PDA

View Full Version : শাওমির বিদ্যুতচালিত গাড়ি আসছে!



DhakaFX
2021-03-28, 02:45 PM
14007
শুধু অ্যাপল-ই নয়, চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি ও বিদ্যুতচালিত গাড়ি তৈরিতে আগ্রহী। “সর্বজনীন বাজার”কে লক্ষ্য করে গাড়ি তৈরির পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।এখন অবশ্য গাড়ির বিস্তারিত কোনো তথ্য সম্পর্কে জানা সম্ভব হয়নি। রয়টার্সের এক প্রতিবেদনে জানিয়েছে, শাওমি নিজেদের অন্যান্য প্রযুক্তিকে গাড়ির সঙ্গে জুড়ে দেবে এবং চীনা অটো জায়ান্ট খ্যাত গ্রেট ওয়ালের কারখানায় গাড়ি তৈরি করবে। প্রথম মডেলটি ২০২৩ সালে বাজারে আনবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।আগা ী সপ্তাহেই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে শাওমি’র পক্ষ থেকে। তথ্য ফাঁসকারীরা সেরকম কথাই বলছেন। যদিও এ ব্যাপারে এখনও মন্তব্য করতে রাজি হয়নি কোনো প্রতিষ্ঠানই।বিদ্ ুতচালিত গাড়ি তৈরির দিকে যাওয়ার পেছনে কারণও রয়েছে শাওমি’র। নিজেদের পণ্য লাইনে বৈচিত্র্য আনতে এবং একে শক্তিশালী করে তুলতে চাইছে প্রতিষ্ঠানটি। বর্তমানে চীনের অন্যতম বড় ব্র্যান্ড হলেও ছোট আকারের মুনাফা পরিসীমা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় প্রতিষ্ঠানটিকে।এ কারণে বর্তমান চিপ সংকটের মতো স্বল্পমেয়াদী সমস্যা খুব সহজেই কাবু করে ফেলতে পারে শাওমি’কে। বিদ্যুতচালিত গাড়ি তৈরির মধ্য দিয়ে এ সমস্যা থেকে বের হয়ে আসতে চাইছে প্রতিষ্ঠানটি। বছরান্তে শাওমিকে আরও নির্ভরযোগ্য আয়ের সুযোগ করে দেবে বিদ্যুতচালিত গাড়িটি।এনগ্যাজেট অবশ্য ফের মনে করিয়ে দিচ্ছে, শাওমি একাই এ ধরনের পরিকল্পনা করছে না। অ্যাপল এবং হুয়াওয়ের মতো প্রতিষ্ঠানও নিজ নিজ লক্ষ্য নিয়ে বিদ্যুতচালিত গাড়ি বাজারে আসতে চাইছে।

DhakaFX
2021-03-31, 02:52 PM
বিদ্যুতচালিত গাড়ি ব্যবসা শুরু করার খবর নিশ্চিত করেছে শাওমি। শুরুতে দেড়শ' কোটি ডলার বিনিয়োগ করবে বলে জানিয়েছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানটি। আগামী দশ বছরে আরও এক হাজার কোটি ডলার বিনিয়োগের কথাও জানিয়েছে তারা। “শাওমি একটি সহায়ক প্রতিষ্ঠান তৈরি করবে যা স্মার্ট বিদ্যুতচালিত গাড়ি ব্যবসা পরিচালনা করবে।” – এক বিনিয়োগকারী নথিতে লিখেছে প্রতিষ্ঠানটি। তবে, গাড়ি কোথায় বিক্রির পরিকল্পনা রয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানায়নি শাওমি। শাওমি বাদেও চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে এবং সার্চ সেবাদাতা বাইদু স্মার্ট বিদ্যুতচালিত গাড়ি তৈরি করছে বলে খবর রটেছে। চীনা বাজারে আগে থেকেই বিদ্যুতচালিত গাড়ি রয়েছে। দেশীয় প্রতিষ্ঠান শেপেং ও নিও বিদ্যুতচালিত গাড়ি তৈরি করছে ওখানে। মার্কিন প্রতিষ্ঠান টেসলাও বাজারটিতে নিজেদের গাড়ি নিয়ে হাজির হয়েছে। বিশ্লেষণী সংস্থা ক্যানালিসের প্রতিবেদন বলছে, এ বছর চীনে বিদ্যুতচালিত গাড়ি বিক্রি ৫০ শতাংশ বা তার চেয়ে বেশি বাড়তে পারে এমনটাই ধারণা করা হচ্ছে। স্মার্টফোনের মতো বিদ্যুতচালিত গাড়ি তৈরির কাজও চুক্তিভিত্তিক উৎপাদককে দিয়ে দেবে শাওমি। তবে, গতানুগতিক কোনো গাড়ি নির্মাতাকে দায়িত্ব দেবে না প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে স্মার্টফোনের যন্ত্রাংশ পেতে সমস্যা হচ্ছে হুয়াওয়ের। এ সময়টিতে চীনে দ্রুত বর্ধমান স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত হয়েছে শাওমি। সম্প্রতি বড় মাপের ক্যামেরা সেন্সর এবং রিয়ার সেলফি স্ক্রিনসহ মি ১১ আল্ট্রা স্মার্টফোন উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।
http://forex-bangla.com/customavatars/379848393.jpg