিক সময়ে বোনাস না দেয়া। সারা মাসে এনালাইসিস করে মার্কেট যখন সুবিধামতো পজিশনে আশে তখন ট্রেড নেয়ার মতো ব্যালেন্স থাকে না। তার ফলে যখনই বোনাস পাই ট্রেড করে বসি পরিনাম আবার জিরো। তাই আমি আন্তরিকভাবে বিষয়টি নিয়ে মাননীয় মডারেটর মহাদয়কে বিবেচনা করার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ।