PDA

View Full Version : পেশাদার ট্রেডারের বৈশিষ্ট



anwarForex
2015-08-15, 10:54 PM
পেশাদার ট্রেডারের বৈশিষ্ট
১। কার্যকরী ট্রেডিং কৌশল থাকে।
২।ট্রেডিং প্লান ব্যবহার করেন।
৩। ট্রেডিং জার্নাল ব্যবহার করেন।
৪।প্রতি ট্রেডের রিক্স কার্যকরীভাবে সম্পাদন করেন।
৫। ট্রেডের পূর্বে ও পরে কখনই আবেগাপ্লুত হন না।
৬। লাভ গ্রহণ করেন।
৭। অতিরিক্ত ট্রেড কখনই করেন না।

MotinFX
2015-08-19, 12:39 AM
ভাই আমি নতুন ট্রেডার। পেশাদার ট্রেডার হওয়ার জন্য কি কি লাগবে বিস্তারিত বলবেন...

Talha
2015-08-19, 12:48 AM
পেশাদার ট্রেডারের বৈশিষ্ট
১। কার্যকরী ট্রেডিং কৌশল থাকে।
২।ট্রেডিং প্লান ব্যবহার করেন।
৩। ট্রেডিং জার্নাল ব্যবহার করেন।
৪।প্রতি ট্রেডের রিক্স কার্যকরীভাবে সম্পাদন করেন।
৫। ট্রেডের পূর্বে ও পরে কখনই আবেগাপ্লুত হন না।
৬। লাভ গ্রহণ করেন।
৭। অতিরিক্ত ট্রেড কখনই করেন না।

সত্যি কথা বলতে আপনার পোষ্টিং থ্রেট টা আমার মনের মত হয়েছে কিন্তুু দুর্ভাগ্যের বিষয় এই বিষয়গুলো বাস্তবতায় নিয়ে আসার জন্য কি ধরনের ভুমিকা পালন করা যায় আপনি আমাকে সু পরামর্শ দিয়ে বাধিত করবেন আমি আপনার নিকট আশা প্রার্থী আমি প্রফেশনাল ট্রেডার হওয়ার জন্য কিকি বিষয়ে গুরুত্বদিলে প্রফেশনাল ট্রেডার হতে পারব এ বিষয়ে একটা পোষ্টের মাধ্যমে উপসস্থাপন করে জানাবেন

maziz6989
2015-08-19, 05:32 PM
পেশাদার ট্রেডারের সব থেকে বড় বৈশিষ্ট হল তিনি আমাদের মত উল্টা পাল্টা ট্রেড এ এন্ট্রি নিয়ে বলেন না যে , আহা এটা কি হল। যদি কেউ তার কম্পিউটারের সামনে বসে নিজের উপর নিয়ন্ত্রন না রাখতে পারে তবে তার পক্ষে পেশাদার ট্রেডার হয়ে উঠা এক কথায় অসম্ভব। তাই সবাই শিখুন *ঠিক ভাবে।

nasir
2015-08-19, 10:12 PM
পেশাদার ট্রেডাররা সবসময় মাথা টাণ্ডা রাখে ।পেশাদার ট্রেডারের সব থেকে বড় বৈশিষ্ট হল তারা সব সময় বুঝে ট্রেড এ এন্ট্রি নেয়।
তারা ফরেক্স মাকেট ভালো ভাবে না বুজে কোনো এন্ট্রি নেয় না ।তাই তারা সব সময় ভাল করতে পারে আবং সফল হয়।

muhim123
2015-08-24, 09:06 AM
পেশাদার ট্রেডারের সব থেকে বড় বৈশিষ্ট হল তিনি আমাদের মত উল্টা পাল্টা ট্রেড এ এন্ট্রি নিয়ে বলেন না যে , আহা এটা কি হল। তারা ফরেক্স মাকেট ভালো ভাবে না বুজে কোনো এন্ট্রি নেয় না ।তাই তারা সব সময় ভাল করতে পারে আবং সফল হয়।

maziz6989
2015-08-27, 10:44 AM
সব থেকে বড় বৈশিষ্ট হল অতিরিক্ত ট্রেড না করা স্ট্রং মানি ম্যানেজমেন্ট ফলো করা। কারো কথার উপর প্যানিক হয়ে ট্রেড না করা বা ক্লোজ না করা। আর সব থেকে বড় গুণ হল নিজের টার্গেট ফিলআপ হয়ে গেলে আর ট্রেড না করা। লোভের বশবর্তী না হয়ে ট্রেড করতে পারাও বেশ বড় একটা গুণ একজন পেশাদার ট্রেডারের।

amdad123
2015-09-03, 01:36 AM
একজন পেশাদার ট্রেডার একটি ট্রেড করতে কখনো একদিন কখনো দুইদিন অথবা এক সপ্তাহ অপক্ষা করে। কেননা তিনি প্রথমে দেখেন মার্কেট একটি ভালো পজিশনে গিয়েছে কিনা, যেখানে মার্কেট আছে সেখান থেকে মার্কেট কত পিপস উঠা নামা করতে পারে সে অনুসারে তিনি একটি মানি ম্যানেজমেন্ট করে থাকেন, আর সেই পরিমানে উঠা নামা করলে তার ব্যালেন্স টিকবে কিনা। তারপর দেখেন যেই কারেন্সিতে ট্রেড করবেন তার নিউজ ভালো নাকি খারাফ। এসব দেখে একজন পেশাদার ট্রেডার ট্রেড করে থাকেন।

fxover
2015-09-15, 05:44 AM
পেশাদার ট্রেডারের বৈশিষ্ট
১। কার্যকরী ট্রেডিং কৌশল থাকে।
২।ট্রেডিং প্লান ব্যবহার করেন।
৩। ট্রেডিং জার্নাল ব্যবহার করেন।
৪।প্রতি ট্রেডের রিক্স কার্যকরীভাবে সম্পাদন করেন।
৫। ট্রেডের পূর্বে ও পরে কখনই আবেগাপ্লুত হন না।
৬। লাভ গ্রহণ করেন।
৭। অতিরিক্ত ট্রেড কখনই করেন না।

হ্যাঁ ভাই আপনি একেবারেই ঠিক বলেছেন । একজন পেশাদার ট্রেডার দের এই বৈশিষ্ট্য গুলো থাকেই বলেই তারা সফল ট্রেদার । আমরা যদি এই গু গুলো অর্জন করতে পারি তাহলে আমরাও সফল হতে পারব । কেঊ কিন্তু কোন কাজে এমনি এমনি সফল হতে পারে না । সে কাজে তার ধৈর্য্য ও সাধনা ও পরিশ্রম , মেধা ও সুপরিকল্পিত ট্রেডিং স্ট্রাটেজি লুকিয়ে থাকে আর সেই জন্যেই তো উনারা সফল ।

swadip chakma
2015-09-24, 02:18 AM
একজন দক্ষ বা পেশাদার ট্রেডার ট্রেড করার সময় অনেক কিছু অনুসরন করে যেমন দক্ষ ট্রেডার কখনও এনালাইসিস ছাড়া ট্রেড করবে না,বা ভাল কোন নিউজ ছাড়া ট্রেড করবে না ,বেশি লাভ নেবে না,বেশি ট্রেড করবে না,কম লাভ করার চেস্টা করে দৈনিক একটা ভাল আয় করবে।সব সময় নিজের মেধাকে ব্যবহার করবে ইত্যাদি জিনিস গুলো হচ্ছে দক্ষ ট্রেডারের বৈশিষ্ট্য।

Momen
2015-09-24, 11:21 AM
দক্ষ ট্রেডাররা কখনোই এন্যালাইসিস ব্যতিত ট্রেড করেন না। তারা কখনো ধৈর্য হারা হয় না। তাদের মধ্যে ট্রেডিং এর আত্য বিশ্বাস থাকে।

AbuRaihan
2015-10-03, 09:12 PM
আপনার পোস্টটা শুধু মাত্র আমার অনেক উপকারে এসেছে বললে ভুল হবে বরংচ বলতে হবে এটা সবার জন্য গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় পোস্ট । একজন পেশাদার ফরেক্স ট্রেডার হতে হলে সাধনা করতে হবে ফরেক্স নিয়ে । অধ্যবসায় , ধৈর্য্য , পরিশ্রম করার মত যথেষ্ট মানষিক ক্ষমতা এবং নিজের উপর আত্নবিশ্বাস রেখে ট্রেড করতে হবে । যারা সফল এবং পেশাদার হয় তারা কিন্ত লোভ করে না । শুধু মাত্র চেষ্টা অবিরত রাখার কারণে তাদের সাফল্য অবধারিত হয়ে যায় । ধন্যবাদ ।

Fxaziz
2015-10-06, 12:30 AM
ফরেক্স মার্কেট এ যত ট্রেডার আসে তারা সবাই অনেক গুনের অধিকারি তার মধ্যে অন্যতম হচ্ছে তাদেরকে লোভ পরিহার করতে হবে ।তাদেরকে পরিশ্রমী হতে হবে ।আর দক্ষ ট্রেডাররা ট্রেড করার সময় অনেক কিছু অনুসরন করে ।ট্রাডাররা এনালাচিস করে ট্রেড করে ।তারা বেশি সময় ট্রেড করবে না ।তারা কম লাভ করার চেস্তা করে এবং বেশি আয় করে ।সব সময় নিজের মেধাকে খাঠাবে নতুন কিছু করার জন্য তারা সর্বদা চেস্তা করে । আর এটাই হচ্ছে দক্ষ ট্রাডের এর গুনাবলি।

MotinFX
2015-10-06, 09:17 AM
অামি নতুন ট্রেডার আমাকে পারামর্শ দিয়েছন আমার মনের মত করে। ইনশা আল্লাহ এই সকল উপদেশ গুলো মানতে পারব।

Kawsar700
2015-10-06, 11:42 AM
ফরেক্সে পেশাদার ট্রেডারদের কয়েকটি গুন হল তারা অনেক অভিজ্ঞতার অধিকারী। কারণ তারা ট্রেড করতে অনেক দক্ষতা অর্জন করেছে। তারা হয়তো প্রথমে অনেক লস করেছে। কিন্তু তারা ধৈর্য ধরার কারণে তারা ফরেক্স থেকে লাভ করে ফরেক্স কে নিজেদের পেশা হিসেবে নিয়েছে।

samrat
2015-10-07, 08:34 PM
ভাই আমি নতুন ট্রেডার। পেশাদার
ট্রেডার হওয়ার জন্য কি কি লাগবে
বিস্তারিত বলবেন আমাদেরকে।

dinner
2015-12-12, 12:53 AM
াকে জন পেশাদার ট্রেডারের বৈশিষ্ট হলো
* জ্ঞান অজন করে ট্রেড করে ।
*ধৈয্য ধারন করে ট্রেড করে।
* মাথা ঠান্ডা করে ট্রেড করে ।
* cলোভে পড়ে ট্রেড করে না ।

HKProduction
2015-12-16, 02:12 PM
একজন পেশাদার ট্রেডার সব সময় নিয়ম মেনে চলেন। তিনি কখনো মানি ম্যানেজমেন্ট রুলের বাইরে ট্রেড করেন না্ । এই রুল মানলে আমাদের ওভার ট্রেড ও লোভ নিজ থেকেই বন্ধ হয়ে যাবে। তাই আমাদেরকে নিয়ম মেনেই ডেমো থেকে ট্রেড শিখে রিয়েল মার্কেটে ট্রেড করা উচিত।

basaki
2015-12-22, 11:08 PM
পেশাদার ট্রেডার হতে গেলে একজন ন্ট্রেডারের অনেক গুন থাকা প্রয়োজন। ইচ্ছে করলেই যে কেউ বলতে পারবে না যে আমি একজন পেশাদার ট্রেডার। পেশাদার ট্রেডারের। কোন অবাঞ্চকর কোন ট্রেড ওপেন করবে না। নির্দিস্ট সময়ে নির্দিস্ট ট্রেড ওপেন করবে।

Marufa
2015-12-23, 06:31 PM
আমি মনে করি পেশাদার ট্রেডার এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল বুঝে শুনে ট্রেড করা । না বুঝে ট্রেড করা বা ইমোশনাল ট্রেড করা কখনওই পেশাদার ট্রেডার এর বৈশিষ্ট্য হতে পারে না । পেশাদার ট্রেডার হতে হলে অনেক বেশি পরিশ্রম করতে হবে ।

real80
2016-02-16, 12:46 AM
ফরেক্স মার্কেটে একজন পেশাদার ট্রেডার নিজের তৈরি করা বেশ কিছু নিয়ম বেশ কঠোর ভাবেই অনুসরন করে থাকেন। তার নিএর তৈরি করা একটি ট্রেডিং প্ল্যান থাকে। তিনি কখনই নিজের প্ল্যানের বাইরের নিয়ম দেখে ট্রেডিং করেন না। একজন পেশাদার ট্রেডার মানি ম্যানেজমেন্ট এর নিয়ম কঠোর ভাবে অনুসরন করে থাকেন। তিনি কখনই ওভার ট্রেড করেন না। একজন পেশাদার ট্রেডার লাভ লসের পর কখনই আবেগে আক্রান্ত হন না।

md mehedi hasan
2016-02-16, 08:00 AM
ফরেক্স মার্কেটে একজন পেশাদার ট্রেডারের প্রধান বৈশিষ্ট হল তার প্রতিটি ট্রেড এনালাইসিস করে ওপেন করে এবং প্রতিটি ট্রেডের জন্য সুন্দর ভাবে মানিম্যানেজমেন্ট করে থাকে।পেশাদার ট্রেডাররা ফরেক্স মার্কেটে সময়ের সঠিক ব্যবহার করে অর্থাৎ ভালো সিগনালের জন্য অপেক্ষা করে।অযাথা এলোমেলো ট্রেড করেনা ও ওভার ট্রেড করেনা।তাদের প্রতিটি ট্রেডের পিছনে একটি সুন্দর প্ল্যান থাকে।যা তাদের ট্রেডকে প্রফিটেবল করে তুলে।

yasir arafat
2016-04-01, 03:47 AM
যারা পেশাদার তাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল ১।তারা লোভ করে না।
২।তারা কোন ট্রেড বসানোর আগে লাভের চেয়ে লস কত হবে তা আগে চিন্তা করে।
৩।আর তারা এটাও মনে করে যে ঠিকে থাকাটাই হচ্ছে প্রধান।

RUBEL MIAH
2016-04-01, 06:13 PM
পেশাদার ট্রেডারদের অবশ্যই কিছু বৈশিষ্ট্য রয়েছে । এই বৈশিষ্ট্য গুলো যার মধ্যে থাকবে সে অবশ্যই সফলকাম হতে পারব । সুতরাং আমরা সর্বদা এই ব্যবসা করার জন্য ব্যবসাকে পেশা হিসেবে বেছে নেব তাহলেই সফলকাম হতে পারে ।

sharifulbaf
2016-05-20, 10:28 AM
ফরেক্স মার্কেটে যারা পেশাদ্বার ট্রেডার তারা ট্রেডিং করার সময় মার্কেট এনালাইসিস করে,ফরেক্স মার্কেটের নিউজ দেখে,মানি ম্যানেজমেন্ট অনুসরণ করে ট্রেড অপেনিং করে,প্রতি ট্রেডে স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করে,অভার ট্রেডিং করেনা,ট্রেডিং করার সময় মার্কেটের মুভমেন্ট দেখে ট্রেড করে থাকে।

fardin222333
2016-08-16, 12:23 PM
একজন পেশাদার ট্রের্ডাস এর অনেক গুন আছে যার কারনে তারা লাভবান হতে পারছে। তারা মাথা ঠান্ডা রেখে কাজ করছে। তারা বুঝে র্কেট সম্পর্ এনালাইসিস করে মানিম্যানেজমেন্ট মেনে ট্রেড করে। তারা ট্রেড দেয় কম তাতেই তারা অনেক লাভবান হয়ে যায়।

milonkhanfx1993
2016-10-01, 11:16 PM
পেশাদার ট্রেডারের বৈশিষ্ট
১। কার্যকরী ট্রেডিং কৌশল থাকে।
২।ট্রেডিং প্লান ব্যবহার করেন।
৩। ট্রেডিং জার্নাল ব্যবহার করেন।
৪।প্রতি ট্রেডের রিক্স কার্যকরীভাবে সম্পাদন করেন।
৫। ট্রেডের পূর্বে ও পরে কখনই আবেগাপ্লুত হন না।
৬। লাভ গ্রহণ করেন।
৭। অতিরিক্ত ট্রেড কখনই করেন না।

আচ্ছা ভাই প্রথম তিন টি কিভাবে করা যায় মানে আপ্পনি কি বুঝাতে চাচ্ছেন যে আমরা প্রতিদিন এর ট্রেড এর স্টেটমেন্ট তৈরি করবো মানে কত লাভ করলাম বা কত লস করলাম কেন করলাম এটা?

MoinFX
2016-10-04, 02:40 PM
ফরেক্স মার্কেটে পেশাদার ট্রেডার হতে হলে আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে সব কিছু জানতে হবে, এরপর ডেমো মার্কেটে ট্রেড করে নিজেকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।ফরেক্স মার্কেটে যারা অভিজ্ঞাতা অর্জন করতে পারে তারা আর পিছনে তাকানো লাগবেনা।

nisho5533
2016-10-05, 01:05 PM
আপনি যদি ফরেক্স ছারা আর অন্ন কিছু করে থাকেন তাহলে আপনি ফরেক্স টাকে পার্ট টাইম হিসাবে নিতে পারেন। এর আপনি কোন কাজ করেন না তাহলে আপনি ফরেক্স টাকে পেশা হিসাবে নিতে পারেন। ফরেক্স টাকে পেশা হিসাবে নিলে অনেক লাভবান হবেন।

Mamun13
2017-09-30, 11:53 PM
পেশাদার ট্রেডারদের অনেক বৈশিষ্ট আছে যেমন-তারা ফরেক্স মার্কেটে নিয়মিত সঠিকভাবে এনালাইসিস করে মার্কেট সন্টিমেন্ট বুঝতে পারে৷তারা কোনোও ওপেনিং ট্রেড নিয়ে কখোনোই ভয় পায়না বরং নিশ্চিন্তে থাকে৷তারা স্টপলস ও টেকপ্রফিট সঠিকভাবে সেট করতে পারে৷তারা কখোনোই বেশি লাভের আশা করে না৷তাই তারা ওভার ট্রেড করবেনা,ধৈর্য্য ধরে ট্রেডে এন্ট্রীর জন্য সঠিক সময়-সুযোগের সদ্ব্যাবহার করবে৷তারা রিস্ক মেনেজমেন্ট সঠিকভাবে ফলো করে ট্রেড করে৷তারা নিয়মিত নিউজ ইমপেক্ট গুলো লক্ষ্য করবে এবং সেসন দেখে বুঝে ট্রেড করবে৷