Log in

View Full Version : মুভমেন্ট পাস অ্যাপ



BDFOREX TRADER
2021-04-13, 05:30 PM
14132
করোনা সংক্রমণ রোধে লকডাউন চলাকালীন জনমানুষের জরুরি প্রয়োজনে চলাচলের জন্য ‘মুভমেন্ট পাস অ্যাপ’ চালু করেছে বাংলাদেশ পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মুদি দোকানে কেনাকাটা, কাঁচা বাজার, ওষুধপত্র, চিকিৎসা চাকরি, কৃষিকাজ, পণ্য পরিবহন ও সরবরাহ, ত্রাণ বিতরণ, পাইকারি/খুচরা ক্রয় পর্যটন, মরদেহ সৎকার, ব্যবসা ও অন্যান্য ক্যাটাগরিতে দেওয়া হবে এ পাস। যাদের বাইরে চলাফেরা প্রয়োজন কিন্তু কোনো ক্যাটাগরিতেই পড়েন না তাদের ‘অন্যান্য’ ক্যাটাগরিতে পাস দেওয়ার বিষয়ে বিবেচনা করা হবে। সড়কে কোথাও চলাচলের কারণে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলে এ পাস দেখালেই তার পরিচয় নিশ্চিত হয়ে যেতে দেওয়া হবে। এছাড়াও কোনো ব্যক্তির বাবা-মা/পরিবারের কেউ যদি অন্য জেলায় মারা যান, তবে তিনি অ্যাপের মাধ্যমে সুনির্দিষ্ট কারণ দেখিয়ে পাসের জন্য আবেদন করতে পারবেন। আবেদন যৌক্তিক হলে মুহূর্তেই তিনি পাস পেয়ে যাবেন।
এই https://movementpass.police.gov.bd ওয়েবসাইট থেকে পাসটি সংগ্রহ করা যাবে

BDFOREX TRADER
2021-04-15, 06:20 PM
“মুভমেন্ট পাস” অ্যাপ চালু করার ৩২ ঘণ্টার মধ্যে প্রায় পৌনে ৮ কোটি নক। লকডাউন চলাকালে যান চলাচল নিয়ন্ত্রণ ও মানুষের জরুরি প্রয়োজনে যাতায়েতের জন্য বাংলাদেশ পুলিশের উদ্যোগে চালু হওয়া মুভমেন্ট পাস অ্যাপটি চালু করার পর হতে প্রথম ৩২ ঘণ্টায় পৌনে ৮ কোটির বেশি মানুষ নক/হিট করেছে।ওয়েবসাইটের প্রাপ্ত ডাটাবেজ পর্যালোচনায় দেখা যায়, গতকাল ১৩ এপ্রিল ২০২১ খ্রিঃ বেলা ১১ টার সময় এটি উদ্বোধন করা হয়। আজ ১৪ এপ্রিল ২০২১ খ্রিঃ সন্ধ্যা ৭টা পর্যন্ত ওই ওয়েবসাইটে মোট ৭ কোটি ৮০ লক্ষ ৩৬ হাজার ৯৯৪ টি নক/ হিট হয়েছে। সে হিসাবে, প্রতি মিনিটে ৪০ হাজার ৬৪৪ টি হিট/নক হচ্ছে। গত ৩২ ঘন্টায় ৩ লাখ ৯ হাজার ৪৭৮ জন ব্যক্তি মুভমেন্ট পাসের জন্য আবেদন করেছেন। তাদের প্রদত্ত তথ্যের বিশ্লেষণ করে ২ লাখ ৪৪ হাজার ৫১৪ জনকে মুভমেন্ট পাস ইস্যু করা হয়েছে। উল্লেখ্য, একটি নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট গন্তব্যের জন্য এই ‘মুভমেন্ট পাস’ ইস্যু করা হয়। ওই সময় অতিবাহিত হলে কিংবা নির্ধারিত গন্তব্য থেকে অন্য কোথাও যেতে হলে পুনরায় এই মুভমেন্ট পাস ইস্যু করতে হবে। এই পাস কেবমমাত্র জরুরি প্রয়োজনে ব্যবহারযোগ্য।
14148