PDA

View Full Version : কেবল মাত্র আপনিই পারেন, নিজেকে সফলতার শীর্ষে পৌঁছাতে।



KAZIMAJHARULISLAM
2021-03-19, 08:37 AM
আমরা সকলেই সফল ট্রেডারদের সফলতা দেখে ঈর্ষান্বিত হই, আফসোস করি।আমরাও চাই তাদের মতো উপার্জন করতে। কিন্তু তাদের এই সফলতার পিছনে লুকিয়ে থাকা কঠোর পরিশ্রম ও অধ্যবসায় দেখতে চাইনা।চাইনা ফরেক্স সম্পর্কে জানতে ও শিখতে, একাগ্রতার সাথে মার্কেটে লেগে থাকতে।একটা কথা মাথায় রাখুন,আপনি সফল না হওয়ার জন্য, কেবলমাত্র আপনিই দায়ী।হ্যা শুধুমাত্র আপনিই দায়ী। কেননা সফলতা কেউ কাউকে হস্তান্তর করে না, আপনাকে ও কেউ হস্তান্তর করবে না। তাই নিজেকে ফরেক্স মার্কেটের উপযুক্ত করে তৈরি করুন। এবং নিজের নামের আগে অতিরিক্ত বিশেষন লাগিয়ে সফল লাগিয়ে, নিজেকে সফল ট্রেডার হিসেবে রুপান্তরিত করুন। কেননা প্রত্যেক সফল ট্রেডারই শূন্য থেকে শুরু করেছিলেন।

Sakib42
2021-03-20, 10:53 PM
সবাই আসলে সেই ভাবে চিন্তা করে না যার ফলে সবাই সফলতার শীর্ষে পৌছাতে পারেনা। আমরা আসলে মানুষের উপর অনেকটা বেশি নির্ভর হয়ে পড়ি আমরা কাজ খুঁজে কে আমাকে সফল বানিয়ে দিবেন খুব সহজে। ফলে আমরা পরিশ্রম করতে চাইনা। তাহলে শীর্ষে পৌঁছাতে শুধু আমাদের কষ্ট যথেষ্ট। অন্য কারোর প্রয়োজন তখন আর পরেনা শুধু মন কে বিশ্বাসের সাথে সামনের দিকে এগিয়ে নিয়ে গেলেই সব কিছু অরজন পেয়ে যাবে। যার জন্য আমাদের অনেক পরিশ্রম করা প্রয়োজন।

Starship
2021-03-21, 03:49 AM
ফরেক্সে সফলতা বা ব্যর্থতা সম্পূর্ণ নির্ভর করে আপনার পরিশ্রম ও অনুশীলন এবং ধৈর্যের উপর ভিত্তি করে। আপনার কার্যকলাপের উপর ভিত্তি করে নির্ভর করবে আপনার সফলতা ও ব্যর্থতা। আপনি যদি ফরেক্স একজন অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করে ট্রেডিং অভিজ্ঞতা বাড়াতে পারেন এবং উক্ত অভিজ্ঞতা যথাযথ ভাবে প্রয়োগ করতে পারেন তাহলে আপনি ফরেক্স একসময় সফতার মুভ দেখবেন। তাই নিজের উপর ভরসা করে ধৈর্যের মাধ্যমে ফরেক্সে এগিয়ে যান দেখবেন একসময় ঠিকই সফলতা পাবেন।

EmonFX
2021-03-21, 07:06 AM
আপনি যথার্থই বলেছেন, নিজেকে সফলতার শীর্ষে পৌছানোর জন্য চাই অদম্য ইচ্ছাশক্তি এবং সেই অনুযায়ী কঠোর পরিশ্রম ও চেষ্টা। নিজের ভাগ্য পরিবর্তনে নিজেকেই সচেষ্ট হতে হবে। আপনা-আপনি বা অন্য কেউ আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে না। ফরেক্সে এতোদিনে আমার উপলব্ধি হলো, ফরেক্স ট্রেডিং কোনো ছেলেখেলা নয়। এখানে প্রত্যেকটা ট্রেডের জন্য, প্রত্যেকটা পর্যালোচনার জন্য ঘন্টার পর ঘন্টা বসে যুক্তি-তর্ক করতে হয়। শ্রম দিতে হয়। একজন প্রফিটেবল ট্রেডার এমনি এমনি অন্ধকারে ডিল মেরে ট্রেডার হয়নি।
তার প্রত্যহিক জীবনের একটা অংশ ফরেক্স ট্রেডিং। দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা এই মার্কেটে দেখতে হয়েছে, তথ্য উপাত্ত বের করে মার্কেট চার্ট অনুশীলন তো আছেই। এভাবেই ফরেক্স ট্রেডিংয়ে ভাল করার সুযোগ আছে। ফরেক্সে কোনো শর্ট কার্ট নাই এটাই আসল সত্য। তাই আমাদের সফলতার শীর্ষে পৌছানোর জন্য অবশ্যই মার্কেট সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে। তার জন্য মার্কেটে পর্যাপ্ত সময় দিয়ে মার্কেট স্টাডি ও এনালাইসিস করে প্রতিটি এন্ট্রি নিতে হবে।

samun
2021-10-31, 10:47 PM
আল্লাহ তাআলা প্রতিটা মানুষের মাঝেই কোন না কোন একটা গুণাবলী বিদ্যমান করে দিয়েছে দেখা যাচ্ছে কেউ ভালবাসতে পারে আবার কেউ ভালো মুখস্থ করতে পারে আসলে একেকজনের একেকরকম কেউ একবার বুঝিয়ে আমার কেউ হাজারবার বুঝব এজন্য অবশ্যই ফরেক্স মার্কেটে যদি কেউ কাজ করতে আসবে কখন বাড়ি যেন কেউ অধৈর্য না হয়ে অবশ্যই তাকে ধৈর্য ধারণ করতে হবে তাহলে সব ফরেক্স মার্কেটে সফলকাম হতে পারবেন এখানে দীর্ঘ 3/4 বছর যাবৎ যারা কাজ করছে তারাও এখনো অনেকে সফল হতে পারেনি তাই অত ভাবার কিছু নেই বরং ফরেক্সকে জানুন তাহলে দেখবেন ফরেক্স থেকে আপনি ভালো একটি প্রফিট অর্জন করতে পারবেন