View Full Version : অনুশীলন কেন গুরুত্বপূর্ণ!
Sakib42
2021-03-19, 11:52 PM
প্রিয় সদস্যগণ, আমরা সবাই জানি যে ব্যবসায়ী এবং এমটি 5 ফোরামের সদস্যরা যে ফরেক্স মার্কেটটি একটি খুব বড় বাজার। যার মধ্যে আমাদেরও কাজ করতে খুব বড় হতে হবে। সুতরাং এই বিশাল বাজারে কাজ করার যদি আমাদের কোনও সংস্থান না থাকে তবে আমরা এই বাজারটি কখনই বুঝতে পারি না এবং আমাদের যে ক্ষতির কারণ হয় তার কারণ আমরা কখনই জানতে পারি না। তবে যদি আমরা এটিতে কাজ করে আমাদের অনুশীলনটি চালিয়ে যাই তবে এক সময়ে, তবে আমাদের সামান্য বসের ক্ষতি হতে পারে তবে একই ক্ষতির সাথে আমরা এটির কারণটি জানি এবং এটি এতে কাজ করে চালিয়ে যাওয়ার মাধ্যমে আপনি বাজার সম্পর্কে একটি ভাল অভিজ্ঞতা পেতে পারেন। এবং আমার মতে এটিই এর সফলতার উপায় এবং যদি আমরা এটিতে অনুশীলন না করি তবে আমরা কোনও ভুল জানব না এবং ক্ষতির পুনরুদ্ধারও সম্ভব করে তুলতে পারি না। যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, বাজারে কাজ করার সময় আপনার অনুশীলন অবশ্যই চালিয়ে যেতে হবে।
EmonFX
2021-03-20, 06:32 AM
ফরেক্স মার্কেটে একটি প্রোপার অনুশীলন আপনাকে সফলতা দরবারে পৌঁছাতে পারে। আপনি অনুশীলন না করে কখনোই ভালো ট্রেডার হতে পারবেন না। ভালোভাবে ফরেক্স ট্রেডিং শেখার জন্য অবশ্যই নিয়মিত অনুশীলন করতে হবে। ফরেক্স ট্রেডিং সম্পর্কে দক্ষ হাতে নিয়মিত অনুশীলনের বিকল্প নেই। নিয়মিত অনুশীলন বা চর্চাই পারে একজন মানুষকে উপযুক্ত হিসেবে গড়ে তুলতে, হোক সেটা ফরেক্স কিংবা জীবনের অন্য কোথাও।
ইংলিশ রাইটার ফ্রান্সিস বেকন বলেছেন, “practice makes a man perfect”. আপনি যতো ভালো ফরেক্স শিখেন না কেনো, যার কাছ থেকেই ফরেক্স শিখেন না কেনো নিয়মিত চর্চা না করলে কখনোই আপনি দক্ষ হয়ে উঠতে পারবেন না। আপনি যদি একটি ফরেক্স ট্রেডিং কোর্স করেই ট্রেডিং শুরু করে দেন তাহলে কখনই প্রফিট করা সম্ভব নয়, যদিনা অনুশীলন না করেন। আমরা ট্রেনিংয়ের সময় অনেক ছোট ছোট ভুল করি সেই ভুলগুলো বার বার প্র্যাকটিস বা অনুশীলন করার মাধ্যমে দূর করা সম্ভব। এর জন্য রিয়েল ট্রেডিং শুরু করার পূর্বে ডেমো অ্যাকাউন্টে বেশি বেশি চর্চা করে ফরেক্স ট্রেডিং দক্ষতা বৃদ্ধি করে তারপরে রিয়েল মার্কেটে ট্রেড করা উচিত। তাতে করে রিয়েল ট্রেডিং এ ভুল করার সম্ভাবনা কম থাকে এবং প্রফিট করার সম্ভাবনা থাকে।
KAZIMAJHARULISLAM
2021-03-20, 06:47 AM
আমরা ছোটবেলা থেকেই একটা প্রবাদ শুনে আসছি,আর তা হলো "প্রাক্টিস মেকস এ ম্যান পারফেক্ট".তখন এই প্রবাদদির মর্মার্থ ঠিকভাবে বুঝতে না পারলেও, ফরেক্স মার্কেটে এসে পুরোপুরি বুঝেছি। কেননা সত্য বলতে সফলতা কেউ কাউকে হস্তান্তর করে না। বরং আপনাকেই আপনার দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে অর্জন করে নিতে হবে। কেননা সফলতা আসে অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে বাজে অভিজ্ঞতা থেকে।আপনি যত বেশি অনুশীলন করবেন,ততবেশি লসের কারণ গুলো সম্পর্কে, সফলতার বাঁধা গুলো সম্পর্কে অবগত হবেন, এবং এর বিকল্প সমাধান বের করতে পারবেন। কেননা আপনি ঠেকে যা শিখবেন,তা কখনোই ভোলার নয়, তাই সফলতার শীর্ষে পৌঁছাতে,বার বার অনুশীলন করুন। কেননা সফলতা কেউ আপনাকে হস্তান্তর করবে না। আপনাকেই অর্জন করে নিতে হবে।
samun
2021-10-31, 10:39 PM
যদি আমি আপনাকে একটি ছোট উদাহরণ দিয়ে বলি, আপনি যদি নতুন কোনো স্থানে যান তাহলে কি আপনি তার পথঘাট ওলি গলি চিনবেন অবশ্যই না কিন্তু আপনি যদি সেখানে কিছুদিন যাবত চলাচল করেন তাহলে অবশ্যই আপনি সেই স্থান সম্পর্কে জানতে পারবেন এবং পথ চিনতে পারবে ঠিক তেমনি ফরেক্স মার্কেটে যদি আপনি অনুসরণ না করেন তাহলে আপনি ফরেক্স সম্পর্কে জানতে পারবেন না এবং কোনো দিন দক্ষ ট্রেডার হয়ে গড়ে উঠতে পারবেন না তাই আপনি যদি ফরেক্স থেকে আয় করতে চান অবশ্যই আপনাকে প্রথমে দীর্ঘদিন যাবৎ ধৈর্য ধরে অনুশীলন করতে হবে
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.