PDA

View Full Version : ছোট ছোট ভুলের জন্য সফলতা কেবল স্বপ্নই থেকে যায়।



EmonFX
2021-04-20, 10:35 PM
আমাদের প্রত্যেকেরই ফরেক্স মার্কেটে আসার প্রথম ও প্রধান উদ্দেশ্য নিজেকে প্রতিষ্ঠিত করা বা সফল হওয়া, তাতে কোন সন্দেহ নেই। কেউ কেউ সফল হয় আবার কেউ হয়তোবা ব্যর্থ হয়। আসলে জীবনের প্রতিটি ক্ষেত্রেই সফলতা এবং ব্যর্থতা পাশাপাশি অবস্থান করে। অনেক সময় দেখা যায় ছোট্ট একটি ভুলের কারণে সফলতার বিনিময় ব্যর্থতাকে বরণ করতে হয়। আসলে ব্যর্থতার মূলে রয়েছে আমাদের ভুল সিদ্ধান্ত। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ভুলের কারনে আমরা ব্যর্থ হয়ে থাকি। তবে কিছুটা আছে ভাগ্যের খেলা যেটা আমরা কখনই এড়াতে পারিনা। অনুরূপভাবে ফরেক্সও আমরা ছোট ছোট ভুলের কারণে অনেক বড় মাশুল দিয়ে থাকি। তবে এই ভুল থেকে শিক্ষা নিতে পারাও সফলতার অংশ। আর ভুল থেকে শিক্ষা নিতে না পারাটা আরো একটি ব্যর্থতা। আসলে আমরা ভুল থেকে শিক্ষা নিতে না পারার কারণেই ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারি না। ফরেক্সে আমাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই ভুল থেকে শিক্ষা নিয়ে এবং মার্কেটে প্রচুর সময় দিয়ে মার্কেট সম্পর্কে স্টাডি ও এনালাইসিস করে ফরেক্স ট্রেডিং দক্ষতায় নিজেকে সমৃদ্ধ করে ফরেক্স ট্রেডিং করতে পারলে সফলতা সুনিশ্চিত।

rakib.r
2021-04-21, 08:10 PM
আমরা জাতি হিসেবে আসলে যত দিন না উন্নত হতে পারবো তত দিন আসলে আমারা শিক্ষিত হতে পারবো না। শিক্ষিত বলতে আসলে আমি আমাদের সার্বিক দিন টা বুঝিয়েছি যেখানে মনস্তাত্তিক ব্যাপার ও রয়েছে। আমাদের দেশে একজন মানুষ যে যখন দেখা হয়ে যে সঠিক দিকে আগাচ্ছে তাকে নীচে ফেলার জন্য মানুষ তার পিছে লেগে যায় কিন্তু বাইরে এমন টা না। কেও উপরে যেতে চাইলে সবাই তাকে উপরে যাবার জন্য হেল্প করতে থাকে। আমাদের ফরেক্স সেক্টরে ভালো মন্দ শিখানোর মত মানুষ আসলে খুব কম ই আছে যারা আছেন তারা আছে তাদের ব্যাবসায়িক চিন্তা নিয়ে । তাই আসলে আমরা অনেক চেষ্টা করার পরেও ভালো আর খারাপের বুঝ টা বুঝতে পারি না আর বার বার ভুল করে ফেলি যা আমাদের লসের দিকে নিয়ে যায় আর সফলতা থেকে আমরা অনেক টা ছিটকেই পড়ে যাই

Starship
2021-04-21, 10:54 PM
ফরেক্স এমন একটি জায়গা যেখানে ছোট ছোট ভুল গুলো একসময় বৃহৎ আকারে সৃষ্টি হয়। কেননা ফরেক্সে সামান্য ভুল থেকে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হয়। তার মধ্যে অন্যতম হলো ট্রেড নেওয়ার সিদ্ধান্ত। বিগত পাঁচদিন ধরে একটি ট্রেড লসে বয়ে নিয়ে বেড়াচ্ছি সামান্য ভুলের জন্য আর এই সামান্য ভুলের জন্য আমাকে দীর্ঘ পাঁচ দিন লস নিয়ে মাশুল দিতে হচ্ছে। আমি যদি সেই চিঠি যথাযথভাবে সিদ্ধান্ত নিয়ে পারতাম তাহলে আজ আমার প্রফিট থাকত তাই সামান্য ভুল করা থেকেও সাবধান থাকতে হবে।

md mehedi hasan
2021-04-22, 06:09 AM
আমাদের মত ফরেক্স ট্রেডারদের এই ধরনের ছোট ছোট ভুল এর কারনে অনেক বার পিছিয়ে পরতে হয়েছে।কিন্তু তারপরও আমাদের হুস হয় নি।যেন ভুল গুলো না করলে পেটের ভাত আমাদের হজম হয়না।আসলে অতিরিক্ত লোভ এর কারনে বা বড় লাভ এর আশায় আমরা এই ধরনের ভুল করি।আর সফলতা আমাদের কাছে এসে দুরে চলে যায়।এই সমস্যা দূর করার কোন সহজ সমাধান নেই।হয়ত বা সময়ের ব্যবধানে এই সমস্যা টি ঠিক হয়ে যাবে ।

samun
2021-04-24, 11:23 AM
আসলে সত্যি কথা বলতে গেলে ফরেক্স এমন একটি মার্কেট এখানে আমার দিক থেকেই বলতে গেলে আমি একই ভুল বারবার করেছি আমি চাইলেও নিজেকে শোধরাতে পারেনি কারণ যখন আমি কোন ভুলের কারণে লস করেছি আমি চিন্তা করেছি পরবর্তীতে এই ভুল যেন আর না হয় কিন্তু সময় এর পরিবর্তে নিজের ডিসিশনে জানো চেঞ্জ হয়ে যায় একই ভুল বারবার করা হয় আসলে এটি প্রতিকার কি আমি এখনো সঠিকভাবে জানিনা ফরেক্স মার্কেটে আমি দীর্ঘদিন যাবৎ ট্রেড করে আসছি কিন্তু নিজেকে এখনও লোভ মুক্ত করতে পারিনি আর এটি হলো আমার প্রধান বাধা এই বাধার কারণে আমি বারবার ক্ষতির সম্মুখীন হয়েছি এর থেকে প্রতিকারের যদি কারোর কাছে ভালো কোন পদ্ধতি জানা থাকে অবশ্যই শেয়ার করবেন

Mas26
2021-04-24, 07:11 PM
আসলে আমরা অনেক ছোট ছোট ভুলের কারণে আমাদের একাউন্ট অনেক সময় জিরো করে ফেলে। ফরেক্স মার্কেট থেকে আমরা অনেকেই এইভাবে বিদায় নিয়ে চলে যাই।
আমরা জাতি হিসেবে আসলে যত দিন না উন্নত হতে পারবো তত দিন আসলে আমারা শিক্ষিত হতে পারবো না। শিক্ষিত বলতে আসলে আমি আমাদের সার্বিক দিন টা বুঝিয়েছি যেখানে মনস্তাত্তিক ব্যাপার ও রয়েছে। আমাদের দেশে একজন মানুষ যে যখন দেখা হয়ে যে সঠিক দিকে আগাচ্ছে তাকে নীচে ফেলার জন্য মানুষ তার পিছে লেগে যায় কিন্তু বাইরে এমন টা না। কেও উপরে যেতে চাইলে সবাই তাকে উপরে যাবার জন্য হেল্প করতে থাকে। আমাদের ফরেক্স সেক্টরে ভালো মন্দ শিখানোর মত মানুষ আসলে খুব কম ই আছে যারা আছেন তারা আছে তাদের ব্যাবসায়িক চিন্তা নিয়ে । তাই আসলে আমরা অনেক চেষ্টা করার পরেও ভালো আর খারাপের বুঝ টা বুঝতে পারি না আর বার বার ভুল করে ফেলি যা আমাদের লসের দিকে নিয়ে যায় আর সফলতা থেকে আমরা অনেক টা ছিটকেই পড়ে যাই।
আমাদের প্রতিনিয়ত মাথায় রাখা উচিত আসলে আমরা কি ভুলের কারণে ফরেক্স মার্কেট থেকে ছিটকে পড়ার উপক্রম হচ্ছে। সেদিকে খেয়াল রেখে যদি আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারি তাহলে হয়তো বা আপনার সমস্যা হবে না।

memes
2021-04-24, 07:47 PM
ফরেক্স একটি ব্যবসা হওয়ার কারনে এখানে লাভ লস বিদ্যমান । তাই একজন ট্রেডারকে খুব সাবধানতা অবলম্বন করে ট্রেড ওপেন করতে হয় । তাই এখানে অভিজ্ঞতা অনেক প্রয়োজন । ফরেক্স এ ট্রেড ওপেন করার জন্য অনেকগুলো এ্যানালাইসিস পদ্ধতি রয়েছে আপনি যদি মাকেট এ্যানালাইসিস করতে সামান্য পরিমানেও ভুল করেন তাহলেই আপনি বড় ধরনের লসের সম্মুখীন হতে পারেন । তাই বলা যায় ফরেক্স ট্রেডিং এ ছোট একটি ভুলের কারতে সফলতা স্বপ্নই থেকে যায়।