PDA

View Full Version : ভুয়া সংবাদ প্রতিরোধে আড়াই কোটি ডলার সহায়তা গুগলের



kohit
2021-04-01, 03:38 PM
ভুয়া সংবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইউরোপিয়ান মিডিয়া অ্যান্ড ইনফরমেশন ফান্ডে আড়াই কোটি ডলার সহায়তা দেবে গুগল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্যের প্রচার বন্ধে প্রতিষ্ঠানগুলোর চেষ্টার ঘাটতি নিয়ে অভিযোগের ভিত্তিতে বুধবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। খবর রয়টার্স।

গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন এবং করোনা মহামারীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য প্রকাশের মাত্রা মারাত্মক বৃদ্ধি পায়। যেখানে অনেকেই এসব ভুয়া সংবাদ প্রচার বন্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কম সক্রিয় বলে অভিযোগ করেন। যেখানে দেশটির আইনপ্রণেতারা এসব প্রতিষ্ঠানকে মিথ্যা তথ্যের প্রচার বন্ধে আরো কঠোর পদক্ষেপ গ্রহণের কথা জানান।

গত সপ্তাহে ইউরোপিয়ান ইউনিভার্সিটি ইনস্টিটিউট এবং ক্যালস্টে গুলবেনকিয়ান ফাউন্ডেশনের উদ্যোগে ইউরোপিয়ান মিডিয়া অ্যান্ড ইনফরমেশন ফান্ড চালু করা হয়। যার প্রধান লক্ষ্য হচ্ছে মিথ্যা তথ্যের বিরুদ্ধে গবেষক থেকে শুরু করে ফ্যাক্ট চেকার, নন প্রফিটেবল প্রতিষ্ঠান কিংবা সাধারণ কেউ যদি সহযোগিতা করতে চান তাদের সহযোগিতা করা।

এক ব্লগ পোস্টে গুগলের ইএমইএ বিজনেস অ্যান্ড অপারেশনসের প্রধান ম্যাট ব্রিটিন বলেন, গত বছরের ভুল বা সমস্যা সম্পর্কে জানতে গিয়ে যেটি আমাদের চোখে আসে তা হলো, সাধারণ মানুষ সঠিক তথ্যের অনুসন্ধানে বেশি আগ্রহী।

বণিক বার্তা