PDA

View Full Version : পিপস কি?



Talha
2015-08-14, 12:37 AM
পিপস কি? এবং জানতে চাই কত পিপস অনুকুলে গেলে আমার কত ডলার প্রফিট হবে যেমন আমি একটি নিউ অর্ডার প্লেস করলাম ০.০১ লটে বা ভলিয়মে এখন ট্রেন্ড লাইন কতটুকু আপে গেলে ১ ডলার প্রফিট বা এটার সাথে কি লিভারেজ কোন সম্পর্ক আছে কি না অভিজ্ঞতা সম্পর্ন্ন ট্রেডারদের সহযোগীতা চাই:woo:

samrat
2015-08-14, 08:32 AM
পিপস কি আমি জানি না। আপনার কেউ রিয়েল ভাবে জানলে দয়া করে জানাবেন। কত পিপস ট্রেড করলে আমি কত ডলার পেতে পারি। আমার কত লাভ বা লস হবে।

maziz6989
2015-08-14, 05:00 PM
পিপস হল এই মার্কেটের একক। এখানে দশমিক এর পরে চতুর্থ ঘরের প্রতি পয়েন্ট পরিবর্তনকে এক পিপস বলে। এক পিপ এর মান লট ভেদে ভিন্ন হতে পারে। পেয়ার ভেদে ও পিপসের মানের পার্থক্য আছে। সব থেকে বড় পিপস হল গোল্ডের। তাই এই পেয়ারে ট্রেড করার আগে বুঝে শুনে ট্রেড করবেন। কেননা এর প্রভাবে ছোট খাট একাউন্ট জিরো হতে সময় লাগে না।

Momen
2015-08-15, 08:18 PM
পিপস হল এই মার্কেটের একক। অর্থাৎ দশমিকের পরে প্রতি এক ঘর একএকটা পিপস। এই পিপস এর উঠানামা তেই আপনার লাভ/লস নির্ভর করে।

MotinFX
2015-08-16, 12:52 PM
পিপস হল দশমিক এর পরে একাদিক ঘরকে পিপস বলে । ভলিউম এর উপর নির্ভর করে লাভ লসের পরিমান । যদি 0.01 ভলিউম ট্রেড করলে যে পরিবর্তন হয় 1 পিপস লাভ লস হয় । কত ভলিউম এ ট্রেড করেন তা আপনার উপর ডিপেন করে ।

Talha
2015-08-19, 12:23 AM
পিপস হল এই মার্কেটের একক। এখানে দশমিক এর পরে চতুর্থ ঘরের প্রতি পয়েন্ট পরিবর্তনকে এক পিপস বলে। এক পিপ এর মান লট ভেদে ভিন্ন হতে পারে। পেয়ার ভেদে ও পিপসের মানের পার্থক্য আছে। সব থেকে বড় পিপস হল গোল্ডের। তাই এই পেয়ারে ট্রেড করার আগে বুঝে শুনে ট্রেড করবেন। কেননা এর প্রভাবে ছোট খাট একাউন্ট জিরো হতে সময় লাগে না।

ভাই নির্দিষ্ট করে বলা গেল না যে পিপস কি আসলে পিপস এর ব্যপার টা আমার একেবারেই অজানা নয় আমার আমি জানি তবে আংশিক কত পরিবর্তনের ফলে কত ডলার হয় সেটা আমার প্রশ্নটার মুখ্য উদ্দেশ্য তবে ০.০১ ট্রেড অপেন করেছিলাম সেখানে দেখলাম ১০ সংখ্যা পরিবর্তনের ফলে ১ সেন্ট উঠা নামা করে কিন্তুু ক্লিয়ার ধারনটা আমি এখনও পাই নাই

MotinFX
2015-08-19, 09:19 AM
পিপস হল দশমিক এর পরের ঘর গুলোকে পিপস বলে। ০.০১ পিপসে ট্রেড দিলে কত পিপস এর পরিবর্তনে আমার ১ ডলার লাভ বা লস হয়। অভিজ্ঞ ট্রেডার থেকে জানতে চাই

maziz6989
2015-08-19, 05:24 PM
পিপস কি? এবং জানতে চাই কত পিপস অনুকুলে গেলে আমার কত ডলার প্রফিট হবে যেমন আমি একটি নিউ অর্ডার প্লেস করলাম ০.০১ লটে বা ভলিয়মে এখন ট্রেন্ড লাইন কতটুকু আপে গেলে ১ ডলার প্রফিট বা এটার সাথে কি লিভারেজ কোন সম্পর্ক আছে কি না অভিজ্ঞতা সম্পর্ন্ন ট্রেডারদের সহযোগীতা চাই:woo:

আপনার প্রশ্নের উত্তর হল , পিপস হল একক বা পয়েন্ট যার মান লট ভেদে বিভিন্ন হতে পারে। আপনি যদি ইনস্টা ফরেক্স এ ০.০১ লটে একটা ট্রেড ওপেন করেন এবং পেয়ার যদি হয় ইউরো ইউএসডি তবে আপনার ১ ডলার প্রফিট হতে হলে মার্কেট ১০০ পিপস আপনার অনুকুলে যেতে হবে। এর সাথে লিভারেজ এর কোন সম্পর্ক নাই তবে লটের সম্পর্ক ওতপ্রোত ভাবে জড়িত। পেয়ার ভেদে পিপ ভেলু পরিবর্তিত হয়।

oviice
2015-08-19, 05:25 PM
পিপস হল দশমিক এর পরের ঘর গুলোকে পিপস বলে।
০.০১ পিপসে ট্রেড দিলে কত পিপস এর পরিবর্তনে আমার ১ ডলার লাভ বা লস হয়।

Taleb Mahmud
2015-08-19, 09:33 PM
পিপস হল একক বা পয়েন্ট যার
মান লট ভেদে বিভিন্ন হতে পারে। আপনি যদি ইনস্টা
ফরেক্স এ ০.০১ লটে একটা ট্রেড ওপেন করেন এবং পেয়ার
যদি হয় ইউরো ইউএসডি তবে আপনার ১ ডলার প্রফিট হতে
হলে মার্কেট ১০০ পিপস আপনার অনুকুলে যেতে হবে। এর
সাথে লিভারেজ এর কোন সম্পর্ক নাই তবে লটের সম্পর্ক
ওতপ্রোত ভাবে জড়িত।

arian
2015-08-19, 10:05 PM
পিপস হল এক প্রকার পয়েন্ট যার মান লট ভেদে বিভিন্ন হয় । ফরেক্সে ট্রেডিঙ্গের সময় ১০০ পিপস আপনার অনুকুলে থাকলে আপনি ১ ডলার লাভ করবেন ।

fxover
2015-09-15, 08:19 AM
পিপস কি? এবং জানতে চাই কত পিপস অনুকুলে গেলে আমার কত ডলার প্রফিট হবে যেমন আমি একটি নিউ অর্ডার প্লেস করলাম ০.০১ লটে বা ভলিয়মে এখন ট্রেন্ড লাইন কতটুকু আপে গেলে ১ ডলার প্রফিট বা এটার সাথে কি লিভারেজ কোন সম্পর্ক আছে কি না অভিজ্ঞতা সম্পর্ন্ন ট্রেডারদের সহযোগীতা চাই:woo:

পিপস হচ্ছে কোন কারেন্সি পেয়ার এর দামের দশমিকের পর ৪র্থ ঘরের মান । এই পিপস এর উপর নির্ভর করেই আমরা আমাদের লাভ লস হিসাব করে থাকি । পিপস এবং ট্রেড এর লট সাইজের উপর নির্ভর করে আমরা আমাদের লাভ বা লস এর হিসাব করে থাকি । একটি ট্রেড ওপেন করার পর মার্কেট আমাদের দিকে যত পিপস মুভ করবে ততই তা আমাদের জন্য ভালো অর্থাৎ আমরা লাভ করতে পারব ।

Marufa
2015-09-15, 09:10 AM
আপনি হয়ত আপনার উত্তর পেয়ে গেছেন । তারপরও আরও সহজ করে বলি । ব্রোকার প্রধানত তিন প্রকার । ১। স্ট্যান্ডার্ড লট ব্রোকার - ১ লট = ১০ ডলার/প্রতি পিপস্ । মিনি লট ব্রোকার - ১লট = ১ ডলার /প্রতি পিপস্ এবং মাইক্রোলট ব্রোকার - ১ লট = .১০ ডলার /প্রতি পিপস্ । আশা করি বুঝতে পেরেছেন ।

FOREXTRADER
2015-09-15, 12:51 PM
ফরেক্স মার্কেটে কোন কারেন্সি পেয়ারের দশমিকের পরে ৪থ সংখ্যার প্রতি এক একক পরিবর্তন বা মুভমেন্টকে PIP বা পিপ বলে। PIPS অথবা পিপস হচ্ছে PIP এর বহুবচন, যেমনঃ Market has changed 120 pips today. অর্থাৎ, মার্কেট আজকে ১২০ পিপস পরিবর্তিত হয়েছে। অনেকে পিপস কে পয়েন্ট ও বলে। তবে আন্তর্জাতিকভাবে pips ই বহুল প্রচলিত,

FOREXTRADER
2015-09-15, 12:52 PM
পিপস কি , তা বুঝতেই অধিকাংশ মানুষ প্রচুর সময় ব্যয় করে ফেলে। দেখা যাক, আমরা কিছু উদহারনের সাহায্যে সহজ করে শিখতে পারি কিনা।
উদহারন ১:
আপনি আপনার টার্মিনাল (আপনার ব্রোকার প্রদত্ত ট্রেড করার সফটওয়ার) টি ওপেন করলেন। দেখলেন, eur/usd ছিল ১.৪৩৪০ এবং বর্তমানে তা ১.৪৩৪৫,,,

FOREXTRADER
2015-09-15, 12:53 PM
কয় পিপস পরিবর্তন হল?
বের করার নিয়মঃ বেশি-কম = ১.৪৩৪৫ - ১.৪৩৪০ = ০.০০০৫
আমি আগেই বলেছি পিপস গণনা শুরু হয়, দশমিকের পর চার নাম্বার সংখ্যা থেকে। ভুলে যান দশমিক, আসুন সহজ করে হিসাব করিঃ
৪৩৪৫-৪৩৮০ = ৫
অর্থাৎ, মার্কেট ৫ পিপস পরিবর্তিত হয়েছে

FOREXTRADER
2015-09-15, 12:54 PM
উদহারন ২:
Gbb/usd ১.৫৬৩০ থেকে ১.৫৬৩৯ তে গেল। মার্কেট কত পিপস মুভ করল?
৫৬৩৯-৫৬৩০ = ৯ পিপস।
আরও কিছুঃ
মার্কেট মুভমেন্ট (eur/usd)
আগে ছিল ১.৩৪৫০ , বর্তমানে ১.৩৪৩২ = ৩৪৫০ - ৩৪৩২ = ১৮ পিপস মার্কেট মুভমেন্ট
গে ছিল ১.৩৪৫০ , বর্তমানে ১.৩৫৫০ = ৩৫৫০ - ৩৪৫০ = ১০০ পিপস মার্কেট মুভমেন্ট
আগে ছিল ১.৩৭৫০ , বর্তমানে ১.৩৪৩২ = ৩৭৫০ - ৩৪৩২ = ৩১৮ পিপস মার্কেট মুভমেন্ট
আগে ছিল ১.৪৪৫০ , বর্তমানে ১.৩৪৫০ = ৪৪৫০ - ৩৪৫০ = ১০০০ পিপস মার্কেট মুভমেন্ট
আশা করি বুঝতে পেরেছেন। নিজেকে টেস্ট করে নিনঃ

FOREXTRADER
2015-09-15, 12:55 PM
Eur/usd আগে ছিল ১.৩৫৭০ , বর্তমানে ১.৩৫৫০।
মার্কেট কত পিপস মুভ করল?
যদি পারেন তাহলে বুঝবেন আপনি ঠিক পথেই এগোচ্ছেন।
পিপস সম্পর্কে স্বছ ধারণা থাকা প্রয়োজন, কেননা -
ফরেক্স মার্কেটের মুভমেন্ট পিপস এর সাহায্যে গণনা করা হয়। প্রায়শই শুনবেন ইউরো/উ.এস.ডি আজকে ২০০ পিপস বেড়েছে। মার্কেট খুব মুভ করছে, ৫ মিনিটেই ১০০ পিপস বেড়েছে ইত্যাদি,

FOREXTRADER
2015-09-15, 12:56 PM
Pipettes (পিপেটিস):
কিছু কিছু ব্রোকারে প্রাইস দশমিকের পরে ৫ ডিজিট থাকে। যেমনঃ ১.৪২৫৬১. এই পঞ্চম ডিজিট তাই হল পিপেটি। সুতরাং প্রাইস যদি ১.৪২৫৬১ থেকে ১.৪২৬৬৭ এ যায়, তবে বুঝতে হবে ১০ পিপস ৬ পিপেটিস বেড়েছে অথবা ১০৬ পিপেটিস পরিবর্তন হয়েছে,

AbuRaihan
2015-10-12, 03:40 PM
কোন কারেন্সিতে মোট প্রাইসের দশমিক এর পরের মান গুলোকে পিপস বলা হয় । আসলে আমি একজন নতুন ট্রেডার তাই পিপস নিয়ে আমারও বিশদ কোন ধারণা নেই তবে এটুকু বলতে পারি যে ফরেক্স মার্কেটে সফল হতে হলে সব বিষয় নিয়ে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে । এক্ষেত্রে পিপস অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । ফরেক্স মার্কেটে সবাই পিপস এর হিসাব বেশি করে কারণ প্রতিদিন অল্প অল্প পিপস লাভ করার মাধ্যমে মাস শেষে এটা অনেক বেশি ডলারে পরিণত হয় । পিপস নিয়ে আরো বিশদ আলোচনা চাই অভিজ্ঞর কাছ থেকে ।

dinner
2015-12-05, 12:15 AM
আপনি আপনার টার্মিনাল (আপনার ব্রোকার প্রদত্ত ট্রেড করার সফটওয়ার) টি ওপেন করলেন। দেখলেন, eur/usd ছিল ১.৪৩৪০ এবং বর্তমানে তা ১.৪৩৪৫ । কয় পিপস পরিবর্তন হল?বের করার নিয়মঃ বেশি-কম = ১.৪৩৪৫ - ১.৪৩৪০ = ০.০০০৫আমি আগেই বলেছি পিপস গণনা শুরু হয়, দশমিকের পর চার নাম্বার সংখ্যা থেকে। ভুলে যান দশমিক, আসুন সহজ করে হিসাব করিঃ । অথ্যৎ ফরেক্স মার্কেটে কোন কারেন্সি পেয়ারের দশমিকের পরে ৪থ সংখ্যার প্রতি এক একক পরিবর্তন বা মুভমেন্টকে pip বা পিপ বলে।
৪৩৪৫-৪৩৮০ = ৫

basaki
2016-03-17, 10:45 AM
পিপ্স হচ্ছে ফরেক্স মার্কেটের যে পিয়ারগুলো থাকে এর দশমিকের পর চার সংখ্যার চার নাম্বার সংখ্যাটি হচ্ছে পিপ্স আর যে পাচ নম্বর সংখ্যাটি হচ্ছে পিপেটিপ।ফরেক্স মার্কেটে বেশির ভাগ পিপ্সের হিসাবেই করা হয়ে থাকে। আর একজন ফরেক্স ট্রেডার দিনে কত পিপ্স লাভ করল তার হিসাবেই করা হয়ে থাকে। ফরেক্স মার্কেটে আম মনে করি ইউরো ইউএসডি পিয়ারে যদি কেউ ভাল করে ট্রেড করতে পারে তবে ফরেক্স মার্কেটে আর কোন পিয়ারে ট্রেড না।

rahmot255
2016-03-17, 01:55 PM
আমি জানি পিপস হল এই মার্কেটের একক। এখানে দশমিক এর পরে চতুর্থ ঘরের প্রতি পয়েন্ট পরিবর্তনকে এক পিপস বলে। এক পিপ এর মান লট ভেদে ভিন্ন হতে পারে। পেয়ার ভেদে ও পিপসের মানের পার্থক্য আছে। সব থেকে বড় পিপস হল গোল্ডের। তাই এই পেয়ারে ট্রেড করার আগে বুঝে শুনে ট্রেড করবেন। কেননা এর প্রভাবে ছোট খাট একাউন্ট জিরো হতে সময় লাগে না।

abdulguffer
2016-03-18, 12:50 AM
পিপস কি? এবং জানতে চাই কত পিপস অনুকুলে গেলে আমার কত ডলার প্রফিট হবে যেমন আমি একটি নিউ অর্ডার প্লেস করলাম ০.০১ লটে বা ভলিয়মে এখন ট্রেন্ড লাইন কতটুকু আপে গেলে ১ ডলার প্রফিট বা এটার সাথে কি লিভারেজ কোন সম্পর্ক আছে কি না অভিজ্ঞতা সম্পর্ন্ন ট্রেডারদের সহযোগীতা চাই:woo:

পিপস হচ্ছে পিপ এর বহু বচন । ফরেক্স এ কারেন্সিপেয়ার এর প্রাইস এ দশমিক এর পর চার ঘর পর্যন্ত যে সংখ্যা থাকে তার প্রতি একক কে পিপ বলে। আপনার 0.01 লট টি যদি মিনি লট হলে তাহলে 100 পিপস এ 1$ হবে, আর স্ট্যান্ডার্ড হলে 10 লট এ 1$ হবে ।

Sahed
2016-07-28, 03:43 PM
ফরেক্স মার্কেটে পিপস এবং পিপেটিস একটি গুরুত্বপূর্ণ বিষয় । মার্কেটে আমরা সাধারনত ডলারের হিসেব না করে পিপসের হিসেব করে থাকি । ফরেক্স মার্কেটে পিপস হচেছ কোন কারেন্সির দশমিকের পরের প্রতি চার ঘরের একটি ঘরের পরিবর্তনকে বুঝায় । আর মার্কেটে কোন কারেন্সির দশমিকের পরে প্রতি পাচ ঘরের পরিবর্তনকে পিপেটিস বলে ।

Mamun13
2017-09-07, 01:58 PM
পিপস হচ্ছে একক সংখ্যা যা ফরেক্স মার্কেটে গননার কাজে ব্যাবহার করা হয়ে থাকে৷দশমিকের পরবর্তী চতুর্থ সংখ্যাকে ১ পিপ করে হিসাব করা হয়৷যেমন-2.5431,এখানে চতুর্থ সংখ্যা 1 হচ্ছে ১ পিপ৷আমরা সব সময়েই এই পিপসের হিসাব করেই ট্রেড করি৷আমি কত পিপস লস করলাম,কত পিপস লাভ করলাম,কত পিপস টার্গেট রাখলাম,কত পিপসে স্টপলস দিবো...ইত্যাদি সবকিছুই হলো পিপস৷