PDA

View Full Version : এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানীর তালিকায় ৩ জন বাংলাদেশী



FXBD
2021-04-28, 05:20 PM
14240
এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানীর তালিকায় ৩ জন বাংলাদেশী গবেষকের নাম প্রকাশিত হয়েছে 'এশিয়ান সায়েন্টিস্ট' নামক একটি ইংরেজি ভাষার বিজ্ঞান ও প্রযুক্তি-ভিত্তিক ম্যাগাজিনে।তালিক ভুক্ত ৩ জন বিজ্ঞানীর ১ম জন হলেন, মডেল লাইভস্টক অ্যাডভান্সমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডক্টর সালমা সুলতানা, যিনি ইতোপূর্বেও তার ফিল্ড রিসার্চ ও ভেটেরনারি গবেষণার জন্য প্রশংসিত হয়েছেন। ২য় জন হলেন ডক্টর ফেরদৌসী ক্বাদরী, যিনি আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (ICDDR,B) এর এমারেটাস অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ২০২০ সালে L’Oréal-Unesco For Women in Science Award অর্জন করেন এবং ৩য় জন বুয়েটের ইলেকট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক, সামিয়া সাবরিনা।বিজ্ঞানপ রিয় পরিবারের পক্ষ থেকে তাদের সবার জন্য শ্রদ্ধা এবং শুভকামনা। এভাবেই এগিয়ে যাক বাংলাদেশের মাটি-জল খেয়ে গড়ে ওঠা বিজ্ঞানীরা।