View Full Version : রিস্ক ম্যানেজমেন্ট
EmonFX
2021-04-27, 05:00 AM
আপনি যদি ফরেক্সে ভালো করতে চান তবে আপনি অবশ্যই নিজের মাইন্ড সেটআপ কে গুরুত্ব দিন। ফরেক্সে আমি আমার সামান্য অভিজ্ঞতার আলোকে বলতে পারি, আপনি রিস্ক ম্যানেজমেন্ট প্রপার না শিখলে ফরেক্সে ভালো করাতো দূরে, টিকে থাকতেই পারবেন না। সামান্য ধারণা দিতে পারি তা হলো, আপনি কতো প্রফিট কামনা করেন আর কতো লস নিতে রাজি আছেন।
আপনার যা ফান্ড আছে তার কতো % আপনি রিস্ক নিতে পারবেন, আবার মূলধনের কতো % প্রফিট আশা করেন।
এই সামান্য সেট আপ টা করে যদি ট্রেড করেন তবে আপনার অন্তত দ্রুত ফান্ড চলে যাবে না ইনশাআল্লাহ।
md mehedi hasan
2021-04-27, 05:20 AM
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই রিক্স মেনেজমেন্ট করে প্রতিটি ট্রেড করতে হবে।রিক্স মেনেজমেন্ট হল আপনি প্রতিটি ট্রেডে কত ডলার রিক্স নিবেন তা আপনার একাউন্ট এর উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া।ধরুন আপনার একাউন্ট এ একশ ডলার আছে।এই একশ ডলার এর একাউন্ট থেকে প্রতিটি ট্রেড লস কত সেটা আপনার উপর নির্ভর করে।সবচাইতে ভালো হবে প্রতিটি ট্রেড এ দুই পারসেন্ট রিক্স নেওয়া।
habibi
2021-04-27, 02:05 PM
আমরা যদি রিস্ক ম্যানেজম্যান্ট স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড করি তাহলে আমাদের অ্যাকাউন্ট শূন্য হওয়ার সম্ভাবনা কমে আসবে।রিস্ক ম্যানেজম্যান্ট হল এমন একটি জিনিস যার মাধ্যমে আমরা লসের পরিমান কমিয়ে আনতে পারি। আপনি রিস্ক ম্যানেজম্যান্ট স্ট্র্যাটেজি জন্য আপনাকে স্থির করতে হবে যে আপনি কি একটি ট্রেডে কোন প্রফিট/লস রেশিও সেট করতে পারেন। আমি সাধারণত ১:২ রিস্ক রেশিও অনুসরণ করি অর্থাৎ আমি ৫০ পিপ্স টেক প্রফিটের বিপরীতে ২৫ পিপ্স স্টপ লস সেট করে থাকি। ধরুন আপনার অ্যাকাউন্টে বর্তমানে ৫০ ডলার আছে আপনি যদি eur/sud পেয়ারে একটি ১লটে বাই ট্রেড ওপেন করেন করেন তাহলে আপনি ৫০ পিপ্স উপরে টেক প্রফিট সেট করেন আর যদি ২৫ পিপ্স নিচে স্টপলস সেট করেন সেক্ষেত্রে আপনার উক্ত ট্রেডটি স্টপলস হিট করলেও আপনার লস হবে ২৫ ডলার। আর যদি টেক প্রফিট হিট করে আপনি প্রফিট করবেন ৫০ ডলার। এখনে আপনার অ্যাকাউন্ট জিরো হওয়ার কোন সম্ভাবনা নেই। এছাড়াও আমারা হেজিং করেও লসের পরিমান কমিয়ে আনতে পারি।
memes
2021-04-27, 05:16 PM
রিস্ক ম্যানেজমেন্ট বা মানি ম্যানেজমেন্ট প্রায় একই কথা । ফরে্ক্স ট্রেডিং এ মানি ম্যানেজমেন্ট একটি বিবেচ্য বিষয় । প্রতিটা নতুন ট্রেড ওপেন করার আঘে মানি ম্যানেজমন্ট করে নিতে হয় আপনি এই ট্রেডটিতে কতটা লস নিতে পারবেন । আপনি যদি মানি ম্যানেজমেন্ট না করে ট্রেড ওপেন করেন তাহলে আপনার দেউওয়ালিয়া হওয়ার ঝুকি থাকে । মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করলে আপনার দেউওয়ালিয়া হওয়ার রিস্ক থাকে না তাই এটাকে রিস্ক ম্যানেজমেন্টও বলে ।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.