PDA

View Full Version : সোনালী ই-ওয়ালেট



Rassel Vuiya
2021-04-21, 05:54 PM
সোনালী ব্যাংক তার গ্রাহকদের জন্য চালু করল ই-ওয়ালেট। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির এই ইলেকট্রনিক ওয়ালেট ব্যবহার করে গ্রাহকরা ঘরে বসে দিনরাত ২৪ ঘণ্টা লেনদেন করতে পারবে। নতুন চালুকৃত এই ই-ওয়ালেট ব্যবহার করে ব্যাংকের গ্রাহকরা ব্যাংক একাউন্ট থেকে ই-ওয়ালেটে অর্থ আদান প্রদান, অন্য একাউন্টে অর্থ প্রেরণ, সোনালী ব্যাংকের একাউন্ট থেকে বাংলাদেশের অন্য যে কোন ব্যাংকের একাউন্টে অর্থ প্রেরণ, ব্যাংক স্টেটমেন্ট দেখা, ই-ওয়ালেটের ট্রান্সজেকশন হিস্টোরি দেখা, বিভিন্ন ইউটিলিটি বিল পেমেন্ট, ব্রাঞ্চ এবং এটিএম বুথ লোকেশন জানাসহ আরো বহুবিধ সুবিধা পাবেন। যে কোন গ্রাহক গুগল প্লে স্টোর/অ্যাপেল অ্যাপ স্টোর থেকে সোনালী ই-ওয়ালেট অ্যাপটি ইনস্টল করা যায়। অ্যাপটি ইনস্টল হয়ে গেলে রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য রেজিস্ট্রার বাটনে ক্লিক করে নাম, মোবাইল নম্বর, সোনালী ব্যাংক একাউন্ট নম্বর, জাতীয় পরিচয় পত্র নম্বর, ই-মেইল আইডি, জম্ম তারিখ, ৬ সংখ্যার পিন নাম্বার এবং পুনরায় তা কনফার্ম করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সোনালী ই-ওয়ালেট অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং আইওএস মোবাইল ফোন ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন। এই অ্যাপ চালুর মাধ্যমে ইন্টানেট ব্যাংকিংয়ে আরো একধাপ এগিয়ে গেলো দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি। ক্যাশবিহীন ও ঝুঁকিবিহীন লেনদেনের জন্য এই ই-ওয়ালেট ভূমিকা রাখবে।
14193
Sonali e-Wallet এপ্সটি পেতে গুগল প্লে স্টোরে Sonali e-Wallet লিখে নিচে ডান কর্নারে New তে ক্লিক করুন।অথবা সরাসরি পেতে গুগল প্লে স্টোরে ডাবল কোটেশন এর ভিতরে "Sonali e-Wallet" লিখে সার্চ করুন।https://play.google.com/store/apps/details?id=bd.com.sonalibank.sw

BDFOREX TRADER
2021-04-22, 11:00 AM
14195
সোনালী ই-ওয়ালেট ব্যবহার করে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের গ্রাহকরা ব্যাংক হিসাব থেকে বিকাশে টাকা আনতে পারবেন; বিকাশ থেকে সোনালী ব্যাংক হিসাবেও টাকা জমা দিতে পারবেন। এই সেবা পেতে প্রথমে গ্রাহকদের বিকাশ অ্যাকাউন্ট ও সোনালী ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে লিংক স্থাপন করতে হবে। লিংক স্থাপনের ক্ষেত্রে উভয় অ্যাকাউন্টের তথ্য একই হতে হবে। লিংক স্থাপন হয়ে গেলে বিকাশ অ্যাপের ‘অ্যাড মানি’ এর মাধ্যমে সোনালী ব্যাংক অ্যাকাউন্ট থেকে সহজেই বিকাশ অ্যাকাউন্টে টাকা আনা যাবে। আবার ব্যাংকে না গিয়ে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা দেওয়াসহ ডিপিএস, ঋণের কিস্তি ইত্যাদি নানাবিধ সেবা বিকাশ অ্যাপের ‘ট্রান্সফার মানি’ এর মাধ্যমে গ্রাহকরা নিতে পারবেন।