Starship
2021-04-01, 11:58 AM
আমাদের প্রত্যকেরই নতুন মাসে আগের সকল ব্যর্থতা ভুলে নতুন ভাবে যাত্রা শুরু করা উচিত। আমরা মানুষ হিসেবে ভুল করাটাই স্বাভাবিক। আর ভুলকে সংশোধন করে নতুন উদ্যোমে অগ্রসর হওয়ার মন মানুষিকতা রাখতে হবে। আর ফরেক্স এর ক্ষেত্রে যাহারা ভুল থেকে জ্ঞান লাভ করে সামনের দিকে এগিয়ে যায় তারাই সফলতার দ্বার প্রান্ত্রে পৌচ্ছাতে পারেন। আশা করি আমরাও একসময় সফলতার শীর্ষে যেতে পারবো যদি আমাদের উদ্দেশ্য, ধৈর্য ও একাগ্রতা ঠিক থাকে।