PDA

View Full Version : ক্রিপ্টো লেনদেনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চীনের!



DhakaFX
2021-05-20, 10:06 AM
আর্থিক ও লেনদেন প্রতিষ্ঠানকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত লেনদেন সেবা দেয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে চীন। বিনিয়োগকারীদেরও ধারণার ওপর নির্ভর করে ক্রিপ্টো বাণিজ্য করার ব্যাপারে সতর্ক করেছে দেশটি। নিষেধাজ্ঞার অধীনে ব্যাংক ও অনলাইন লেনদেন সেবাদাতাসহ এ ধরনের প্রতিষ্ঠানকে গ্রাহকদের ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত সব ধরনের সেবা দিতে মানা করেছে। যেমন নিবন্ধন, বাণিজ্য, ক্লিয়ারিং ও সেটলমেন্ট। গত মঙ্গলবার তিন শিল্প কর্তৃপক্ষ এক যৌথ বিবৃতিতে এ ব্যাপারে জানিয়েছে।
http://forex-bangla.com/customavatars/1722110770.jpg
যৌথ বিবৃতি প্রদানকারী তিন শিল্প কর্তৃপক্ষ হচ্ছে ‘ন্যাশনাল ইন্টারনেট ফাইন্যান্স অ্যাসোসিয়েশন অব চায়না’, ‘চায়না ব্যাংকিং অ্যাসোসিয়েশন’ এবং ‘পেমেন্ট অ্যান্ড ক্লিয়ারিং অ্যাসোসিয়েশন অব চায়না। তারা জানায়, সম্প্রতি ক্রিপ্টোকারেন্সি মূল্যে অনেক ওপরে উঠেছে ও কমেছে এবং ক্রিপ্টোকারেন্সি ধারণা নির্ভর বাণিজ্য ফিরে এসেছে, গুরুতরভাবে মানুষের সম্পদ সুরক্ষা লঙ্ঘন করছে এবং স্বাভাবিক অর্থনীতি ও আর্থিক শৃঙ্খলাকে বিঘ্নিত করছে। চীন আগেই ক্রিপ্টোকারেন্সি বিনিময় এবং প্রাথমিক কয়েন অফারিং নিষিদ্ধ করেছে। তবে ব্যক্তি পর্যায়ে ক্রিপ্টোকারেন্সি সংগ্রহে রাখা নিষিদ্ধ করেনি। বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, কোনো প্রতিষ্ঠান ক্রিপ্টোকারেন্সি জমা রাখতে পারবে না, ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত কোনো সেবা দিতে পারবে না, এমনকি ক্রিপ্টোকারেন্সি সংশ্লিষ্ট কোনো আর্থিক পণ্যও দিতে পারবে না। বিবৃতিতে ক্রিপ্টোকারেন্সি বাণিজ্যের ঝুঁকিও উল্লেখ করা হয়েছে। এ প্রসঙ্গে লেখা হয়েছে, ভার্চুয়াল কারেন্সি ‘প্রকৃত মূল্যমান দ্বারা সমর্থিত নয়, এগুলোর দাম খুব সহজেই বিকৃত করা যায় এবং এর বাণিজ্য চুক্তি চীনা আইন দ্বারা সুরক্ষিত নয়।

Smd
2021-05-20, 03:16 PM
আমার মতে এই ধরনের উদ্যোগ একটি বানিজ্য যুদ্ধ চিন ও আমেরিকার মধ্যে চলমান বিগত কয়েক বছরের যা আমরা অনেকেই দেখতে পেয়েছি। ক্রিপটোকারেস্নি একটি ইউএস কন্ট্রোল ভার্চুয়াল মানি যা চিন ভালো ভাবে নিবে না এইটা স্বাভাবিক এবং এই ধরনের কারেন্সির ভোলাটিলিটি বোঝা অনেক কঠিন। বিগত ৬ মাসের তথ্য পর্যালোচনা করলে দেখবেন আমেরিকার কিছু নামকরা প্রতিষ্ঠান বিটকয়েন ক্রিপটোকারেন্সিত বিনিয়োগ করার ঘোষণা দেয়ার পর এটি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ ৬৪k-৬৫k তে পৌঁছায়। যা আমরা গত মাসের তুরষ্কের বিটকয়েন লেনদেন বন্ধ করার পর এটি ৪৬k নেমে যেতে দেখেছি। এখন আবার চিনের এমন পদক্ষেপ এর কারনে গতকাল এটি এই বছরের সর্বনিম্ন ২৯k চলে আসে। যা থেকে এইটা স্পষ্ট ক্রিপটোকারেন্সিত বিনিয়োগ করার পূর্বে অবশ্যই আরও সাবধানতা অবলম্বন করা উচিত।