PDA

View Full Version : হ্যাকারদের ৫০ লাখ ডলার দিল কলোনিয়াল পাইপলাইন!



Rassel Vuiya
2021-05-17, 06:27 PM
সাইবার আক্রমণের মুখে সাইবার ক্রিমিনাল গ্যাং ডার্কসাইডকে প্রায় ৫০ লাখ ডলার মুক্তিপণ দিয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় জ্বালানি তেল সরবরাহকারী প্রতিষ্ঠান কলোনিয়াল পাইপলাইন। গত সপ্তাহে বড় ধরনের সাইবার হামলার সম্মুখীন হয় এ প্রতিষ্ঠানটি। এরপর প্রায় পাঁচদিন প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ থাকে এবং এতে পুরো যুক্তরাষ্ট্রে জ্বালানি তেল সরবরাহে ঘাটতির সৃষ্টি হয়। সম্প্রতি জাপানের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান তোশিবা তাদের ইউরোপিয়ান অংশে একই ধরনের হামলার শিকার হয়েছে বলে জানায়।
http://forex-bangla.com/customavatars/744273415.jpg
সাইবার হামলার পর কলোনিয়াল পাইপলাইন চলতি সপ্তাহে পুনরায় তাদের স্বাভাবিক কার্যক্রম শুরুর কথা জানিয়েছিল। তবে তাদের সরবরাহ স্বাভাবিক হতে আরো কয়েকদিন সময় লাগবে বলেও প্রতিষ্ঠান সূত্রে জানানো হয়। ৫ হাজার ৫০০ মাইল বা ৮ হাজার ৯০০ কিলোমিটার দীর্ঘ এ পাইপলাইন দিনে ২৫ লাখ ব্যারেল তেল সরবরাহ করে। হামলার পর পর যুক্তরাষ্ট্রে ডিজেল, পেট্রল ও জেট ফুয়েলের সরবরাহ বিঘ্নিত হয়ে পড়ে। সেই সঙ্গে এসব জ্বালানি তেলের মূল্যও দ্রুত বেড়ে যায়। অটোমোবাইল অ্যাসোসিয়েশন অব আমেরিকার তথ্যানুযায়ী, ২০১৪ সালের অক্টোবরের পর এই প্রথম প্রতি গ্যালন জ্বালানি তেলের মূল্য ৩ দশমিক শূন্য ৮ ডলার অতিক্রম করেছে। চলতি সপ্তাহেই জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হবে বলে যুক্তরাষ্ট্রের মোটরচালকদের আশ্বস্ত করেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও দেশটির দক্ষিণ-পূর্ব অঞ্চলের অধিকাংশ রিফুয়েলিং স্টেশনের গ্যাসোলিন শেষ হয়ে গিয়েছিল। প্রতিবেদনের তথ্যানুযায়ী, কলোনিয়াল পাইপলাইন হ্যাকারদের এ মুক্তিপণ দেবে না বলে জানিয়েছিল।