PDA

View Full Version : হুমকির মুখে ফক্সওয়াগনের গাড়ি উৎপাদন!



SaifulRahman
2021-04-27, 12:02 PM
চিপ সংকটের কারণে গাড়ি উৎপাদন হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছে জার্মান গাড়ি নির্মাতা সংস্থা ফক্সওয়াগন। বিশ্বব্যাপী চিপ সংকটের কারণে প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে উৎপাদনে বড় ধরনের আঘাতের আভাস দেয়া হয়েছে। ফক্সওয়াগনের স্পেন শাখার সভাপতি ওয়েন গ্রিফিটস বলেন, আমরা সংস্থা ও সরবরাহকারীদের সঙ্গে কথা বলছি। প্রথম প্রান্তিকের চেয়ে দ্বিতীয় প্রান্তিকে আরো বড় হুমকির মুখে পড়তে যাচ্ছি। এজন্য আমরা এ মুহূর্তে বড় চ্যালেঞ্জের মুখোমুখি।তিনি বলেন, বার্সেলোনার বাইরে স্পেনের মারটোরেল কারখানায় উৎপাদন বন্ধের মুখে রয়েছে। সরবরাহকারীদের থেকে চিপের চালান পাওয়ার পর প্রতিষ্ঠান সিদ্ধান্ত নেবে কোন গাড়ি উৎপাদনে যাবে।
http://forex-bangla.com/customavatars/399327221.jpg
ফক্সওয়াগনের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা আশা করি আগামী মাসে চিপ সরবরাহ স্বাভাবিক থাকবে। তবে পুরো বছর চিপ সরবরাহ ঠিক থাকবে বলে মনে হয় না। চিপের অভাবে এক লাখ গাড়ি উৎপাদন বন্ধ রয়েছে। ফক্সওয়াগনের প্রধান নির্বাহী কর্মকর্তা হার্বার্ট ডায়েস গত মাসে বলেছিলেন, ২০২১ সালের সংকট কমানোর কোনো পথ দেখছি না। ফক্সওয়াগন এক ই-মেইল বার্তায় বলেছে, টেক্সাসের তীব্র ঠাণ্ডার ঘটনা পরিস্থিতি আরো জটিল করে তুলেছে। সেখানকার বড় বড় চিপ নির্মাতা উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। সে কারণে আগামীতে গাড়ি উৎপাদনে জটিলতা এড়ানো যাচ্ছে না।