View Full Version : লাইকের জন্য বোনাস কেউ পেয়েছেন কি
আমি গত দুই-তিন মাস যাবৎ লাইকের জন্য পেমেন্ট জিরো পাচ্ছি তার জন্য সর্বমোট বোনাস অতি নগন্য হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা শুধু কি আমার ক্ষেত্রে হচ্ছে না সবারই একই অবস্থা জানালে উপকৃত হতাম। সারামাস পোষ্ট করার পর যদি বোনাস না পাই বা কম আসে তাহলে সত্যি খুব খারাপ লাগে। ধন্যবাদ।
Starship
2021-04-21, 03:59 AM
জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসের পোস্টিং বোনাস পেয়েছি কিন্তু লাইকের জন্য বোনাস পাইনি। এটা শুধু আপনার ক্ষেত্রে নয় এটা সবার ক্ষেত্রেই হয়েছে। তবে লাইক এর জন্য কেন বোনাস দিচ্ছে না তার সঠিক কারণ জানা নেই। যদি লাইকে জন্য বোনাস দেওয়া বাদ দেয় তাহলে তো কোন নোটিফিকেশন বা নোটিশের মাধ্যমে সকলের জানার কথা। যেহেতু তা করেনি সেই অনুযায়ী লাইক এর জন্য বোনাস আশা করতেই পারি। বিগত তিনমাস ধরে যে সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা আশা করি খুব দ্রুত তা সমাধান পাব।
Sakib42
2021-04-21, 11:45 PM
না এই সমস্যা শুধু আপনার না, আমাদের সবার সাথে এমন হচ্ছে, ফোরাম আমাদের গত কয়েক মাস ধরে লাইক এর উপর নির্ভর করে কোনো বোনাস দিচ্ছে না। তারা যদি এই প্রসেশ বন্ধ করে রাখে তাহলে ঠিক আছে কিন্তু এই বিষয়গুলো নিয়ে কোনো আলোচনা করে নি, বা কোনো নোটিশ প্রদান করা হয়নি। এরকম হলে আমাদের ক্ষতি ছাড়া কিছুই না।
samun
2021-04-24, 11:10 PM
ভাই আপনি ঠিক বলেছেন, পোষ্টের পাশাপাশি লাইকেও বোনাস প্রদান করা হলেও গত কয়েক মাস যাবত এই লাইকের জন্য কোন প্রকার বোনাস প্রদান করা হচ্ছে না বলে অনেক ট্রেডার ফরেক্স মার্কেট থেকে বিমুখ হয়ে গেছে। এমনকি মুল বোনাসের পরিমান এতটাই কম যে তা দ্বারা ফরেক্স ট্রেড করাও সম্ভব নয়। এমন সমস্যার সৃষ্টি হয়েছে, তবে তার সমাধানও নিশ্চই আছে বলে মনে করি।
তাই কর্তৃপক্ষের নিকট আবেদন সকল ধরনের সমস্যা সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নিয়ে ট্রেডারদের সমস্যা থেকে উত্তরণ করবে বলে আশা করছি
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.