Log in

View Full Version : ৫৩ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য আবারও ফাঁস!



Tofazzal Mia
2021-04-04, 06:22 PM
৫৩ কোটির বেশি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য আবারও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, এ তথ্যগুলো এর আগেও ফাঁস হয়েছিল। আর এবার আরও ব্যাপক হারে ছড়িয়ে পড়ল। ছড়িয়ে পড়া ডেটাসেটের মধ্যে রয়েছে ব্যবহারকারীর ফোন নম্বর, জন্মতারিখসহ ব্যক্তিগত নানা তথ্য। সংবাদ পোর্টাল ইনসাইডার এ তথ্যগুলোর একাংশ পরীক্ষা করে জানিয়েছে, অনেক ব্যবহারকারীর সঙ্গে তথ্য মিলে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, ফাঁস হওয়া তথ্য থেকে ওই ব্যবহারকারীরা এখন আরও বেশি ক্ষতির মুখে পড়তে পারেন। এদিকে তথ্যগুলো পুরোনো ডেটাসেটের অংশ বলে জানিয়েছে ফেসবুক, যা ২০১৯ সালেই সমাধান করা হয়েছে। তবু এ খবরে সামাজিক যোগাযোগমাধ্যমটিত তথ্যের নিরাপত্তা নিয়ে নতুন করে সমালোচনা তৈরি হয়েছে।
14053
গতকাল শনিবার ছড়িয়ে পড়া ডেটাসেটটি নিয়ে সচেতন করেন ইসরায়েলি সাইবারক্রাইম ইন্টেলিজেন্স নিয়ে কাজ করা প্রতিষ্ঠান হাডসন রকের সহপ্রতিষ্ঠাতা অ্যালন গাল। তিনি বলেন, ‘দুর্বৃত্তরা এ তথ্যগুলো নিশ্চয়ই হ্যাকিং, স্ক্যামিং, বিপণনসহ নানা খারাপ কাজে ব্যবহার করবে।’ গাল টুইটারে লিখেছেন, ‘আপনাদের তথ্য নিয়ে এমন অবহেলার কথা এখনো স্বীকার করেনি ফেসবুক। এই তথ্যগুলোর মধ্যে রয়েছে ফেসবুক আইডি, পূর্ণ নাম, অবস্থান, কিছু ই-মেইল ঠিকানা, রিলেশনশিপ স্ট্যাটাসসহ আরও অনেক তথ্য।’ এই তথ্যগুলো ব্যবহার করে দুর্বৃত্তরা আরও বড় অঘটন ঘটাতে পারে বলেও জানান গাল। দ্য ওয়াশিংটন পোস্টকে গাল বলেন, ফাঁস হওয়া ফেসবুক ব্যবহারকারীদের ডেটাসেট এর আগে হাজার হাজার ডলারে বিক্রি হয়েছে। এরপর ক্রমে মূল্য কমতে কমতে এখন বিনা মূল্যে ছড়িয়ে দেওয়া হয়।
ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা দিতে না পারায় ফেসবুক এর আগে বেশ কয়েকবার সমালোচিত হয়েছে। বিশেষ করে যে সামাজিক যোগাযোগমাধ্যমে ২০০ কোটির বেশি ব্যবহারকারী রয়েছে, তাদের আরও বেশি সতর্ক থাকা উচিত ছিল বলে মানেন সবাই। বিজ্ঞাপনদাতারা কীভাবে ফেসবুকের তথ্য ব্যবহার করছে, সে সম্পর্কে ব্যবহারকারীদের ভুল তথ্য দেওয়ায় ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন ফেসবুককে ৫০০ কোটি ডলার জরিমানা করে।

Montu Zaman
2021-04-08, 11:37 AM
বেহাত ৫৩ কোটির ডেটা নিয়ে মুখ খুললো ফেইসবুক। অনলাইনে ৫৩ কোটির বেশি ফেইসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ও ফোন নম্বর ফাঁস হওয়া নিয়ে নড়েচড়ে বসেছেন প্রায় সবাই। শেষ পর্যন্ত এ নিয়ে মুখ খুলেছে ফেইসবুক। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সেপ্টেম্বর, ২০১৯ এর আগে ঘটেছে ওই ডেটা ফাঁসের ঘটনা।
গত সপ্তাহের বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন বলছে, অনলাইনে পাবলিক ডেটাবেইজেই পাওয়া যাচ্ছে ফেইসবুক ব্যবহারকারীদের ফোন নম্বর ও অন্যান্য বিস্তারিত। ফেইসবুক এ প্রসঙ্গে বলছে, “ক্ষতিকর ব্যক্তিরা” ২০১৯ সালের সেপ্টেম্বরের আগেই ডেটা হাতিয়ে নিয়েছিল। এ কাজে সামাজিক মাধ্যম সেবাটির ‘সিংক কনট্যাক্টস’ টুলের দূর্বলতার সুযোগ নিয়েছিল তারা। ওই ঘটনায় কেবল মার্কিন যুক্তরাষ্ট্রেই তিন কোটিরও বেশি অ্যাকাউন্ট ক্ষতিগ্রস্থ হয়। এবং আপনার ডেটা ওই ঘটনার শিকার হয়েছিল কি না সেটা জানার রাস্তা ফেইসবুক কঠিন থেকে কঠিনতর করে তুলেছে বলে মন্তব্য উঠে এসেছে বিবিসি'র প্রতিবেদনে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ফিচারের ত্রুটি ওই সময়েই সারিয়ে টুলটি পরিবর্তন করে দিয়েছিল ফেইসবুক। এক ব্লগ পোস্টে ফেইসবুক উল্লেখ করেছে, “২০১৯ সালের যে টুলটির সুনির্দিষ্ট সমস্যার কারণে তারা ডেটা হাতিয়ে নিতে পেরেছিল, তা আমাদের পদক্ষেপ নেওয়ার কারণে আর নেই বলেই আমাদের বিশ্বাস।
http://forex-bangla.com/customavatars/1209343058.jpg

BDFOREX TRADER
2021-04-22, 10:54 AM
http://forex-bangla.com/customavatars/1932306584.jpg
বিশাল ডেটা ফাঁসের বিষয়টি কীভাবে সামাল দেওয়া হবে, কোন কোন বিষয়ে নয়ছয় বুঝিয়ে দেওয়া যাবে এমন বিষয়গুলো একদম ঠিক করে ফেলেছিল ফেইসবুক। বিপত্তি বাধলো যখন এই বিষয়ে কিছু নির্দেশনাওয়ালা মেইল ভুল করে গিয়ে পড়ল পত্রিকাওয়ালাদের কাছে। এমনই একটি মেইল পেয়েছে বেলজিয়ামভিত্তিক সংবাদ প্রতিষ্ঠান 'ডেটা নিউজ'। বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে, ওই মেইল থেকে পরিষ্কার ধারণা পাওয়া সম্ভব ৫৩ কোটি ৩০ লাখ গ্রহকের ডেটা লিকের বিষয়টি ফেইসবুক কীভাবে ধামাচাপা দিতে চেয়েছে। মেইলটিতে ডেটা লিক বিষয়ে ফেইসবুকের সম্ভাব্য সাফাইও উঠে এসেছে। সোশাল মিডিয়া প্রতিষ্ঠানটির আশা ছিল এই জাতীয় ডেটা লিকের আরও ঘটনা যদি প্রকাশ পায় তাহলে গেটা বিষয়টিকেই ‘গোটা শিল্পের সমস্যা’ হিসেবে চালিয়ে দেওয়া যাবে এবং বোঝানো যাবে- ‘এমনটা হয়েই থাকে’। মেইলে আরও উল্লেখ রয়েছে, ‘কিছুদিনের মধ্যেই এ বিষয়ে মিডিয়ার আগ্রহ ফুরিয়ে যাবে’। আর সে কারণেই মেইলটিতে এ বিষয়ে ফেইসবুকের করণীয় প্রকাশ পেয়েছে - ‘এ বিষয়ে মিডিয়ার সঙ্গে যৎসামান্য বিবৃতি দিতে হবে’। ফেইসবুক স্বীকার করেছে মেইলটি আসল। প্রতিষ্ঠানটি বিবিসিকে বলেছে, - “আমরা লোকজনের উৎকণ্ঠা বুঝি। এ কারণেই আমরা সিস্টেমে আপগ্রেড আনার কাজটি নিয়মিত করি। আমাদের প্ল্যাটফর্ম থেকে ডেটা সংগ্রহের বিষয়টি আরও কঠিন করে আনছি এবং যারা এর পেছনে আছে আমরা তাদের পেছনে লাগছি।”