PDA

View Full Version : ব্যালেন্স এর উপর নির্ভর করে ট্রেড করা।



Smd
2021-04-01, 10:33 PM
সবাই একই কথা বলবে ফরেক্স ভালো কিছু করতে হলে মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে । তাহলে কিভাবে গননা করবো প্রতি ১০০ ডলারের বিপরীতে কয়টি কারেন্সি পেয়ার ট্রেড করবো আর সেটি কত লটে দক্ষ ট্রেডারদের মনোযোগ আকর্ষণ করছি। আশা করি সঠিক উত্তর পাবো।

EmonFX
2021-04-02, 07:58 AM
ফরেক্সে মূলধনের একটা আনুপাতিক হারে রিস্ক রেশিও নির্ধারণ করে তথা মানি ম্যানেজমেন্ট করে ট্রেডিং করতে হবে। আপনি যদি ১০০ ডলার ডিপোজিট করে ট্রেডিং শুরু করেন তাহলে সর্বোচ্চ একটি পেয়ারে ০.০১/২ লটে ট্রেড নিতে পারেন। অর্থাৎ মূলধনের ওপর ১% বা ২% রিস্ক নিতে পারেন। প্রতি মাসে আপনার মূলধনের উপার সর্বোচ্চ ১০%-১৫% প্রফিট করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করুন। তাতে বছর শেষে আপনার প্রফিট দাঁড়ায় মূলধনের ১২০%-১৮০%। আমি মনে করি এটা একজন ট্রেডারের জন্য পর্যাপ্ত প্রফিট। অন্য কোন ব্যবসায় এতটা প্রফিট করা সম্ভব নয়। আমরা অনেকেই অতিরিক্ত রিস্ক নিয়ে মূলধনের ওপর প্রতিদিনই 5 থেকে 10% রিস্ক নিয়ে ট্রেড করি। কিন্তু যেটা একেবারেই কাম্য নয়। যে লক্ষ্যমাত্রা এক মাসের জন্য নির্ধারণ করা উচিত সেটা আমরা একদিনের জন্য নির্ধারণ করে ফেলি। রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন থেকে এমনটা হয়ে থাকে। আর এর ফলাফল দাঁড়ায়, খুব তাড়াতাড়ি ব্যালেন্স জিরো হয়। তাই আমাদের অবশ্যই মানি ম্যানেজমেন্ট তথা মূলধন রক্ষা করে ট্রেডিং পরিকল্পনা সাজানো উচিত।