PDA

View Full Version : চিপ নির্মাণ কারখানায় ২ হাজার কোটি ডলার বিনিয়োগে ইনটেল



kohit
2021-03-25, 02:44 PM
নিজেদের চিপ উৎপাদন আরো বৃদ্ধি করার পরিকল্পনা নিয়েছে ইনটেল করপোরেশন। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাতে দুটি কারখানা নির্মাণে ২ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে মার্কিন টেক জায়ান্টটি। কোম্পানিটির নতুন শীর্ষ নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে প্যাট জেলসিঞ্জার দায়িত্ব নেয়ার পরই এমন ঘোষণা দেয় তারা। খবর রয়টার্স।

গত বছর কোম্পানিটির চিপ উৎপাদন হ্রাস পাওয়াতে এর সুনাম ক্ষুণ্ন হয় এবং শেয়ার দরে বড় পতন হয়। গত মঙ্গলবার কোম্পানির ভাবমূর্তি পুনরুদ্ধারের লক্ষ্যকে সামনে রেখে বড় ওই বিনিয়োগের ঘোষণা দেন নতুন সিইও প্যাট জেলসিঞ্জার। তার এ ঘোষণা বিশ্বের অন্যতম চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান তাইওয়ানিজ সেমিকন্ডাক্টর ম্যানুফাকচারিং কোম্পানি লিমিটেড (টিএসএমসি) ও স্যামসাং ইলেকট্রনিক্সের সঙ্গে মুখোমুখি দাঁড় করিয়ে দেবে। একই সঙ্গে এ উদ্যোগ প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে নেতৃত্বে সুসংহত করতে সাহায্য করবে। ফলে তাইওয়ানের ওপর চীনের কূটনৈতিক হুমকি মোকাবেলায় এটি ইউরো-মার্কিন জোটকে আরো শক্তিশালী করবে।

এদিকে নতুন এ পরিকল্পনা এবং চলতি বছরের পুরো অর্থনৈতিক পরিকল্পনা ঘোষণার পরই ইনটেলের শেয়ার দর ৬ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে থার্ড পয়েন্ট এলএলসির মতো কিছু বিনিয়োগকারী ইনটেলকে তার ব্যয়বহুল চিপ উৎপাদন কমিয়ে আনার পরামর্শ দিয়েছিল।

বণিক বার্তা