View Full Version : নিম্ন মানের বোনাস দিলে কি আপনার ফোরামে কাজ করার উৎসাহ কি কমে যায়?
Starship
2021-04-21, 06:12 PM
ফরেক্স ফোরামের যদি আপনার পোষ্টের মানের বা কোয়ালিটির উপর ভিত্তি করে যদি পর্যাপ্ত পারিশ্রমিক বা বোনাস না পান সে ক্ষেত্রে ফোরামে কাজ করা বা পোস্ট করার মন মানসিকতা স্বাভাবিক ভাবেই অনেকটাই কমে যায়। বিষয়টি হলো বিগত তিনমাস লাইক এর জন্য বোনাস না দেওয়া। তবে এই সময় আমাদের ফরেক্স ফোরাম এ লেগে থাকা উচিত যদিও সমস্যাটি সামরিক আশা করি খুব শীঘ্রই তার সমাধান হবে।
rakib.r
2021-04-21, 07:52 PM
আমি ফরেক্স ফোরামে শুরুর দিকে খুব বেশি এক্টিভ ছিলাম , কারন তখন বোনাস টা সঠিক ভাবে দেয়া হতো। কিন্তু আস্তে আস্তে এই বোনাসের ব্যাপার টা কেমন জানি হিয়ে যেতে লাগলো আর আমার ও ফোরামে পোষ্ট করতে খুব একটা আর ইচ্ছা করে না। কারন যত ভালো ভাবেই পোষ্ট করি না কেনো সেই হিসেবে বোনাস টা পাই না। যদিও ফোরাম আমার প্রতি বাধ্য না তবুও একজন ফোরাম সদস্য হিসেবে আমার নিজের ও একটা আশা বা চাওয়া পাও্যা থেকে যায় যা ইদানিং আমার পুরন হয় না তাই ফোরামে আসার ইচ্ছা টাও কমে যাচ্ছে দিন দিন
ফোরামের কাজ করার পর* মাস শেষে যখন বোনাস পাই তখন খুব উচ্ছাসিত হয়ে যায়। কাজ করার স্পিড এবং সেই সাথে সকলের সাথে কথোপকথন বলতে ও পড়তে অনেক ভালো লাগে চেষ্টা করি দিনের কিছুটা সময় ফোরামে ব্যয় করার জন্য কিন্তু বিগত কিছু মাস যাবৎ বোনাস নিয়ে মে সমস্যা হচ্ছে তা অনেকটা আগ্রহকে ফিকে করে দিচ্ছে। আশা করি সমস্যাটি সাময়িক মাননীয় মডারেটররা গুরুত্ব সহকারে দেখবে।
md mehedi hasan
2021-04-22, 06:25 AM
আসলে আপনি ঠিক বলেছেন।আমাদের পোস্ট অনুযায়ী যদি বোনাস না পাই তাহলে ফোরাম ও ফরেক্স মার্কেট এর প্রতি অগ্রহ কমে যায়।আর প্রতি মাসে ঠিক সময়ে বোনাস যদি না পাই তাহলে সমস্যা এর অন্ত থাকে না।আমরা সাধারণত বোনাস নিয়ে কয়েক সপ্তাহ এর মধ্যে একাউন্ট জিরো করি।আর যদি ফরের মাসের বোনাস যদি সঠিক সময়ে না পাই তাহলে এক মাস এর বেশি ফরেক্স করতে পারিনা এটা আমাদের জন্য অনেক কষ্ট কর।
habibi
2021-04-22, 03:32 PM
আমার জানা মতে বোনাস কম আসার কারন হল পোস্টগুলো মানসম্মত নয়। সেই পোস্টগুলোর জন্য বোনাস দেওয়া হয় যেগুলো isca এর মান দ্বারা বোনাসযোগ্য পোস্ট হিসাবে গন্য হয়। আগে এই ফোরামে একদিনে ৩০-৩৫ টি পোস্ট করা যেত। এটি এখন কমিয়ে ৫-১০ করা হয়েছে এবং একটি পোস্টের জন্য ৫০ ডলার পর্যন্ত দেওয়া হচ্ছে এর কারণ কি? এর কারণ হল ফোরাম অ্যাডমিনিস্ট্রেট চাই যাতে ফোরাম মেম্বাররা খুবই শিক্ষণীয়, তথ্যবহুল, আকর্ষণীয়, এবং মান সম্পন্ন পোস্টের জন্য মনোনিবেশ করতে পারে । কিন্তু আমরা এখনো সেই নিম্মমানের পোস্ট নিয়ে পড়ে আছি। আমরা এখনো মনে করি যে বেশি পোস্ট করলে বেশী বোনাস পাব। আমাদের বেশীর ভাগ পোস্ট এর কোন শিক্ষণীয় বা গুরুত্বপূর্ণ কোন কিছু নেই। আর যেগুলো পোস্টগুলো করছি তার বেশিরভাগই অপ্রয়োজনীয়। কেউ কোন আনাল্যসিস দেই না। কোন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে না, শুধুমাত্র ২/৩ লাইন এর কিছু একটা লিখে চলে আসি। আমি আপনাদের আবার স্মরণ করিয়ে দেই যে ফোরাম এর পোস্ট গুলো এখন isca এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে এর গুনগত মান হিসাব করা হয়। তার মানে এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা এর গুনগত মান হিসাব করা হয়। এই সিস্টেমে পোস্টগুলো খুবই শিক্ষণীয় তথ্যবহুল, আকর্ষণীয়, এবং মান সম্পন্ন হতে হবে।
আপনারা বলেন যে এই মাসে কে কতগুলো শিক্ষণীয়, তথ্যবহুল, আকর্ষণীয়, এবং মান সম্পন্ন পোস্ট করেছেন যা নতুনদের এবং অন্যদের কাজে এসেছে। তাই আমি সবাইকে বলব যে আমরা ভাই ভালভাবে এবং উপকারী কিছু পোস্ট করি যাতে আমাদের পোস্টগুলি পোস্ট পরে আমরা বা নতুনরা কিছু শিখতে পারে বা কাজে লাগাতে পারে।
তবে আমি এই মাসে যা বোনাস পেয়েছি তা নিয়ে কোন অভিযোগ নেই। কারণ আমি মনে করি আমার লেখার মান অনুযায়ী আমি বোনাস পেয়েছি। আর হ্যাঁ আমিও এই মানে লাইকের জন্য বোনাস পাই নি।
Mas26
2021-04-22, 06:15 PM
আসলে ফরেক্স মার্কেটে যখন আমরা কাজ করি এবং কাজের মাধ্যমে যে আমরা বোনাসটা পায় সে বোনাসটা যদি একটু কম হয় তাহলে আমরা কি কারণে কম হলো সেটা নিয়ে চিনতা করি। কিন্তু যখন আমরা জানি যে আমরা নির্দিষ্ট পরিমাণে এই বোনাস পেয়েছি কিন্তু তার থেকে আমাদেরকে বোনাস কম দেয়া হয়েছে তখন একটু খারাপ লাগে।তবে আমি এই মাসে যা বোনাস পেয়েছি তা নিয়ে কোন অভিযোগ নেই। কারণ আমি মনে করি আমার লেখার মান অনুযায়ী আমি বোনাস পেয়েছি। আর হ্যাঁ আমিও এই মানে লাইকের জন্য বোনাস পাই নি।
ফরেক্স ফোরামের যদি আপনার পোষ্টের মানের বা কোয়ালিটির উপর ভিত্তি করে যদি পর্যাপ্ত পারিশ্রমিক বা বোনাস না পান সে ক্ষেত্রে ফোরামে কাজ করা বা পোস্ট করার মন মানসিকতা স্বাভাবিক ভাবেই অনেকটাই কমে যায়। বিষয়টি হলো বিগত তিনমাস লাইক এর জন্য বোনাস না দেওয়া। তবে এই সময় আমাদের ফরেক্স ফোরাম এ লেগে থাকা উচিত যদিও সমস্যাটি সামরিক আশা করি খুব শীঘ্রই তার সমাধান হবে।
এটা ঠিক যে সারা মাস কাজ করার পর আবার পরের মাসের ২০ দিন পর আমরা যখন কাঙ্ক্ষিত বোনাস না পাব তখন একটু মন খারাপ হতেই পারে এটাই স্বাভাবিক । কিন্তু তাই বলে হতাশ হয়ে না কাজ করার চেয়ে কাজ করা ভাল । আর এই ফোরাম থেকেই আমরা গত বছর যে বোনাস পেয়েছি তা নিঃসন্দেহে অনেক বেশি বোনাস দিয়েছিল এটা সবাই স্বীকার করবেন । তাই হতাশ না হয়ে ধৈর্য ধরুন , মোডারেটর এর সাথে বিষয়টি সম্পর্কে জানান আর ফোরামের উপর আস্থা রাখুন । নিশ্চয় তারা একটি সমাধান করবেন ।
samun
2021-04-24, 10:45 AM
Forex-forum মূলত নতুন ট্রেডারদের জন্য একটি শেখার সহজ মাধ্যম এখানে সম্পর্কিত অনেক ধরনের তথ্য পাওয়া যায় এবং খুব সহজে সকল সমস্যার সমাধান করা সম্ভব কারণ প্রত্যেকটি গ্রামে তাঁর ব্যক্তিগত জ্ঞান এবং তথ্য শেয়ার করে থাকে এমনকি ফোরামে পোষ্ট করে বোনাস অর্জন করে সেই বোনাস যারা অনেকেই স্বাবলম্বী হয়ে থাকে কিন্তু বেশ অনেকদিন যাবত ফোরামে বেশ কিছু অনিয়ম এবং ঝামেলা হচ্ছে সময়মতো বোনাস না দেওয়া এবং তুলনামূলক বোনাস এর পরিমান কমিয়ে দেওয়া এতে করে ফোরামে কাজ করার জন্য অনেক ট্রেডার গান বেশ নারাজ যা পরবর্তীতে কোন ট্রেডার ফোরামে কাজ করতে আগ্রহ প্রকাশ করবে না ।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.