PDA

View Full Version : লকডাউনে অবসর সময়কে ফরেক্স এর মাধ্যমে প্রবাহিত করে উপভোগ করছি



Starship
2021-04-17, 02:41 PM
বর্তমানে করোনা মহামারীর কারণে সারা বাংলাদেশে লকডাউন এর আওতায় সময় অতিবাহিত হচ্ছে। আর এই বিরক্তিকর সময়কে অতিবাহিত করার সবচাইতে মুখ্য মাধ্যমে হলো ফরেক্স। আরে বিরক্ত সময়টাকে আমি খুব এনজয় করার মাধ্যমে উদযাপন করছি আপনাদের এক্ষেত্রে সময়গুলো কেমন যাচ্ছে।

EmonFX
2021-04-17, 02:54 PM
আসলে অলস বসে থাকা আমাদের জন্য অনেক সময় বিরক্তিকর হয়ে থাকে। এই লকডাউন এর সময় আমরা অনেকেই ঘরের মধ্যে এক ধরনের বন্দি জীবন অতিবাহিত করছি। যেটা আসলে সবার জন্যই কিছুটা হলেও বিরক্তিকর। তাই এই বিরক্তিকর সময়টা আমরা কাজে লাগাতে পারি ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে। এই সময়টায় আমরা মার্কেট সম্পর্কে প্রচুর পরিমাণে স্টাডি ও এনালাইসিস করে আমাদের ট্রেডিং স্ট্রাটেজি ডেভলপ করার চেষ্টা করতে পারি। যেটা আমাদেরকে সফল ট্রেডিংয়ের মাধ্যমে প্রফিট অর্জন করতে সহায়তা করতে পারে। এই সময়টায় আমি আমার ট্রেডিং সম্পর্কিত ভুলগুলো আইডেন্টিফাই করে সেই অনুযায়ী নিজেকে সংশোধন করার চেষ্টা করছি যাতে করে সেই ভুলগুলো বারবার না করি। পাশাপাশি বিভিন্ন এনালিস্ট বিশেষজ্ঞদের ভিডিও টিউটোরিয়াল দেখে নিজের ট্রেডিং স্ট্রাটেজি ও সাইকোলজি ডেভলপ করার জন্য চেষ্টা করছি।

samun
2021-04-25, 11:23 AM
আসলে সত্যি কথা বলতে গেলে ফরেক্স ট্রেডারদের জন্য লকডাউন একটি শিক্ষণীয় সময় হলেও সাধারণ মানুষের জীবনযাত্রা অতিবাহিত করার জন্য খুবই কষ্টদায়ক একটি সময় একজন ফরেক্স ট্রেডারের জন্য রিল্যাক্স টাইম খুবই গুরুত্বপূর্ণ কারণ সেই সময়টা যদি আমরা ফরেক্সের জ্ঞান অর্জনের ক্ষেত্রে ব্যয় করি তবে খুব সুন্দর ভাবে আমরা ফরেক্সকে আয়ত্ত করে গুছিয়ে নিয়ে কাজ করতে পারব সকল ধরনের দক্ষতা অভিজ্ঞতা অর্জনের প্রেক্ষিতে ভালো এন্ট্রি নিয়ে ফরেক্স মার্কেটে আমরা একটি প্লাটফর্ম তৈরি করতে পারব যা আমাদের পরবর্তীতে পেছনে তাকাতে হবে না এবং সামনে চলতে সাহায্য করবে

Sakib42
2021-04-25, 11:13 PM
আমার কাছে মনে হয় আপনি অনেক বড় একটি উদ্যোগ গ্রহণ করেছেন। এবং আপনি আপনার অবসর সময় কে যথাযত ব্যাবহার করার জন্য অনেক বড় একটি কাজ করছেন। আমরা অনেকেই ভালো মত সময় দিতে পারি না আমাদের নানান কাজে ব্যাস্ততার কারনে কিন্তু লকডাউন হবার কারণে সবাই বাসায় এবং মোটামুটি সবাই এখন আগের থেকে বেশি সময় দিচ্ছে কেননা তারা অবসর। আমার কাছে মনে হয় ফরেক্স করার ও বুঝার সব চেয়ে ভালো সময় এখন।

memes
2021-04-26, 10:47 AM
লক ডাউন এর অবসর সময় এ বসে না থেকে আমি ফরেক্স এ সময় দিচ্ছি । আমি নিয়মিত ফরেক্স ডেমোতে ট্রেড করছি । এখানে আমার যে ছোট খাটো ভুল হচ্ছে সেগুলো আমি আমার পরবতী ট্রেড এ ব্যবহার করে আমি আস্তে আস্তে দক্ষতা বাড়াছি ।এতে আমি ফরেক্স ট্রেডিং এ অভিজ্ঞ হচ্ছি িএই লকডাউন এর অবসর সময় কে কাজে লাগিয়ে এই সময়গুলোকে উপভোগ করছি ।

Devdas
2021-07-09, 03:28 PM
হ্যা ভাই, আমিও বর্তমান সময়ে করোনা কালিন এ আমিও অনলাইন ভিক্তিক ফরেক্স এ সময় দিয়ে ফরেক্স করে আয় করছি। এতে আমার বাসায় সেফ ও থাকা হল আবার আয় করাও হল। যারা ফরেক্স মার্কেট সম্পর্কে জানে না তারা হয়তো বাসায় বসে সময় নষ্ট করছেন আর যারা ফরেক্স নিয়ে ক্যারিয়ার গড়ছেন তাদের জন্য করোানা কালিন ফরেক্স ব্যবসায় হয়ে উঠেছে আয় করার একটি দারুন *সুযোগ। তাই করোনা কালিন সময়ে ঘরে বসে আয় করে উপভোগ করছি।