PDA

View Full Version : টেসলার গাড়ি নিষিদ্ধ করলো চীনা সামরিক বাহিনী!



DhakaFX
2021-03-21, 02:47 PM
সামরিক স্থাপনা ও তার আশেপাশের এলাকায় টেসলার গাড়ি ব্যবহার নিষিদ্ধ করেছে চীনা সামরিক বাহিনী। মূলত টেসলার গাড়িগুলোতে থাকা বিভিন্ন ধরনের ক্যামেরার জন্য এমন পদক্ষেপ নিয়েছে সামরিক বাহিনী। এক নোটিশে চীনা সামরিক কর্তৃপক্ষ জানায়, টেসলা গাড়ির ব্যবহারকারীরা যাতে তাদের গাড়িগুলো সামরিক স্থাপনার বাইরে পার্ক করেন। একইসাথে সামরিক স্থাপনা ও সামরিক আবাসিক এলাকায় বসবাসকারীদেরও এ ব্যাপারে সতর্ক করেছে দেশটির সামরিক কর্তৃপক্ষ। এ সম্পর্কে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, চীন সরকার দেশটির সামরিক বাহিনী, সরকারী অফিস, স্পর্শকাতর প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ সংস্থার সদস্যদের জন্যও টেসলার গাড়ি ব্যবহার নিষিদ্ধ করেছে। জাতীয় নিরাপত্তা ব্যাহত হওয়ার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানানো হয়। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুসারে ব্যবহারকারীদের থেকে তথ্য সংগ্রহ করার পরই চীন সরকারের নিরাপত্তা সংশ্লিষ্টারা এমন সিদ্ধান্ত নিয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, টেসলার গাড়িতে সংযুক্ত ক্যামেরা তার আশেপাশের জায়গাগুলোর ভিজ্যুয়াল ইমেজ তৈরি করে বলে চীনা নিরাপত্তা বিশ্লেষকদের পরীক্ষায় ধরা পড়েছে। টেসলা জানায়, তাদের গাড়িগুলোতে সেল্ফ ড্রাইভিং ও অটো পার্কিং এর জন্য অনেকগুলো ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি মডেল ৩ ও মডেল ওয়াই এর গাড়িতে চালকদের নিরাপত্তার জন্য রেয়ার ভিউ মিরিরের সাথেও ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। তবে এ নির্দেশনা শুধুমাত্র টেসলার জন্যই প্রযোজ্য হবে নাকি একই ধরনের সুবিধাসম্পন্ন সকল গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য হবে সে ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি। মার্কিন ইলেক্ট্রিক কার নির্মাতা প্রতিষ্ঠানটির সিইও ইলন মাস্ক টেসলার ক্যামেরা সম্পর্কে এর আগে একাধিকবার জানিয়েছিলেন যে, ক্যামেরা থেকে প্রাপ্ত তথ্য টেসলা তার স্বয়ংক্রিয় ড্রাইভিং ব্যবস্থার উন্নতির জন্যই ব্যবহার করে থাকে।
http://forex-bangla.com/customavatars/1375838250.jpg

DhakaFX
2021-03-22, 03:29 PM
টেসলা গাড়িকে গুপ্তচরবৃত্তিতে ব্যবহার করা গেলে গাড়ি নির্মাণ প্রতিষ্ঠানটিই বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ইলন মাস্ক। টেসলার গাড়ি ব্যবহার করে সম্ভাব্য গুপ্তচরবৃত্তির কারণ দেখিয়ে চীনা সামরিক বাহিনী টেসলাকে নিষিদ্ধ করার পর এই প্রথম মুখ খুললেন তিনি। এক চীনা ফোরামে ভার্চুয়াল আলোচনায় ইলন মাস্ক বলেন, “তথ্যের গেপানতা আমাদের বিশাল সুবিধা দেয়। বরং যদি টেসলার গাড়ি চীন বা অন্য কোথাও গুপ্তচরবৃত্তির জন্য ব্যবহৃত হয়, আমরা বন্ধই হয়ে যাব।” শুক্রবার এক প্রতিবেদনে রয়টার্স জানায়, টেসলা গাড়িতে লাগানো ক্যামেরাগুলি নজরদারীতে ব্যবহৃত হতে পারে এই শঙ্কায় চীনা সামরিক বাহিনী টেসলার যে কোনো গাড়ি তাদের স্থাপনায় প্রবেশ নিষিদ্ধ করেছে। ওই নিষিদ্ধের ঘোষণা এমন সময় আসে যখন শীর্ষ চীনা এবং মার্কিন কূটনীতিকরা আলাস্কায় একটি দ্বিপাক্ষিক বৈঠক করছিলেন। প্রেসিডেন্ট হিসেবে জানুয়ারিতে জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর এই প্রথম দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে মুখোমুখি আলোচনা হচ্ছিল। এদিকে ইলন মাস্ক চায়না ডেভেলপমেন্ট ফোরামে দেওয়া মন্তব্যে বিশ্বের দুই বড় অর্থনীতির মধ্যে আরও বেশি পারস্পরিক আস্থার জায়গা তৈরির পক্ষে কথা বলছিলেন। দক্ষিণাঞ্চলীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান এবং চীনা কোয়ান্টাম পদার্থবিদ জিউ কিউকুনের সঙ্গে আলোচনার বসেছিলেন মাস্ক। বিশ্বের সবচেয়ে বড় গাড়ির বাজার এখন চীন। দেশটি বৈদ্যুতিক যানবাহনের জন্যও অসম্ভব গুরুত্বপূর্ণ বাজার। টেসলা গত বছর চীনে প্রায় দেড় লাখ গাড়ি বিক্রি করেছে যা প্রতিষ্ঠানটির বৈশ্বিক বিক্রির প্রায় শতকরা ৩০ ভাগ। তবে, টেসলা চীনা বাজারে নিও থেকে গিলি বিভিন্ন স্থানীয় গাড়ি নির্মাতার প্রবল প্রতিদ্বন্দ্বীতা মুখোমুখি হচ্ছে।
http://forex-bangla.com/customavatars/1343328572.jpg

DhakaFX
2021-04-08, 12:00 PM
টেসলার গাড়ি যে চীনের জন্য ‘নিরাপদ ও বিশ্বাসযোগ্য’ তা প্রমাণ করার জন্য অনেকটা আদাজল খেয়েই নেমেছেন টেসলা প্রধান ইলন মাস্ক। এবার তিনি জানালেন, আমেরিকার বাইরে টেসলা গাড়িগুলোর ক্যামেরা তাদের নিয়ন্ত্রণে থাকে না। কারণটি পরিষ্কার। টেসলা চীনকে হাতছাড়া করতে চায় না। চীন এই মুহূর্তে বিশ্বে গাড়ির সবচেয়ে বড় বাজার। টেসলার এই ডিসক্লেইমারের পেছনের ঘটনা হচ্ছে, কিছুদিন আগেই চীনা সেনাবাহিনী টেসলার গাড়িকে তাদের কমপ্লেক্সে প্রবেশ নিষিদ্ধ করেছে। এ সিদ্ধান্তের পেছনে নিরাপত্তার কারণ দেখিয়েছে চীন। “এমনকি টেসলা গাড়ির মার্কিন মালিকরাও ক্যামেরা সিস্টেম চালু করতে হবে কিনা তা নিজেরা ঠিক করে নিতে পারেন। ব্যবহারকারীদের গোপনতা সুরক্ষা নিশ্চিত করতে টেসলার গাড়িতে বিশ্বের শীর্ষস্থানীয় সুরক্ষা স্তরের ব্যবহার হচ্ছে।" টেসলার এই সাফাই প্রতিষ্ঠানটির ওয়েইবো পেইজে পোস্ট করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। চীনে ফেইসবুক ব্যবহার করা যায় না। সেখানে সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ওয়েইবো। এর আগে চায়না ডেভেলপমেন্ট ফোরামে দেওয়া মন্তব্যে ইলন মাস্ক বিশ্বের দুই বড় অর্থনীতির মধ্যে আরও বেশি “পারস্পরিক আস্থার জায়গা” তৈরির পক্ষে কথা বলছিলেন। দক্ষিণাঞ্চলীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান এবং চীনা কোয়ান্টাম পদার্থবিদ জিউ কিউকুনের সঙ্গে আলোচনার বসেছিলেন মাস্ক। সেখানেই তিনি বলেন, "যদি টেসলা চীন বা অন্য কোথাও গুপ্তচরবৃত্তির জন্য গাড়ি ব্যবহার করে, আমরা বন্ধই হয়ে যাব।" বোঝাই যাচ্ছে, ওই সাফাইতেও চীনের সন্দেহে জল ঢালতে পারেননি টেসলা প্রধান।
http://forex-bangla.com/customavatars/1073817079.jpg

Rassel Vuiya
2021-06-28, 12:46 PM
http://forex-bangla.com/customavatars/742125916.jpg
চীনের বাজার থেকে প্রায় ৩ লাখ গাড়ি সরিয়ে নেবে টেসলা! ব্রেকিং সিস্টেমে দুর্বলতার কারণে চীনা বাজার থেকে নিজেদের দুই লাখ ৮৫ হাজারের বেশি গাড়ি সরিয়ে নিচ্ছে ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে মার্কিন এই প্রতিষ্ঠানটি। আগে থেকেই টেসলার ‘মডেল ৩’ গাড়ির ব্রেকিং সিস্টেমে দুর্বলতার বিষয়টি আলোচনায় ছিল চীনে। মার্কিন গণমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়, চীনের বাজার থেকে সরিয়ে নেওয়া গাড়িগুলোর মধ্যে ৩৫ হাজার ৬৬৫টি আমদানি করা ‘মডেল ৩’ রয়েছে। এছাড়া রয়েছে সাংহাইতে অবস্থিত টেসলা কারখানায় তৈরি ২ লাখ ৪৯ হাজার ৮৫৫টি ‘মডেল ৩’ এবং ‘মডেল ওয়াই’ গাড়ি। পরে চীনে বহুল প্রচলিত সামাজিক যোগাযোগমাধ্যম উইবোয় নিজেদের অফিসিয়াল পেইজে দুঃখ প্রকাশ করেছে সেটলা। যেখানে উল্লেখ করা হয়, চীনের বাজারের জন্য আলাদাভাবে ব্রেকিং সিস্টেমে গুরুত্ব দিবে প্রতিষ্ঠানটি। এছাড়া চীনে টেসলা গাড়ি ব্যবসায়ীদের সাময়ীক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সেটলা। ইলন মাস্কের প্রতিষ্ঠানটি বলে, টেসলা সবসময় গ্রাহকদের নিরাপত্তার বিষয়টি আগে বিবেচনা করে থাকে।
চীনে গত কয়েক বছরে বেশ কয়েকবার দুর্ঘটনার কবলে পড়েছিল টেসলার গাড়ি। যা ভাইরালও হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। চীনের সাংহাইয়ে তৈরি মডেল ৩ এর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এরআগেও নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে টেসলাকে।