PDA

View Full Version : লসকে স্বাগতম করুন।



KAZIMAJHARULISLAM
2021-03-24, 06:29 AM
হ্যা, আপনি ঠিকই শুনেছেন। কেননা ফরেক্স আলাদীনের চেরাগের দৈত্য নয় যে,শুধুই আপনার কথামত চলবে। প্রতিটা ব্যবসার মতো এইখানে ও লাভ-লস রয়েছে। তাই আপনি মত সহজ ভাবে,লস মেনে নিতে পারবেন,তত স্বাভাবিক ভাবেই এর পিছনের কারন খুজে বের করে, উপযুক্ত সমাধান বের করতে পারবেন।অনথ্যায় আমার সাথেই কেন হয়,এত লস হয় কেন,অন্যদের তো এত লস হয় না,এই প্রশ্ন গুলো আপনাকে তাড়া করবে। সেই সাথে আপনি মানসিক ভাবে দুঃচিন্তাগ্রস্থ থাকবেন। কিন্তু ফরেক্স মার্কেটে ঠান্ডা মাথায় নেয়া সিদ্ধান্ত থেকেই প্রফিট আসে। তাই লস মেনে নিয়ে,এর পিছনের কারন খুজে বের করে, বিকল্প সমাধান বের করে তৈরি থাকুন। পরবর্তীতে সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়ুন।

EmonFX
2021-03-24, 06:45 AM
ফরেক্স মার্কেটে লাভ লস দুটোই আছে। ফরেক্সে লস হলে হতাশ না হয়ে বরং লস থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। ফরেক্স মার্কেটে আজ পর্যন্ত কেউ একচেটিয়াভাবে শুধু লাভ করতে পারেনি। ফরেক্সে লাভ-লস দুটোই সহাবস্থান করে। তবে লসের থেকে লাভ বেশি করতে পারলে সেটাই সফলতা। আমার দৃষ্টিতে ফরেক্স ট্রেডিং অবশ্যই লাভজনক ব্যবসা যদি আপনি ফরেক্স এ একজন দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হন। আপনার যদি ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান না থাকে তাহলে ফরেক্স কখনোই আপনার কাছে লাভজনক ব্যবসা হবে না। ফরেক্স লাভজনক নাকি লস সেটা নির্ভর করে একজন ট্রেডারের নিজের উপরেই।

কথা হলো, আমরা যারা ফরেক্স মার্কেটে ট্রেড করি আমরা সবাই জানি ফরেক্সের লাভ করতে হলে অনেক দক্ষতা ও অভিজ্ঞতার প্রয়োজন, একইসাথে অনেক পরিশ্রম করতে হবে। যে যত বেশি ভালো ট্রেডার হবে সে ততো বেশি লাভ করতে পারবে। একজন ট্রেডারের নিজের চেষ্টা এবং অধ্যাবসায় তার কাঙ্খিত লক্ষে পৌছাতে পারে। তাই লস হলে হতাশ বা অধৈর্য না হয়ে লস কে স্বাগত জানান।

Starship
2021-03-24, 11:41 AM
আমরা ছোটকালে হাটতে শেখার পূর্বে অনেক বার আছার খেয়েছি বা পড়ে গেছি হাটতে গিয়ে। তাই বলে হাটার চেষ্টা ছেড়ে না দিয়ে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে গিয়ে একসময় ঠিকই দৌড়াতে পেরেছি। ঠিক তেমনি ফরেক্সে লস মানে লাভের একটি অংশ। লস ব্যতিত কেউ প্রফিট করতে পারে নাই ইতিপূর্বে। তাই লস হলেও আমি মন খারাপ করি না। কেননা আমি তো জানি চেষ্টা চালিয়ে যেতে পারলে একসময় ঠিকই লাভ করতে পারবো। আর লসের কারণ খুজে তা সমাধান করে পরবর্তী সময় তা অনুসরণ করে ট্রেড করলে লস হওয়া থেকে বিরত থাকা যাবে।

Mas26
2021-03-24, 02:53 PM
আমরা ফরেক্সে অনেক সময় লসকে পুষে রাখি আমরা চিন্তা করি যে লস আমাদের এক সময় না এক সময় কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে দিয়ে যাবে কিন্তু আসলে এই চিন্তা করার মাধ্যমে আমরা বড় ধরনের লস করে ফেলি কিন্তু বড় ধরনের লস কখনো কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে এগিয়ে যেতে পারে না আমাদের এজন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং লস কে স্বাগতম জানাতে হবে কারণ লস একটি ব্যবসার অংশ এই অংশ বাদ দিলে আসলে ব্যবসার কোন মানেই থাকেনা। কারণ দীর্ঘ পথ পেরিয়ে এসেছি এখন মাঝ পথে এসে ফিরে যাব সেটা হবে বোকামি কারণ দীর্ঘ পথ অতিক্রম করতে পারলেই আমি সফলতা অর্জন করতে পারব ইনসাআললা।