PDA

View Full Version : শ্রীলঙ্কার কাছে টেষ্ট সিরিজ হার বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ প্রস্তুতি



BDFOREX TRADER
2021-05-03, 06:25 PM
শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজে খোর পর একটিকে ড্র এবং অন্যটিকে ২০৯ রানে জিতে ১-০ ব্যবধানে সিরিজ ঘরে তুলেছে শ্রীলঙ্কা। মুলত টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজ আর টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য আয়নায় দলের যে প্রতিচ্ছবি ফুটে উঠেছে তাতে নেই উন্নতির ছাপ। প্রথম আসরে ৭ ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি একটি ড্র। ৯ দলের টুর্নামেন্টে একমাত্র তারাই জেতেনি কোনো ম্যাচ।
14278
২০১৯ সালে ভারতের বিপক্ষে দুই টেস্টেই ইনিংস ব্যবধানে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। মুমিনুলের নেতৃত্বের শুরুও এই সিরিজ দিয়ে। গত বছর পাকিস্তানে একমাত্র টেস্টেও ইনিংস ব্যবধানে হারে তার দল। চলতি বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে দুটি জয়ের আশায় ছিল বাংলাদেশ। হয় উল্টো ফল; জেতার মতো অবস্থানে থেকেও পেরে উঠেনি স্বাগতিকরা। খর্ব শক্তির দল নিয়েও দুই টেস্টেই জিতে যায় ক্যারিবিয়ানরা। শ্রীলঙ্কা সফর দিয়ে পয়েন্টের খাতা খোলে বাংলাদেশ। রান উৎসবের প্রথম টেস্টে ড্র থেকে পায় ২০ পয়েন্ট। পরের ম্যাচে ২০৯ রানের হার দিয়ে শেষ হলো টেস্ট চ্যাম্পিয়নশিপে দলটির হতাশার অধ্যায়। পাল্লেকেলেতে সোমবার সংবাদ সম্মেলনে মুমিনুল স্বীকার করে নিলেন, এক বিন্দুতেই দাঁড়িয়ে আছেন তারা।