View Full Version : পর্যাপ্ত ধৈর্য ও অনুশীলন = সাফল্য
Starship
2021-04-28, 11:57 PM
পর্যাপ্ত অনুশীলন এবং ধৈর্যের মাধ্যমে ফরেক্সে সাফল্য অর্জন করা সম্ভব। তবে ফরেক্সে সাফল্য পেতে হলে এর কোন বিকল্প নেই। বেসিক লেভেলে ধৈর্য এবং অনুশীলন থাকলে হবেনা আপনার অ্যাডভান্স লেভেলের থাকতে হবে তাহলে আপনি একসময় সফল ট্রেডার হতে পারবেন।
EmonFX
2021-04-29, 10:07 AM
ফরেক্স মার্কেটে পরিশ্রম, অনুশীলন ও দক্ষতা এসব মিলেই সফলতা। ফরেক্স সফলতার যেমন দরকার কঠোর পরিশ্রম করার মানসিকতা তেমনি দরকার ফরেক্স ট্রেডিং সম্পর্কে পরিপূর্ণ দক্ষতা। আর সেই দক্ষতা অর্জন করার জন্য পর্যাপ্ত অনুশীলন করতে হবে। এর কোনোটি বাদ দিয়ে ফরেক্স ট্রেডিংএ সফলতা অর্জন করা সম্ভব নয়। ভালো কিছু অর্জন করার জন্য অবশ্যই তার জন্য চাই কঠোর পরিশ্রম। মার্কেটে বেশি বেশি সময় দিয়ে মার্কেট এনালাইসিস করে মার্কেটের মুভমেন্ট বুঝে ট্রেডিং করতে হবে। ফরেক্স ট্রেডিং করার জন্য সবচেয়ে বেশি দরকার হয় ফরেক্স দক্ষতা। মূলধনের থেকেও বেশি দরকার ফরেক্স দক্ষতা। আপনার যত বড় মূলধনই থাকুক না কেন আপনার যদি ভালো দক্ষতা এবং অভিজ্ঞতা না থাকে তাহলে ব্যালেন্স নিমিষেই জিরো হয়ে যেতে পারে। তাই আমাদের ফরেক সফলতার জন্য কঠোর পরিশ্রমের মাধ্যমে ফরেক্স ট্রেডিং সম্পর্কে দক্ষতা অর্জন করার পরে ফরেক্স বিজনেস শুরু করতে হবে। নিজে ট্রেডিং সম্পর্কিত স্ট্রাটেজি ডেভলপ করে সেটা ডেমো প্লাটফর্মে অনুশীলন করে তার গ্রহণযোগ্যতা যাচাই করে তার পরেই কেবল রিয়েল মার্কেটে প্রয়োগ করা যেতে পারে। তা না হলে ফরেক্স মার্কেটে টিকে থাকা এবং সফলতা অর্জন করা সম্ভব।
samun
2021-04-29, 11:21 AM
পৃথিবীতে যে কোন কাজে যদি সফলতা অর্জন করতে হয় তাহলে অবশ্যই একজন ব্যক্তিকে ধৈর্যশীল হতে হবে এবং পাশাপাশি সেই কাজের জন্য যথোপযুক্ত অনুশীলন করতে হবে ফরেক্স এমন একটি মার্কেট যেখানে প্রতিনিয়ত হাজারো ট্রেডার জন্ম নেয় কিন্তু টিকে থাকে খুবই কম সংখ্যক এর প্রধান কারণ হলো ও দক্ষতা এবং ধৈর্যহীন হয়ে পড়া আমি মনে করি যদি ফরেক্সে কেউ নিজের প্লাটফর্ম তৈরি করতে চায় এবং ফরেক্স থেকে আশানুরূপ ভালো ফলাফল অর্জন করতে চায় অর্থাৎ সফল হতে চায় অবশ্যই তাকে ধৈর্যশীল হতে হবে এবং ফরেক্সে প্রচুর পরিমাণে অনুশীলন করতে হবে
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.