PDA

View Full Version : যে দোষে একজন ভালো ট্রেডারের পতন হয়।



EmonFX
2021-04-27, 02:58 PM
ফরেক্স মার্কেট থেকে একজন ভালো ট্রেডারের পতন হওয়ার মূলে রয়েছে অতিরিক্ত লোভ। লোভ নিয়ন্ত্রণ করতে না পারলে পতন সুনিশ্চিত। ফরেক্স মার্কেটে লোভ করা ভালো নয়। কথায় আছে, “লোভে পাপ, পাপে মৃত্যু”। আজ পর্যন্ত ফরেক্স মার্কেট থেকে যতো ট্রেডার ঝড়ে গেছে তার মুল কারন হলো লোভ। একজন ভালো ট্রেডারের পতনের মূল কারন হলো লোভ। লোভ সামলাতে না পারলে ফরেক্সে আপনি বেশি দিন টিকতে পারবেন না। একজন অভিজ্ঞ ট্রেডারও অনেক সময় লোভে পড়ে ঝুকি নিয়ে ট্রেড করে বসেন, ফলে তিনি লসের সম্মুক্ষীন হন। দেখা যায় সপ্তাহের ৪ দিনই ভালো ট্রেড করছেন, লোভ করে ১ দিন বড় লটে ট্রেড নিয়ে লস করে বসেন। ৪ দিনে যা আয় করেছেন এক দিনে তারচেয়ে বেশি লস করে পথে বসে যান।
আরার অনেক সময় কোন ট্রেডারকে দেখা যায় দু’চারটা ট্রেডে লস করে ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য কোন একটা বড় লট ওপেন করে বসেন। দেখা যায় সেখানেও লস করে ব্যালেন্স জিরো করে হতাশ হয়ে পড়েন। এভাবে ব্যালেন্স জিরো করে হতাশ হয়ে মার্কেট থেকে বিদায় নেয়। তাই আমাদের ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় লোভ সংবরন করে ট্রেড করা উচিত। ফরেক্সের স্লোগান হতে পারে, “ফরেক্সে লোভকে না বলি”।

memes
2021-04-27, 05:05 PM
ফরেক্স ব্যবসায় যতটা লাভ হওয়ার সুযোগ থাকে অংকের লস এর শিকার হতে পারেন । তাই ফরেক্স ট্রেডিং এ একজন ট্রেডার যে সবসময় লাভ এর মুখ দেখবেন এটা বলা যাবে না । একজন অভিজ্ঞ ট্রেডার সে ফরেক্স এ যতই দক্ষ হক না কেন সে তার ছোট একটি ভুলের এর সময় ফরেক্স এ লস এর সম্মুখীন হতে পারে । এই লস এর মূল কারন হলো তার মন মানসিকত বা সঠিক মাকেট এ্যানালাইসিস না করা । এই ভুলগুলো কারনে যে কোন সময় একজন ট্রেডার এর পতন হতে পারে ।

Mas26
2021-04-27, 07:23 PM
আমরা যারা ফরেক্স মার্কেটে ট্রেড করি তাদের ভিতর অনেকে অনেক অভিজ্ঞ ট্রেডার আছে। এবং অনেকে আমার মত অনেক কম অভিজ্ঞ ট্রেডারও আছে। আবার একেবারে নতুন ট্রেডারো আছে ফরেক্স মার্কেটে। এদের মধ্যে যারা অনেক অভিজ্ঞ তাদের লস এর পরিমাণ অনেক কম এবং তাদের অ্যাকাউন্ট জিরো হতে অনেক সময় লাগে।
আসলে অভিজ্ঞ ট্রেডাররা জে লস করবে না সেটা অবশ্যই ঠিক নয় কারণ ভুল মানুষেরই হয় আর যখন ভুল হয় তখন ফরেক্স মার্কেট কাউকেই ছাড় দেয়না আর এ সকল ক্ষেত্রে ফরেক্স মার্কেটে ছার পাওয়া যায়না।ফরেক্স মার্কেট এমনই একটা মার্কেট এখানে মার্কেট কোনদিকে মুভমেন্ট করবে কেউ সঠিকভাবে বলতে পারবে না । কিন্তু এনালাইসিস এর মাধ্যমে মানুষ ধারণার মাধ্যমে অনেক কিছু করে এবং মানি ম্যানেজমেন্ট টা ঠিক থাকলে সে ব্যাপারটা আলাদা কিন্তু সবসময় এনালাইসিস কাজে লাগে না সেক্ষেত্রে ভালো অভিজ্ঞতা জন্য ফরেক্স মার্কেটের ছাড় পায় না।

Starship
2021-04-27, 10:52 PM
ফরেক্স করতে হলে যে সকল ট্রেডার লোভ নিয়ন্ত্রণ করতে পারে না তাদের দ্বারা সফলতা সহজে আশা করা যায় না। কেননা পরিচালক নিয়ন্ত্রণ করা ব্যতীত কেউ ইতিপূর্বে সফল হতে পারেনি। অতিরিক্ত লোক পড়ে আপনি হয়তো একটা বা দুটো ট্রেড প্রফিট করতে পারবেন কিন্তু কোনো-না-কোনো ট্রেড আপনার বিপরীতে অবস্থান করবে যার ফলে আপনার ব্যালেন্স দেওয়ার সম্ভাবনা রয়েছে। আর এতে করে একজন ট্রেডারের ফরেক্স থেকে ছিটকে পড়ার সম্ভাবনা থাকে। তাই আপনি যতক্ষন পর্যন্ত অতিরিক্ত লোভ নিয়ন্ত্রণ করতে না পারবেন ততক্ষন পর্যন্ত সফল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে।