View Full Version : ট্রেড করার পূর্বে পর্যাপ্ত এনালাইসিস করে ট্রেড করলে লস এড়ানো সম্ভব?
Starship
2021-03-21, 08:39 AM
আমরা অনেকে চাই ট্রেড করে লস এড়িয়ে প্রফিট করতে। কিন্তু অনেক সময় তা সম্ভব হয় না। তাই ট্রেড করার পূর্বে পর্যাপ্ত এনালাইসিস করে ট্রেড করলে কি লসের পরিমাণ কমানো কি সম্ভব? আমরা যদি লস হওয়া থেকে প্রতিরোধ করতে পারি তাহলে প্রফিটের সম্ভাবনা অনেকটা বেশি হবে। আপনার কি মনে হয়?
KAZIMAJHARULISLAM
2021-03-21, 08:59 AM
ফরেক্স মার্কেটে লাভ বা লসের পরিমাণ নির্ভর করে, সঠিকভাবে ট্রেডে এন্ট্রি নেওয়ার উপরে।আর এই সঠিকভাবে ট্রেডে এন্ট্রি নিতে দরকার, মার্কেট সম্পর্কে পর্যাপ্ত ধারণা থাকা।আর সেই জন্য দরকার সঠিকভাবে মার্কেট এনালাইসিস। কেননা আপনি যদি সঠিকভাবে মার্কেট এনালাইসিস করতে পারেন, তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে, মার্কেট ট্রেন্ড সম্পর্কে পর্যাপ্ত ধারণা পাবেন, এবং সঠিক ট্রেডে এন্ট্রি নিতে পারবেন।আর সিদ্ধান্ত গ্রহণে আমাদের বিচক্ষণতা যত বেশি হবে,প্রফিট এর পরিমাণও ততটাই বেশি হবে। তাই আমি শুধু মনেই করি না, বিশ্বাস ও করি যে,ট্রেডে এন্ট্রি নেওয়ার পূর্বে,পর্যাপ্ত এনালাইসিস করলে, অবশ্যই লস কমিয়ে, লাভের পরিমাণ বৃদ্ধি করা সম্ভব।
EmonFX
2021-03-21, 09:34 AM
ফরেক্স মার্কেটে লস এড়াতে বা প্রফিট করতে হলে দরকার পর্যাপ্ত ফরেক্স ট্রেডিং অভিজ্ঞতা। আর সেই অভিজ্ঞতা অর্জন করার জন্য দরকার পর্যাপ্ত মার্কেট এনালাইসিস। অভিজ্ঞতাই হলো ফরেক্স মার্কেটে সফলতার মূল চাবিকাঠি। দক্ষতা ও অভিজ্ঞতা ছাড়া ফরেক্স মার্কেটে ট্রেড একদমই অসম্ভব। অভিজ্ঞতা ছাড়াও ট্রেড করা যায় বাট সেখান থেকে প্রফিট করার স্বপ্ন শুধ স্বপ্নই থেকে যাবে, কখনো বাস্তবতায় রুপ নিবে না। অভিজ্ঞতা ছাড়া হয়তে আপনি ট্রেড নিতে পারবেন ঠিকেই কিন্ত কখনোই সফলতার আশা করা যায়না।
ফরেক্স মার্কেটে ভালো করতে হলে অবশ্যই্ ফরেক্স এর ব্যাপারে অনেক জ্ঞান অর্জন করতে হবে। আপনি যদি ড্রাইভিং অভিজ্ঞতা ছাড়া গাড়ি চালাতে শুরু করে দেন তাহরে নিশ্চিতভাবেই এক্সিডেন্ট করবেন।
আপনাকে ফরেক্স থেকে প্রফিট করতে হলে অবশ্যই বেশি বেশি মার্কেট এনালাইসিস, মর্কেট মুভমেন্ট, মার্কেট ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট ইত্যাদি বিষয়ে যথেষ্ঠ জ্ঞান থাকতে হবে। আর এর জন্য অবশ্যই আপনাকে প্রচুর অনুশীলন করতে হবে। একজন অভিজ্ঞ ট্রেডার জানে কখন কোন ট্রেড নিলে লাভ করার পসিবিলিটি আছে আবার কখন ট্রেড নিলে লস করার পসিবিলিটি আছে। এক কথায়, ফরেক্স মর্কেটে ভালো করতে হলে অবশ্যই সবার আগে অভিজ্ঞতা অর্জণ করতে হবে, না হলে দিনশেষে ফলাফল জিরো।
samun
2021-10-31, 11:11 PM
ট্রেড নেওয়ার পরে ভাবার কোন প্রয়োজন নেই বরং ট্রেড করার পূর্বে বেশি করে ভাবুন এবং এনালাইসিস করুন কারণ ট্রেড ওপেন করার পরে যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি লসে পড়বেন তাই অবশ্যই ভালোভাবে মার্কেট এনালাইসিস করে তারপর ট্রেড নিন। আর একজন দক্ষ ট্রেডার অবশ্যই ভালো এনালাইসিস সম্পর্কে জানে তাই ভালোভাবে এনালাইসিস জানলে একজন ট্রেডার কখনোই খুব বেশি লস করে না
md mehedi hasan
2022-01-16, 09:23 AM
ফরেক্স মার্কেটে আপনি প্রফিট করতে চাইলে আপনাকে একটি নিয়ম মেন ট্রেড করতে হবে।এতে করে আপনার লহের ঝুকি কমে আসবে।আপনি যখন রিয়েল একাউন্টে ট্রেড করতে যাবেন।অবশ্যই একটি গঠন মূলক সুন্দর স্ট্র্যাটেজি তৈরি করে নিতে হবে।প্রতিটি ট্রেড করার আগে অবশ্যই এনালাইসিস করে ট্রেড করতে হবে।যদি এনালাইসিস ছাড়া ট্রেড করা মানে ব্রেক ছাড়া গাড়ি চালানোর মত।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.