PDA

View Full Version : আওডির কিউসেভেন বিলাসবহুল গাড়ি!



FXBD
2021-05-20, 10:29 AM
http://forex-bangla.com/customavatars/1550208210.jpg
বিলাসবহুল গাড়ির জন্য জার্মানির অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান আওডি বেশ জনপ্রিয়। স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল (এসইউভি) ক্যাটাগরিতে প্রতিষ্ঠানটি নিয়ে এসেছে নতুন মডেল কিউসেভেন। কিউ সিরিজে নতুন ডিজাইনের এসইউভি গাড়িটি গতি এবং এর প্রযুক্তিগত বৈশিষ্ট্যে অনন্য। স্বতন্ত্র বৈশিষ্ট্য দেয়ার পাশাপাশি কিউসেভেন এর পরিবর্তিত ডিজাইন গাড়িটিকে আরো শক্তিশালী করেছে। হালনাগাদ প্রযুক্তি ব্যবহার করে গাড়িটিকে দৃষ্টিনন্দন করা হয়েছে। এটি এখন আরো বড়, উন্নত এবং অসংখ্য নতুন প্রযুক্তি এবং বৈশিষ্ট্যসমৃদ্ধ।
আওডি’র ফ্ল্যাগশিপ মডেল এএইট এল এবং কিউএইট এর আদলে গাড়িটিতে নতুনত্ব আনা হয়েছে। রাজকীয় প্রশস্ততা কিউসেভেন গাড়িটিকে করেছে আরো গতিশীল, সর্বাধুনিক এবং অত্যন্ত আরামদায়ক বৈশিষ্ট্যমন্ডিত। নতুন ডিজাইনের অষ্টাভুজ আকৃতির একক ফ্রেম গ্রিল গাড়িটিকে করেছে বলিষ্ঠ। নুতন কিউসেভেন এ আছে ৩ লিটার ভিসিক্স টার্বো চার্জড ইঞ্জিন এবং মাইল্ড হাইব্রিড প্রযুক্তি। যার সর্বাধিক আউটপুট হলো ৩৪০হর্স পাওয়ার এবং ৫০০ নিউটন মিটার টর্ক। আউডি কিউসেভেন মডেলের গাড়িটিতে রয়েছে ফোর হুইল ড্রাইভ কোয়াট্রোসহ ৮ স্পিড ট্রিপটোনিক ট্রান্সমিশন।
আউডি কিউসেভেন এর বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে দুটি বড় টাচস্ক্রিন যা নিশ্চিত করে হ্যাপটিক এবং অ্যাকুয়েস্টিক ফিডব্যাক যা কিনা সম্পূর্ণ কাস্টমাইজড। সামনে এবং পেছনের মেট্রিক্স এলইডি লাইট ঝকঝকে আলো দেয় যা চলার পথের নিরাপত্তা নিশ্চিত করে। চারটি জোনে শীতাতপ নিয়ন্ত্রণ করার জন্য গাড়িটিতে রয়েছে রিয়ার টাচস্ক্রিন।
আওডি কিউসেভেনের ফিচারের মধ্যে রয়েছে স্বয়ংক্রিয় দরজা বন্ধ করার প্রযুক্তি। রয়েছে অ্যাডাপটিভ এয়ার সাসপেনশনে অফ রোড মোডসহ রয়েছে ৬টি পরিবর্তনযোগ্য রাইড মোড যার ফলে বাংলাদেশের বিভিন্ন স্থানে মসৃণভাবে চলাচল করতে পারে। কনট্যুর লাইটিং প্যাকেজ, বস থ্রিডি অ্যাডভান্সড সাউন্ড সিস্টেম, ২০ ইঞ্চি অ্যালয়, ডার্ক টিনটেড গ্লাস, প্যানারোমিক গ্লাস সানরুফ এবং কমফোর্ট কি গাড়িটিকে বিলাসবহুল সুবিধায় অনন্য করেছে।
দেশের বাজারে আওডি গাড়ির অনুমোদিত পরিবেশক প্রগ্রেস মোটরস ইমপোর্টস লিমিটেড। শর্ত সাপেক্ষে গাড়িটির মূল্য ১ কোটি ৫৮ লাখ টাকা।