PDA

View Full Version : মার্কেটে টিকে থাকার জন্য আপনি কখনো বাই সেল একসাথে ট্রেড করেছেন।



Smd
2021-04-18, 11:44 PM
ফরেক্স ভাষায় বাই সেল একসাথে ধরাকে গাম্বেলিং বলে । কিন্তু আমি অনেক সময় মার্কেটে টিকে থাকার জন্য বাই সেল একসাথে নিয়েছি। আপনারা এমন পরিস্থিতিতে পড়লে কি করেন যখন দেখেন একাউন্ট ব্যালেন্স জিরো হওয়ার পথে।

EmonFX
2021-04-19, 05:04 AM
হ্যাঁ, ফরেক্সে একই সাথে উভয়মুখী ট্রেড নেয়া বা বাই সেল নেয়া গ্যাম্বলিং এর মধ্যে পড়ে। ফরেক্স মার্কেটে একই সাথে উভয়মুখী ট্রেড নেয়া ঠিক নয়। এটা আপনার ব্যালেন্স এর উপরে বিরূপ প্রভাব ফেলতে পারে। তাতে করে হয়তো আপনি দু-একটি ট্রেডে ভালো করতে পারেন কিন্তু এভারেজে অনেক বড় লস করার পসিবিলিটি আছে। দেখা গেল একদিকের ট্রেডে আপনি কিছু প্রফিট নিয়ে ক্লোজ করে দিলেন এবং লসে থাকা ট্রেডটি আগের জায়গায় ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকলেন কিন্তু দেখা গেল আগের জায়গায় ফিরে না আসে মার্কেট একই দিকে যেতে থাকলো এবং অনেক বড় লস হলো তখন আপনি বড় বড় এমাউন্টের লস নিয়ে ট্রেডটি ক্লোজ করলেন। সামগ্রিকভাবে লসের পাল্লাই তখন ভারী হয়ে যায়।
তাছাড়া বোনাস একাউন্টের ক্ষেত্রে উভয়মুখী ট্রেড নেয়ার সুযোগ নেই। তাতে করে কর্তৃপক্ষ আপনার একাউন্ট ব্যান করে দিতে পারে। তবে আপনি যদি রিয়েল অ্যাকাউন্ট ব্যবহার করেন তাহলে উভয়মুখি ট্রেড নিতে পারবেন। যদিও এটা গ্যাম্বলিং এর মধ্যে পড়ে কিন্তু একাউন্টের উপর বিরূপ প্রভাব ফেলবে না।

samun
2021-04-19, 04:31 PM
আমি যখন নতুন নতুন ট্রিট করি তখন প্রাথমিক পর্যায়ে আমি বেঁচে থাকতাম এর প্রধান কারণ হলো আমি ঠিকমত এনালাইসিস করতে জানতাম না এবং তারই প্রেক্ষিতে আমি একই কারেন্সিতে বাই এবং সেল উভয়ই ওপেন করতাম কারন আমার ধারনা ছিল একটি নামলে অপরটি উঠবে যা আমাকে লস মেকআপ করতে সহায়তা করবে এটি আমার ধারণা ছিল কিন্তু পরবর্তীতে বুঝতে পারলাম আমার ধারনাটি সম্পুর্ন ভুল এরপর থেকে আমি আর একই কারেন্সিতে উভয় পার্শ্বে ট্রেড ওপেন করি না