PDA

View Full Version : অ্যাকিউরা কার> হোন্ডার লাক্সারি ডিভিশন



BDFOREX TRADER
2021-04-29, 01:28 PM
14245
টয়োটার যেমন লেক্সাস, নিসানের যেমন ইনফিনিটি, তেমনই হোন্ডার লাক্সারি সাব-ব্র*্যান্ড হচ্ছে অ্যাকিউরা। জাপানের সর্বপ্রথম লাক্সারি ব্র*্যান্ড হচ্ছে অ্যাকিউরা, যেটা ৩৫ বছর আগে প্রতিষ্ঠিত করেছিলেন হোন্ডার প্রতিষ্ঠাতা সোইচিরো হোন্ডা। আমাদের মতে এই মূহুর্তে জাপানী ব্র*্যান্ডগুলোর মধ্যে ডিজাইন-যুদ্ধে যোজন যোজন দুরত্বে এগিয়ে আছে অ্যাকিউরা। আমেরিকা, কানাডা, মেক্সিকো, রাশিয়া, চীন এবং কুয়েতে অ্যাকিউরা-এর গাড়ি বিক্রি হয়, অর্থাৎ সব বামদিকে স্টিয়ারিং থাকা দেশগুলোতে৷ জাপানে অ্যাকিউরা-এর লঞ্চ হওয়ার কথা ছিলো। কিন্তু ২০০৭-২০০৮ সালের অর্থনৈতিক মন্দার কারণে এই ব্র*্যান্ডটি জাপানে আর চালু করতে পারেনি হোন্ডা। যদি করতো, আমাদের মনে হয় যে লেক্সাস বাংলাদেশে এতো জায়গা করতে পারতো না।বাংলাদেশে কি অ্যাকিউরা-এর কোনো গাড়ি কেনা যাবে? হ্যাঁ, আমেরিকা থেকে সরাসরি ইম্পোর্ট করে আনা যাবে সম্পূর্ণভাবে বৈধভাবে। কিন্তু, কেনা যাবে শুধু ব্র*্যান্ড নিউ হিসেবে, এবং আপনাকে অথবা আপনার ড্রাইভারকে বাংলাদেশের রাস্তায় বামদিকের স্টিয়ারিং চালানো শিখতে হবে আগে। বাংলাদেশে কিন্তু অলরেডি বামদিকে স্টিয়ারিং-ওয়ালা গাড়ি আছে, তাই একটু প্র*্যাক্টিস করলেই হয়ে যাবে। কিন্তু বড় সমস্যা হচ্ছে দামটা, কারণ ব্র*্যান্ড নিউ কেনা ছাড়া উপায় নেই (জাপান ছাড়া অন্য কোনো দেশ থেকে ইউজড গাড়ি আনা বাংলাদেশের আইনে নিষিদ্ধ)।