PDA

View Full Version : যুক্তরাষ্ট্রে বিটকয়েন নিষিদ্ধ হতে পারে!



Tofazzal Mia
2021-05-24, 06:06 PM
http://forex-bangla.com/customavatars/2061780605.jpeg
কিংবদন্তি ট্রেডার রে ডালিও বলেছেন ‘‘বিটকয়েন আমেরিকা কর্তৃক নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে’’। তার মতে মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্কের মতো একই নীতি প্রয়োগ করে এবং ক্রিপ্টোকারেন্সী ট্রেড নিষিদ্ধ করেবে। এই বক্তব্যের পর থেকে দাম কমতে শুরু করেছে এই কিপ্টো কারেন্সীটির। আজকে বিটকয়েন দাম $30,000 সাপোর্ট জোনটি পরীক্ষা করেছে এবং এটি এখন মার্কিন ডলারের তুলনায় কিছুটা পুনরুদ্ধার করছে। বিটকয়েন সম্ভবত $37,000 এবং $38,000 ডলারের নিকটে একটি শক্তিশালী রেজিস্ন্টেন্স লেভেলের মুখোমুখি হতে পারে।
http://forex-bangla.com/customavatars/882594991.png

Rassel Vuiya
2021-05-24, 06:23 PM
অস্থিরতা চলছে বিটকয়েন নিয়ে। ক্রিপ্টোকারেন্সি বিষয়ে চীনের কঠোর অবস্থানের পরপরই একাধিক বড় ক্রিপ্টোকারেন্সি মাইনিং প্রতিষ্ঠান চীনে কার্যক্রম বন্ধ করে দিয়েছে। লেনদেন বন্ধ থাকায় পড়ে গেছে বিটকয়েনের দাম। রোববার বিটকয়েনের মূল্য এই বছরের সর্বোচ্চ মূল্যের অর্ধেকে এসে ঠেকেছে।রোববার বিটকয়েনের মূল্য শতকরা ১৩ ভাগ পড়ে যায়। ইথেরিয়াম ব্লকচেইন নেটওয়ার্কের সঙ্গে যুক্ত মুদ্রা ‘ইথার’ রোববার শতকরা ১৭ ভাগ কমে এক হাজার নয়শ' পাঁচ ডলারে নেমে আসে। আগের দিন লেনদেন বন্ধ হওয়ার সময় থেকে এর মূল্যপতন ঘটেছে ৩৯১.৩১ মার্কিন ডলারের। বিটকয়েন এক্সচেঞ্চ সপ্তাহে সাত দিনই ২৪ ঘণ্টা চলে। এর ফলে, অপ্রত্যাশিত সময়ে এই মূদ্রার মূল্য পরিবর্তনের ঝুঁকি থেকেই যায়।
গত সপ্তাহেই একাধিক ধাক্কা লেগেছে বিটকয়েনের গায়ে, বিশেষ করে টেসলা সিইও ও বিলিয়নেয়ার ইলন মাস্কের বেশ কয়েকটি টুইটের পর বিটকয়েন চাপের মধ্যে ছিল। টেসলা গাড়ির মূল্য বিটকয়েনে দেওয়া যাবে ফেব্রুয়ারিতে এমন ঘোষণার পর মে মাসে ওই অবস্থান থেকে সরে আসে টেসলা। এরই মধ্যে চীন শুক্রবার ‘অনুমান নির্ভর এবং আর্থিক ঝুঁকি'র কারণ দেখিয়ে ক্রিপ্টোকারেন্সি মাইনিং এবং ট্রেডিং বন্ধ করে দেয়। চীন বিশ্বে ক্রিপ্টোকারেন্সি মাইনিংয়ে শীর্ষস্থানীয় দেশ।
চীনের আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়ন কমিটি বিটকয়েনকে আরও নিয়ন্ত্রণের জন্য চিহ্নিত করেছে। দেশটির ভাইস প্রিমিয়ার এবং অর্থনীতিবিদ লিউ হি ওই কমিটির নেতৃত্বে আছেন। ক্রিপ্টো-সম্পর্কিত পরিষেবা প্রদানকারী ব্যাংক এবং পেমেন্ট প্রতিষ্ঠানের উপর চীনা সরকারী তিনটি চীনা শিল্প নিয়ন্ত্রন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা আরোপ করার কয়েক দিন পরই এই বিবৃতিটি এলো। ক্রিপ্টোর বিরুদ্ধে চীনের সর্বশেষ প্রচারণার পরপরই বৃহস্পতিবার মার্কিন ট্রেজারি বিভাগ নতুন নিয়ম করার আহ্বান জানিয়েছে। ওই প্রস্তাবনায় বলা হয়েছে, বড় অঙ্কের ক্রিপ্টোকারেন্সি লেনদেনের বেলায় দেশটির রাজস্ব বিভাগকে জানাতে হবে। পাশাপাশি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর ক্রিপ্টোকারেন্সি ঝুঁকির বিষয়টি জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ।
http://forex-bangla.com/customavatars/2114036123.jpg

786.ariful.islam.bd
2021-05-31, 12:42 PM
প্রথমেই সাবধান করে দিচ্ছি বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি প্রতারনার বিষয়ে। ক্রিপ্টো-কারেন্সি / বিটকয়েন, যে কোন এসেট বা শেয়ার বাজার বিষয়ে না জেনে না বুঝে হুট করে সিদ্ধান্ত নিয়ে যে কারো কথায় বিনিয়োগ বা বিনামূল্যে বিটকয়েন পাবার আশায় প্রতারনার মুখে পরবেন না! দুনিয়াতে ফ্রি বলতে কিছু নাই, যাহা কিনতে অর্থ লাগে না তাহাতে আপনিই পন্য।