View Full Version : ফরেক্স নিয়ে আপনার চিন্তা।
অনেকে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে ফরেক্স মার্কেট আসে আমার ও আছে তেমনি আপনাদের ও পরিকল্পনা আছে। এখানে এনালাইসিস এর বিকল্প আর কিছু নেই তেমনি পরিকল্পনা ছাড়া ছন্ন ছাড়া ট্রেড করলে একাউন্ট টিকিয়ে রাখা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে।
EmonFX
2021-05-01, 10:12 AM
প্রতিটি কাজে সফলতা বা সুনির্দিষ্ট লক্ষ অর্জন করার জন্য একটা কর্মপরিকল্পনা থাকা দরকার। আর এনালাইসিস হল সেই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ পার্ট। আপনি কি করতে চান, কি হতে চান সেটা আগে নির্ধারন করুন। আপনি কি হতে চান সেটা আপনার কর্মপরিকল্পনাকে ঘিরেই আবর্তিত হবে। তেমনি ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা অত্যন্ত জরুরী। আমরা ছোট বেলায় পরিক্ষার খাতায় জীবনের লক্ষ্য সম্পর্কে অনেক বার রচনা লিখেছি। অনুরুপ ভাবে ফরেক্স থেকেও আমরা কি পেতে চাই সেটার একটা লক্ষ্য নির্ধারন করতে পারি। এই মাসে, এই সপ্তাহ, কিংবা আজকের দিনে- আমি কি পরিমান প্রফিট করতে চাই, কতোটা দক্ষ হতে চাই, আমার কোন কোন ভুলগুলো সংশোধন করতে চাই- যার জন্য বার বার লস করি, আরো কতোটা এনালাইসিস ও স্টাডি করতে চাই, কি পরিমান ট্রেড করতে চাই, কতোটা প্রফিট করতে চাই তার একটা তালিকা করা যেতে পারে। আপনি একটি ডায়েরি ব্যবহার করতে পারেন অথবা কম্পিউটার বা মোবাইল ফোনও ব্যবহার করতে পারেন। মাধ্যমটা যাই হোক না কেনো, এমন একটা জিনিস ব্যবহার করতে হবে যেটা আপনার কাছে সবচেয়ে বেশি সুবিধাজনক। সবচেয়ে গুরুত্বপূর্ন যে কাজ গুলো করতে হবে সেগুলো লিখে রাখুন এবং সেই অনুজায়ী কর্মপরিকল্পনা সাজান। তাহলেই আপনার কাঙ্খিত লক্ষ্য অর্জন সহজ হবে।
alamsat
2021-05-01, 03:02 PM
ফরেক্স নিয়ে এ্যানালিসিস করা অনেক কষ্টের ব্যাপার কারন মার্কেট এর চার্ট এর দিকে যখন আপনি তাকিয়ে থাকবেন তখন ট্রেড নেওয়ার জন্য বাস্ত হয়ে পড়বেন কোন মতে এ্যানালিসিস এর দিকে তাকানোর সময় থাকবে না। তাই যারা অভিজ্ঞ ট্রেডার তারা সারাদিন চার্টের দিকে তাকিয়ে থাকে না। এ্যানালিসিস করে বসে থাকে আর সুযোগ বুঝে ট্রেড করে থাকে। এ ক্ষেত্রে আমাদের যেহেতু অভিজ্ঞতা অনেক কম তাই আমরা কিছু না করতে পারলেও একটি কাজ করে পারি সেটা হল কম লটে ট্রেড করা। অতি লোভে কখনও বেশি লট ব্যবহার করবেন না। সব সময় ০.০১ সেন্ট এর বেশি টল ব্যবহার করবেন না। তাহলে দেখবেন কখনও একাউন্ট শুন্য হবে না।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.