PDA

View Full Version : ২০২২ হোন্ডা ভেজেল!!!



Tofazzal Mia
2021-04-26, 05:44 PM
14218
জাপানে আজকে থেকে বিক্রি শুরু হলো নতুন ২০২২ মডেলের হোন্ডা ভেজেল। হোন্ডা জাপানের ওয়েবসাইটে আর নেই আগের ভেজেল, আজকে থেকে ওয়েবসাইটে দেখাচ্ছে নতুন ভেজেল। ৪টি ট্রিমে অ্যাভাইলেবল গাড়িটি। লোয়েস্ট ট্রিম "জি"-তেই শুধু নন-হাইব্রিড পাওয়া যাচ্ছে, বাকি ৩টা ট্রিম "এক্স", " জেড" এবং "প্লে"-তে ব্যাবহার হয়েছে হাইব্রিড পাওয়ারট্রেইন। আগের মতোই ইঞ্জিনের সাইজ ১৫০০ সিসি। নন-হাইব্রিডের শক্তি ১১৮ হর্সপাওয়ার এবং হাইব্রিডের শক্তি ১৩০ হর্সপাওয়ার যা আগের হাইব্রিডের চেয়ে ২০ হর্সপাওয়ার কম কিন্তু তেল বাচাঁয় বেশি! হাইব্রিড ভ্যারিয়েন্টে এবার আর থাকছে না সেই কুখ্যাত ডিসিটি গিয়ারবক্স, টয়োটার মতোই এবার থাকছে ই-সিভিটি, এবং হোন্ডা এই মূহুর্তে দুনিয়ার সবচেয়ে রিলায়েবল সিভিটি বানাচ্ছে তাই এটা একটা বড় প্লাস-পয়েন্ট। সাইজে গাড়িটি বড় হয়েছে অনেকটা, ভেজেল এখন হয়েছে একটি ফুল-সাইজড সি-সেগমেন্ট ক্রসওভার এসইউভি, এবং ফাইট দিবে মিতসুবিশি এক্লিপ্স ক্রস ও মাজদা সিএক্স-৩০ এর সাথে। জাপান বাদে অন্য এশিয়ান মার্কেটে গাড়িটি এইচআরভি নামে ফাইট করবে টয়োটা করোলা ক্রসের সাথে। এবারের সবচেয়ে বড় আকর্ষণ হলো ফুল-সাইজড প্যানোরামিক সানরুফ এবং রেয়ার এসি ভেন্ট। সাথে আরও থাকবে ওয়্যারলেস চার্জিং ডক যা দিয়ে ফোন দ্রুত চার্জ করা যাবে তার ছাড়াই। প্লে ট্রিমে গাড়ির পেইন্ট ও ইন্টেরিওর থাকে ডুয়েল-টোন পেইন্টে।