md mehedi hasan
2021-04-23, 06:07 AM
আমি মনে করি ফরেক্স বাংলা ফোরাম থেকে বোনাস নিয়ে ট্রেড করে অনেক ট্রেডার নিয়মিত প্রফিট করছে।তাদের ট্রেডিং দক্ষতা অনেক উন্নতি করেছে।আমি এই সকল দক্ষ ট্রেডার ও ফোরাম এর অন্য সকল ট্রেডার ভাই ও বোন দের বলবো।আপনার যখন লাইভ ট্রেড সেটাপ দেন সে গুলো আমাদের সাথে শেয়ার করেন।তাহলে আমাদের মত লুজাররা পায়ের নিচে মাটি খুজে পাবো।এতে করে আমাদের মত ট্রেডারদের অনেক উপকার হবে।আমরা ট্রেডাররা নিজের মনের মধ্যে সংকীর্ণতা নিয়ে আছি।আমি তো লুজার আমি যদি আমার ট্রেড সেটাপ সবার সাথে শেয়ার করি তাহলে অনেক সমালোচনা হবে।কারন আমার সব ট্রেড প্রায় লস।এটা একটা আপনার মনে ভুল ধারণা।মনে রাখবেন আপনার পোস্টে যত সমালোচনা হবে আপনি তত শিখতে পারবে।