PDA

View Full Version : দৈনিক ট্রেড করা থেকে বিরত থাকা উচিত



Starship
2021-05-23, 11:41 AM
আমার প্রথম লক্ষ্য হলো নিজের ব্যালেন্সকে টিকিয়ে রেখে ফরেক্স ট্রেড করে আয় করা। সেই লক্ষ্যে আমি মার্কেট এনালাইসিস করে নিশ্চিত না হওয়ার বা মুভমেন্ট নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি ট্রেড করি না। অনুমানের উপর ভিত্তি করে ট্রেড করে অযথা চিন্তা ভাবনা যুক্ত করি না।

EmonFX
2021-05-23, 12:35 PM
ফরেক্স মার্কেটে আমাদের প্রতিদিন যে ট্রেড করতে হবে এমন নয়। ভালোভাবে এনালাইসিস করে সঠিক এন্ট্রি পয়েন্ট নির্ধারণ করে ট্রেড করতে পারলে সপ্তাহে একটি ট্রেডই যথেষ্ট। সঠিক পন্থায় মার্কেট এনালাইসিস করে যদি পজিটিভ ফলাফল পাওয়া যায় তাহলেই কেবল ট্রেড করা উচিত। মার্কেট যদি আপনার অনুকূলে না থাকে তাহলে ট্রেড না করাই ভালো। একটি এন্ট্রি নিতে যদি তিন-চার দিন বা এক সপ্তাহও অপেক্ষা করতে হয় তবে তাই করা উচিত। একটি ভুল এনটিনিয়া লস করার থেকে এন্টি না নিয়ে প্রকৃত বিহীন থাকা অনেক ভালো। আপনার ব্যালেন্স টিকিয়ে রাখতে পারলে ভবিষ্যতে ট্রেড করার জন্য অনেক সুযোগ তৈরি হবে।

samun
2021-05-23, 03:24 PM
ভাই আলোচনা টা অত্যধিক সুন্দর আমিও আপনার সাথে একমত কিন্তু অনেক সময় দেখা যায় আপনার ভাগ্য বলে একটি বিষয় আমি বিশ্বাস করি তা হল বেশ কিছু কিছু সময় আমি প্রতিনিয়ত ট্রেড করে প্রতিনিয়ত লাভ করতে সক্ষম হয় অনেক সময় দেখা যায় একদিনে আমি চার থেকে পাঁচটা ট্রেড করে পাঁচটায় লাভ করতে পারে এবং তার ছোট ছোট ট্রেড করে লাভ খুব দ্রুত কেটে দিয়ে পুনরায় ট্রেড ওপেন করে আবার মাঝে মাঝে কিছু কিছু ট্রেডে দীর্ঘদিন যাবৎ ঝুলে থাকতে হয় আসলে কোনটি সঠিক আমি তা জানি না তবে মাঝেমধ্যে আমার যখন লাক ফেভার করে তখন আমি একদিনে পাঁচটা ছয়টা ট্রেড ওপেন করে থাকি অবশ্য অভিজ্ঞ ভাইদের মতামত আমি আশা করছি এ ব্যাপারে

Devdas
2021-07-09, 10:02 AM
হ্যা ভাই, আপনি ঠিক ই বলেছেন। আমিও এটা করি থাকি। দৈনিক ট্রেড থেকে বিরত থাকলে আমাদের মাইন্ড গুলো একটি পরিবর্তন আসে এবং আমাদের লোভ ও ইমোশনাল গুলো নিয়ন্ত্রন করতে পারি। আমি সাপ্তাহে ২ থেকে ৩ দিন এ ট্রেড করে থাকি। আর এই ট্রেড করে আমি যতটুকু সম্ভব আমি প্রফিট করি । আর যদি বার বার প্রফিট করার আশায় ফরেক্স এ ট্রেড করে থাকি প্রতিদিন ট্রেড করি তাহলে আমার অনেকটা ঝুকি রয়ে যায়। তাই দৈনিক ট্রেড থেকে বিরত থাকাই ভাল।

Julia111
2021-09-23, 08:42 PM
Hello thank you

Mas26
2021-09-24, 12:44 PM
আসলে ফরেক্স মার্কেটে ট্রেড করাটা আমাদের একটা নেশা এবং পেশা দুটোই হয়ে গেছে। এক্ষেত্রে আমাদের উচিত প্রতিনিয়ত প্রতিদিন ট্রেড করা থেকে বিরত থাকার কারণ প্রতিদিন যদি আমরা ট্রেড নিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে আমাদের অনেক সময় অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়। কারণ প্রতিদিন আমরা ট্রেড করে প্রফিট করতে পারিনা এবং মাথা ও সবসময় ঠিক ভাবে কাজ করে না তাই মাঝে মাঝে রিলেক্স হওয়া দরকার আছে এবং ট্রেড করা থেকে বিরত থাকার প্রয়োজন আছে। তাই আমি মনে করি সপ্তাহে তিন থেকে চারদিন ট্রেড করা উত্তম কিন্তু আমরা আসলে সেটা কেউই করতে পারিনা আমরা প্রতিদিন প্রত্যেকেই ট্রেড করার চেষ্টা করি এবং যখন আমাদের মাথায় ট্রেড করার পেশার আসে এবং আমরা কোন ধরনের লস করি তখন আমরা না বুঝে শুনেই ট্রেড ওপেন করি আবার বড়-বড় লটে ট্রেড করি যার কারণে আমরা অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হই। আসলে এসকল বিষয় থেকে আমরা যদি বিরত থাকতে পারি তাহলে হয়তো আমরা ফরেক্স মার্কেটে আরো উন্নতি করতে পারব ইনশাল্লাহ।