PDA

View Full Version : আন্তঃব্যাংক চেক লেনদেন ও অনলাইন ট্রান্সফার বন্ধ



SUROZ Islam
2021-04-15, 06:03 PM
14147
বাংলাদেশ ব্যাংকে আইটি বিপর্যয়ের কারণে আন্তঃব্যাংক চেক লেনদেন বন্ধ রয়েছে। এমনকি করা যাচ্ছে না অনলাইন ব্যাংক ট্রান্সফারও বা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। জানা গেছে, গত ১৩ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের দুটি ডেটা সেন্টারের মধ্যে সংযোগকারী ফাইবার অপটিক্যাল কেবল বিচ্ছিন্ন হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। এরপর মাইক্রোসফট ও ভিএমওয়্যার- এই দুইটি প্রযুক্তি টিম এই সমস্যা সমাধানে কাজ করছে। যে দুটি সার্ভিস বন্ধ রয়েছে, সেগুলোর মাধ্যমে দৈনিক গড়ে ১৩ হাজার কোটি টাকা লেনদেন হয়ে থাকে। এই সমস্যার সমাধান কখন হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বাংলাদেশ ব্যাংকে আইটি বিপর্যয়ের কারণে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়েছেন। দ্রুত এই সংকট নিরসন করতে না পারলে ভোগান্তি আরও বাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।করোন সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউনে বাংলাদেশ ব্যাংক দিকনির্দেশনা দেয়। নতুন নিয়ম অনুযায়ী, লকডাউনে সরকারি ছুটির দিন ছাড়া অন্য দিনগুলোতে ব্যাংক খোলা থাকবে বেলা আড়াইটা পর্যন্ত। তবে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

Tofazzal Mia
2021-04-18, 02:08 PM
http://forex-bangla.com/customavatars/659374688.jpg
আজ সকাল থেকে চেকের মাধ্যমে আন্ত:ব্যাংক লেনদেন করা যাচ্ছে। চেক নিষ্পত্তি করা যাচ্ছে বিএসিএইচের মাধ্যমে। তবে এখনো ইএফটির মাধ্যমে লেনদেন স্বাভাবিক হয়নি। অনলাইনে আন্তঃব্যাংক চেক নিষ্পত্তি হয় বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজের (বিএসিএইচ) মাধ্যমে। আর গ্রাহকরা বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) ব্যবহার করেও এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠান। কিন্তু গত ১৩ এপ্রিল মঙ্গলবার থেকে অর্থ লেনদেনের এ দুটি প্রধান মাধ্যমই অকার্যকর হয়ে আছে। একই সঙ্গে অকার্যকর হয়ে যায় আন্তঃব্যাংক রেপো ও কলমানি লেনদেনের এমআই মডিউলও। কেন্দ্রীয় ব্যাংক সূত্র অনুযায়ী, ব্যাংক বন্ধ থাকবে না খোলা—এ নিয়ে সিদ্ধান্তহীনতার কারণে লেনদেন ব্যবস্থায় সংকট হয়েছিলো। পাশাপাশি ত্রুটি ধরা পড়ে বিটিসিএলের অপটিক্যাল ফাইবার লাইনেও। আজ রোববার থেকে সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে। বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজের মাধ্যমে গ্রাহকদের চেক, পে-অর্ডারসহ ইনস্ট্রুমেন্টভিত তিক লেনদেন নিষ্পত্তি হয়। প্রতিদিন গড়ে এ মাধ্যমে লেনদেন হয় ১১ হাজার কোটি টাকার বেশি। অন্যদিকে বিইএফটিএনের মাধ্যমে প্রতিদিন লেনদেন হয় প্রায় ২ হাজার কোটি টাকা।