PDA

View Full Version : বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হতে পারে ৬.৮ শতাংশ



FXBD
2021-04-28, 05:19 PM
14239
এডিবিচলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ছয় দশমিক আট শতাংশ হতে পারে বলে প্রাক্কলন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।আজ বুধবার সকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আউটলুক প্রকাশিত হয়।ব্রিফিংয়ে এডিবি’র কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, তবে এই প্রবৃদ্ধি নির্ভর করবে করোনার দ্বিতীয় ঢেওয়ের উপর।তার মতে, করোনার দ্বিতীয় ঢেউয়ের চাপে এটি পাঁচ দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক আট শতাংশও হতে পারে।করোনার এই দ্বিতীয় ধাক্কা বাংলাদেশের জন্য খুবই ভয়াবহ হতে পারে। এ ব্যাপারে এখনই সতর্ক না হলে এর ফলাফল হবে মারাত্মক। বিশেষজ্ঞদের মতে,এই দ্বিতীয় ধাক্কা মোকাবিলা না করা গেলে ব্যাপক প্রাণহানির পাশাপাশি অর্থনীতিও মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে।