PDA

View Full Version : আমেরিকান টয়োটা হল শেভ্রোলে ব্র্যান্ড



FXBD
2021-05-18, 05:52 PM
টয়োটা যেমন গণমানুষের জন্য গাড়ি বানায়, এই শেভ্রোল ব্র্যান্ডটিও তাই করে। এজন্যই আমেরিকান ব্র্যান্ডগুলোর মধ্যে এই ব্র্যান্ডটি সবচেয়ে বেশি সফল ও সবচেয়ে বেশি পরিমাণে গাড়ি বিক্রি করে থাকে। ১৯১১ সালে লুই শেভ্রোলের হাতে প্রতিষ্ঠিত হওয়া এই আমেরিকান ব্র্যান্ডটির মূলনীতি হলো “প্রত্যেক পকেট ও প্রত্যেক কাজের জন্য একটি গাড়ি”। অর্থাৎ, যেকোনো সামর্থ্যের মানুষ ও যেকোনো প্রকারের কাজের জন্য বানানো হবে তাদের গাড়ি। সত্যি বললে তাদের এই মূলনীতিকে তারা আসলেই সার্থকতা দিতে পেরেছে। এমনকি লুই শেভ্রোলে দামি স্পোর্টসকার বানাতে চেয়েছিলো, কিন্তু সহ-প্রতিষ্ঠাতা কম দামি গাড়ি বানাতে চেয়েছিলেন বলে শেভ্রোলে-এর প্রতিষ্ঠার মাত্র ৩ বছর পরেই লুই তার নামে খোলা ব্র্যান্ডটি ছেড়ে দেন, এতোটাই ডেডিকেটেড এই ব্র্যান্ডটি গণ-মানুষের জন্য গাড়ি বানাতে।
শেভ্রোলের গাড়িগুলো যেমন কমদামী, তেমনই মজবুত। কানাডার হাড়-কাঁপানো ঠান্ডার মধ্যেও যেমন এই গাড়িগুলোকে দেখবেন, আবার সৌদি আরবের চামড়া-পোড়ানো গরমেও দেখবেন এরা দিব্বি সার্ভিস দিয়ে যাচ্ছে। এই যে আমরা ক্যাডিলাক এস্কালেড আর জিএমসি ইউকন নামে পাগল, এই ২টি গাড়ি কিন্তু শেভ্রোলে টাহো ও সাবারবান গাড়িটির রি-স্টাইল্ড ভার্সন (যেমন টয়োটা ল্যান্ড ক্রুজারের রি-স্টাইল্ড লাক্সারিয়াস ভার্সন হচ্ছে লেক্সাস এলএক্স)। এই গাড়িগুলোর বিল্ড কোয়ালিটি একদম টয়োটার সমান ভালো না হলেও একেবারেই খারাপ না। একটু আগেই যে বললাম যে চরম আবহাওয়ার মধ্যেও এই গাড়িগুলো আরামসে সার্ভিস দেয়, এটা দেওয়ার জন্য অন্তত গাড়ির ইঞ্জিন যথেষ্ট রিলায়েবল হওয়া লাগবেই। যেহেতু আমেরিকা ও মিডল ইস্টের মতো দেশে এই গাড়িগুলো চলে, তাই বুঝতে হবে নিশ্চয় কিছু না কিছু গাড়িতে আছেই। মজার ব্যাপার, একটু আগে যেই শেভ্রোলে সাবারবান গাড়ির কথা বললাম, সেটি কিন্তু দুনিয়ার সর্বপ্রথম এসইউভি। অর্থাৎ, এসইউভি-এর আবিষ্কারক হচ্ছে এই শেভি। সময়মতো সার্ভিসিং করালে এই গাড়িগুলো যুগের পর যুগ সার্ভিস দিতে পারে। এমনকি দুনিয়াতে সর্বোচ্চ কিমি চলা ১০টা গাড়ির লিস্টে মার্সিডিজের সাথে ২টি শেভি সিলভারাডো পিকআপ আছে, আর বাকিসব ব্র্যান্ডের একটি করে গাড়ি আছে এই লিস্টে। ৭ ও ৯ নাম্বারে থাকা সিলভারাডো ২টি চলেছে ১৬ লাখ কিমি!!!
এবার আসুন আপনাদেরকে শেভি-এর গাড়ির মডেলগুলোর দাম বলি বাংলাদেশের সকল ট্যাক্সসহ :-
শেভ্রোলে অনিক্স -> টয়োটা প্রিমিওর সেগমেন্টে শেভ্রোলে-এর কমপ্যাক্ট সেডান অনিক্স চীনে অ্যাসেম্বল্ডটা নিয়ে আসলে দেশে দাম হয় ২৫ লাখ টাকা, যা ব্র্যান্ড নিউ হিসেবে বেশ রিজনিবল প্রাইস চীনে অ্যাসেম্বল্ড আমেরিকান গাড়ি হিসেবে। কারণ, ব্র্যান্ড নিউ টয়োটা করোলা অল্টিসের দাম ৩৮ লাখ টাকা এবং হোন্ডা সিভিকের দাম ৪১ লাখ টাকা।
শেভ্রোলে মালিবু -> মিড-সাইজড সেডান সেগমেন্টের এই গাড়িটি দৈর্ঘ্যে টয়োটা ক্রাউনের চেয়েও আধা ইঞ্চি বেশি, অর্থাৎ সুপার্ব লেগরুম গাড়িটির। আমেরিকায় বানানো এই গাড়িটি বাংলাদেশে বিক্রি করলে দাম পড়বে ৫৭ লাখ টাকার মতো। এই একই বাজেটে যদিও হোন্ডা অ্যাকর্ড আছে, কিন্তু যাদের ক্রাউনের চেয়েও বেশি স্পেস লাগবে ভিতরে, তাদের জন্য মালিবু বেশ ভালো হবে।
শেভ্রোলে ব্লেজার -> টয়োটা র*্যাভ-৪, মিতসুবিশি আউটল্যান্ডার, নিসান এক্স-ট্রেইলের একই সেগমেন্টের এই গাড়িটির বডি সাইজ একটা প্রাডোর সমান, শুধু গ্রাউন্ড ক্লিয়ারেন্স আগে যেগুলো বললাম সেগুলোর মতো। চীনে অ্যাসেম্বল্ড এই গাড়িটি বাংলাদেশে আনলে দাম পড়বে ৯৫ লাখ টাকার মতো।
14348