PDA

View Full Version : করোনা সংকটে ভারতকে ১৩৫ কোটি রুপি অনুদান গুগলের



kohit
2021-04-27, 02:32 PM
করোনা সংকটে অক্সিজেন ও পরীক্ষার সরঞ্জামসহ জরুরি চিকিৎসা সামগ্রী সরবরাহের জন্য ভারতকে ১৩৫ কোটি রুপি দিচ্ছে গুগল। ভারতে নিযুক্ত গুগলের প্রতিনিধি সঞ্জয় গুপ্তা জানিয়েছেন, করোনায় যেসব পরিবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত তাদের প্রতিদিনের খরচ চালানোর জন্য যাতে নগদ অর্থ দেয়া যায়, সেজন্য ভারতকে এক দফায় সাহায্য করা হবে। দ্বিতীয় দফায় সাহায্যের অর্থ যাবে ইউনিসেফের কাছে। সে টাকা জরুরি ভিত্তিতে অক্সিজেন এবং করোনা পরীক্ষার সামগ্রীসহ চিকিৎসার অন্য সামগ্রী কেনার জন্য ব্যবহার করা হবে। খবর ইন্ডিয়া টুডে।

ভারতের যেখানে এর প্রয়োজন বেশি, সেখানে এ অর্থ ব্যয় করা হবে। শুধু কোম্পানিই নয় গুগলে কর্মরত অনেকে এ তহবিলে সহায়তা করেছে। গুগলার হিসাবে পরিচিত কোম্পানিটির প্রায় ৯০০ কর্মচারী ৩ কোটি ৭০ লাখ রুপি দান করেছে।

বণিক বার্তা