View Full Version : কোন ট্রেডিং করার আগে সর্বদা একটি ভাল সময়ের জন্য অপেক্ষা করুন !
Sakib42
2021-04-15, 11:22 PM
যখনই আপনি মার্কেটে একটি ট্রেড দেন সেটি হঠাৎ করেই যে কোনো অবস্থায় পরিণত হতে পারে। অনেক সময় আমরা খারাপ সময় ট্রেড দিয়ে থাকি তখন আমাদের ক্ষতির সম্মুখীন হতে হয়। কখনো ভালো সুযোগ আসে আবার কখনো খারাপ।যদি কখনও কোনও ট্রেড মিস করেন তবে আপনার জানা উচিত যে আরও একটি সুযোগ আসবে তাই সেই পর্যন্তঅপেক্ষা করুন।আপনার যদি যথেষ্ট ধৈর্য এবং পর্যাপ্ত শৃঙ্খলা থাকে তবে আপনি লাভজনক ব্যবসায়ী হয়ে উঠবেন।
EmonFX
2021-04-16, 09:19 AM
ফরেক্সে ভালো করার জন্য অত্যন্ত জরুরি একটি সঠিক এন্ট্রি পয়েন্ট নির্ধারণ করতে পারো। বেশিরভাগ ট্রেডার ব্যালেন্স জিরো করে থাকেন মূলত ভুল পয়েন্ট থেকে এন্ট্রি নেয়ার কারণে। অনেক সময় আমরা একটি ভালো পয়েন্ট থেকে এন্ট্রি নেয়ার সুযোগ হাতছাড়া করে ফেললে তখন তড়িঘড়ি করে ভুল পয়েন্ট থেকে এন্ট্রি নিয়ে বসি, যার ফলাফল দাঁড়ায় বড় ধরনের লস। মনে রাখবেন ফরেক্সে 24 ঘন্টার মধ্যে আপনার কাছে অনেক বার ভালো এন্ট্রি নেয়ার সুযোগ আসবে, তাই এন্ট্রি নেয়ার ক্ষেত্রে কখনোই তাড়াহুড়ো করা যাবে না। ধৈর্যের সাথে পরবর্তী সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। ধৈর্যের ফল কখনোই বৃথা যায় না। ধৈর্য ধরে সঠিক স্ট্র্যাটেজী মেন্টেন করে ট্রেডিং করে যেতে পারলে অবশ্যই আপনি একদিন সফল ট্রেডারে পরিণত হবেন।
Starship
2021-04-16, 10:37 PM
অবশ্যই ট্রেড করার আগে ভালো সময়ের অপেক্ষা করতে হবে। কেননা অনেক সময় আমরা ভালো সময় নির্বাচন করতে পারি না বিধায় প্রফিট করতে পারি না। এছাড়াও অনেক সময় হাই ইম্প্যাক্ট সম্পৃক্ত নিউজ থাকার কারণেই ফরেক্সে আমরা যখন ট্রেড করি তখন অনেক ক্ষেত্রে ট্রেড বিপরীতে অবস্থান থাকার কারণে ব্যালেন্স জিরো করে ফেলি। তাই অনেক আমার মতে হাই ইম্প্যাক্ট সম্পৃক্ত নিউজের ক্ষেত্রে ট্রেড করা থেকে বিরত থাকা উচিত। কেননা এমন সময় আমি ট্রেড করি নাই ব্যালেন্স জিরো করেছি অনেক বার।
samun
2022-01-25, 05:18 PM
সাকিব ভাই আমি আপনার এই পোষ্টের সাথে একমত আসলে আমরা একটু প্রফিট অর্জন করলেই পরবর্তীতে আবার কোন টাইম মেইনটেইন না করে ট্রেড করি এতে করে আমরা বড় ধরনের লোকের সম্মুখীন হয়ে যায় তাই আমাদের প্রতিটা ট্রেডারের উচিত ভালো একটি সময় নির্বাচন করে এবং নির্দিষ্ট কারেন্সির উপরে নিউজ প্রকাশিত হবার পর যদি এনালাইসিস করে ট্রেড করি তাহলে আমি মনে করি আমরা প্রতিবার ট্রেডিংয়ে সফলতা অর্জন করতে পারব
samun
2022-04-05, 02:49 PM
ফরেক্স মার্কেট দিনে ২৪ ঘন্ট সপ্তহে ৫ দিন (শনিবার ও রবিবার ব্যতিত) খোলা থাকে। এই সময়ের মধ্যে যেকোন সময় ট্রেড ওপেন করা সম্ভব। কিন্তু একজন ভালো ট্রেডার জানেন যে কখন ট্রেড ওপেন করলে একটি ভালো ফলাফল অর্জন করা যাবে। সাধারণত অভিজ্ঞ ট্রেডারগণ সর্বপ্রথম এনালাইসিস এর দিকে খুব জোর দিয়ে থাকে। পাশাপাশি একটি ভালো নিউজের জন্য অপেক্ষা করে। ফলে তারা ফরেক্স মার্কেট থেকে একটি ভালো অর্থ উপার্জন করতে সক্ষম হয়। এটি ভালো ট্রেডারদের একটি গুণ
Mas26
2023-10-31, 09:34 AM
Forex এ ভালো করার জন্য অত্যন্ত জরুরি একটি সঠিক এন্ট্রি পয়েন্ট নির্ধারণ করতে পারো। বেশিরভাগ ট্রেডার ব্যালেন্স জিরো করে থাকেন মূলত ভুল পয়েন্ট থেকে এন্ট্রি নেয়ার কারণে। অনেক সময় আমরা একটি ভালো পয়েন্ট থেকে এন্ট্রি নেয়ার সুযোগ হাতছাড়া করে ফেললে তখন তড়িঘড়ি করে ভুল পয়েন্ট থেকে এন্ট্রি নিয়ে বসি, যার ফলাফল দাঁড়ায় বড় ধরনের লস।অবশ্যই ট্রেড করার আগে ভালো সময়ের অপেক্ষা করতে হবে। কেননা অনেক সময় আমরা ভালো সময় নির্বাচন করতে পারি না বিধায় প্রফিট করতে পারি না। এছাড়াও অনেক সময় হাই ইম্প্যাক্ট সম্পৃক্ত নিউজ থাকার কারণেই ফরেক্সে আমরা যখন ট্রেড করি তখন অনেক ক্ষেত্রে ট্রেড বিপরীতে অবস্থান থাকার কারণে ব্যালেন্স জিরো করে ফেলি। তাই অনেক আমার মতে হাই ইম্প্যাক্ট সম্পৃক্ত নিউজের ক্ষেত্রে ট্রেড করা থেকে বিরত থাকা উচিত। কেননা এমন সময় আমি ট্রেড করি নাই ব্যালেন্স জিরো করেছি অনেক বার।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.