PDA

View Full Version : একাধিক ট্রেডিং একাউন্ট থাকার সুবিধা ও অসুবিধা।



EmonFX
2021-04-07, 04:18 PM
একাধিক ট্রেডিং একাউন্ট থাকার ব্যাপারে হয়তো একেক জনের অভিমত একেক রকম। ফরেক্সে একই সাথে একাধিক একাউন্ট থাকার উপকারিতা এবং অপকারিতা দুটোই রয়েছে। তবে আমি উপকারিতাকেই একটু বেশি এগিয়ে রাখবো। যদিও একাধিক একাউন্টের ব্যালেন্স একটি একাউন্টে থাকলে অ্যামাউন্ট বড় হলে ট্রেডিং করার ক্ষেত্রে সুবিধা হয় এবং ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনা কম থাকে। কিন্তু আমরা স্বাভাবিকভাবেই যখন ব্যালেন্স বড় থাকে তখন বড় বড় লটে ট্রেড নিয়ে একাউন্টের উপর ঝুঁকি বাড়িয়ে তুলি। তাতে যে কোনো সময় ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে। তবে একাধিক একাউন্ট থাকলে অনেক সময় একটি অ্যাকাউন্ট জিরো হলেও অন্য অ্যাকাউন্ট থেকে ট্রেডিং করার সুযোগ থাকে। এবং যখন আমার ব্যালেন্স ছোট থাকবে তখন আমি সাধারণত ছোট ছোট লটে ট্রেড করবো ব্যালেন্স হারানোর ভয়ে। তাতে আমার ব্যালেন্স সুরক্ষিত থাকবে। তাই আমি মনে করি ফরেক্সে একাধিক অ্যাকাউন্ট থাকা সুবিধাজনক। আপনার মতামত আশা করছি।

samun
2021-05-27, 01:35 PM
আমার জানামতে একই নেটওয়ার্কিং সিস্টেম অথবা একই আইপি অ্যাড্রেস এ যদি দুইটি ট্রেডিং একাউন্ট খোলা হয় তবে সেটি ঝুঁকিপূর্ণ কারণ যে কোন সময় এটি ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এছাড়া আমি আগে কখনো দুইটি একাউন্ট ব্যবহার করিনি আমার একটি অ্যাকাউন্ট এখন অব্দি চলমান তাই এ বিষয়ে সম্পর্কে আমি সঠিক জ্ঞান বা ধারণা নেই

md mehedi hasan
2021-05-27, 02:27 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য একাধিক একাউন্ট আমি সমর্থন করি না।কারন আমার দুটি একাউন্ট ছিলো এবং দুটি একাউন্ট এ এক সাথে ট্রেড ওপেন করতাম।এতে করে একটু ঝামেলা হতো।দেখা যায় কয়েকটি ট্রেড লস হলে ভয়ে একটি একাউন্ট এ ট্রেড এন্ট্রি নেই অন্যটাতে নিই না।দেখা যায় এই ট্রেড টি আমার লাভে হয়েছে।

Starship
2021-05-27, 08:16 PM
যদিও দুটো একাউন্ট একটি ট্রেডারের এলাও নয়। আমার মতে দুটি চালানোর মত যদি সময় ও ধৈর্য না থাকে তাহলে একাউন্ট চালানো আর না চালানো সমান। কেননা আপনি যদি সঠিকভাবে একাউন্ট পরিচালনা করেন তাহলে একটি একাউন্টই যথেষ্ট। সফল হওয়ার ক্ষেত্রে একাধিক একাউন্ট প্রয়োজন নয়। এমন অনেক সফল ট্রেডার রয়েছেন যাহারা একটি একাউন্ট দিয়েই সফল হতে সক্ষম হয়েছেন।

Mas26
2021-05-27, 09:37 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য একাধিক একাউন্ট আমি সমর্থন করি না।কেননা আপনি যদি সঠিকভাবে একাউন্ট পরিচালনা করেন তাহলে একটি একাউন্টই যথেষ্ট। সফল হওয়ার ক্ষেত্রে একাধিক একাউন্ট প্রয়োজন নয়।কারন আমার দুটি একাউন্ট ছিলো এবং দুটি একাউন্ট এ এক সাথে ট্রেড ওপেন করতাম।এতে করে একটু ঝামেলা হতো।
যদিও একাধিক একাউন্টের ব্যালেন্স একটি একাউন্টে থাকলে অ্যামাউন্ট বড় হলে ট্রেডিং করার ক্ষেত্রে সুবিধা হয় এবং ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনা কম থাকে। কিন্তু আমরা স্বাভাবিকভাবেই যখন ব্যালেন্স বড় থাকে তখন বড় বড় লটে ট্রেড নিয়ে একাউন্টের উপর ঝুঁকি বাড়িয়ে তুলি। তাতে যে কোনো সময় ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে।
দেখা যায় কয়েকটি ট্রেড লস হলে ভয়ে একটি একাউন্ট এ ট্রেড এন্ট্রি নেই অন্যটাতে নিই না।দেখা যায় এই ট্রেড টি আমার লাভে হয়েছে।