View Full Version : একটি প্রফিটেবল ট্রেডিং কৌশল মেনে ট্রেড করতে হবে।
md mehedi hasan
2021-04-11, 03:08 PM
আমি ২০১৫ সালে ফরেক্স মার্কেটে প্রবেশ করি এখন ২০২১ সাল।এই দৈর্ঘ দিনে ফরেক্স মার্কেটে পথ চলার যে আমি কত ট্রেডিং প্লান এ ট্রেড করেছি আমি নিজেও জানি না।নিউজ ট্রেড ইন্ডিকেটর দিয়ে ট্রেড স্কালাপিং আরোও কত যে কৌশল প্রয়োগ করেছি লাভের জন্য।কিন্তু একটি তেও আমি সফল হতে পারিনি।এর প্রধান কারণ আমি ভালো ভাবেই না শিখেই হতাশ হয়ে যাই।আসলে আমি যদি নিউজ ট্রেডিং কৌশল ধৈর্য সহকারে শিখতাম তাহলে ফরেক্স মার্কেটে এতো দিন নিজেকে দক্ষ ট্রেডার হিসেবে পরিচয় দিতে পারতাম।
EmonFX
2021-04-11, 04:41 PM
আপনি একটি অত্যন্ত বাস্তব বিষয় তুলে ধরেছেন। ফরেক্স সফলতার জন্য নিউজ ট্রেডিং স্ট্রাটেজি আয়ত্ত করা অতীব জরুরী। ফরেক্স সফলতার জন্য ফান্ডামেন্টাল নিউজ ট্রেডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফরেক্স মার্কেটের বেশিরভাগ ট্রেডারই নিউজ ট্রেডিং করে থাকেন। ফরেক্স মার্কেটে প্রতিদিনই কিছু নিউজ রিলিজ হয়, যেগুলো বিভিন্ন ব্রোকারের ইকোনমিক ক্যালেন্ডারে সন্নিবেশিত থাকে। এসব নিউজগুলো বিভিন্ন কারেন্সি পেয়ারের সংশ্লিষ্ট দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থার একটা আগাম বার্তা দিয়ে থাকে। এসব নিউজ এনালাইসিস করে অনেকটা আইডেন্টিফাই করা সম্ভব ভবিষ্যৎ মার্কেট কেমন হতে পারে। আপনি যতই ক্যান্ডেলস্টিক চার্ট দেখে টেকনিক্যাল এনালাইসিস করেন না কেন যদি ফান্ডামেন্টাল নিউজ সম্পর্কে কোনো ধারণা না থাকে তাহলে যেকোনো সময়ে আপনার এনালাইসিস ভেঙে দিয়ে ফান্ডামেন্টাল নিউজ এর প্রভাবে মার্কেট বিপরীত দিকে মুভ করতে পারে। আমি বেশিরভাগ সময় নিউজ ট্রেডিং করে থাকি। দিনের অন্যান্য সময় অলস বসে থেকে যখন হাই ইম্প্যাক্ট নিউজগুলো রিলিজ হয় তখন সেটার উপরে ডিপেন্ড করে ট্রেড করে থাকি। আমি মনে করি ফরেক্স সফলতার জন্য প্রত্যেক ট্রেডারকে নিউজ ট্রেডিং স্ট্রাটেজি ডেভলপ করা উচিত।
Starship
2021-04-11, 08:34 PM
ফরেক্স হলো একটি বিশাল পরিধি বা বিস্তৃত মাপের একটি পেশা। এখানে থেকে সহজে অভিজ্ঞতা অর্জন করা সম্ভব নয়। এখানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং তার বাস্তবায়ন করতে হয়। আমার মনে হয় আপনি পাঁচ বছর কিংবা ছয় বছর থেকে ফরেক্স করলেও আমার মনে হয় না এই সময়টুকু যথেষ্ট নয়। তাই আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। আশা করি খুব শীঘ্রই আপনি পরে একজন সফল হতে পারবেন। কেননা আপনি যথেষ্ট সময় ফরেক্স এর সঙ্গে লেগে আছেব আর কিছু সময় লেগে থাকুন। আশা করি সফল হতে পারবেন। আমার দেখা মতে এমন অনেকেই রয়েছে যারা এর চাইতেও অধিক সময় ধরে ফরেক্সে লেগে আছে। কিন্তু এখানে ধৈর্য ধরাটা খুবই গুরুত্বপূর্ণ আশাকরি ধৈর্য হারাবেন না।
Mas26
2021-04-11, 10:42 PM
ফরেক্স মার্কেটের বেশিরভাগ ট্রেডারই নিউজ ট্রেডিং করে থাকেন। ফরেক্স মার্কেটে প্রতিদিনই কিছু নিউজ রিলিজ হয়
আর নিউজ গুলো যদি আমরা সঠিকভাবে ধরতে পারি তাহলে আমরা ফরেক্স মার্কেটে প্রফিট করতে সক্ষম হতে পারব কিন্তু আমরা যারা নিউজ বুঝি না তাদের জন্য নিউজটা না করাই ভালো।
samun
2022-01-18, 10:11 AM
ফরেক্স মার্কেটে আমি বেশি অভিজ্ঞ নই তবে সাধারণত কিছু কিছু সময় আমি যেভাবে প্রফিট করে থাকি তা আমি তুলে ধরছি মূলত আমি সর্বপ্রথম একটি কারেন্সি নির্বাচন করে এবং সে কারেন্সি রংপুর কোন সময় নিউজ সে বিষয়েও আমি খুব লক্ষ্য রাখে এবং নিউজ প্রকাশিত হবার সময় আমি মার্কেট অধিক সময় ধরে এনালাইসিস করি তারপর আমি নিউজের উপর বাই বা সেল নিয়ে থাকি এবং আমি আমার ট্রেডকে প্রফিটেবল করি।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.