PDA

View Full Version : এক সপ্তাহে তিনবার বিশ্বের শীর্ষ ধনী হলেন আমাজনের প্রতিষ্ঠাতা বেজোস



786.ariful.islam.bd
2021-05-30, 09:54 AM
এ মুহূর্তে বিশ্বের শীর্ষ ধনী কে? এমন প্রশ্নের উত্তরে হয়তো জেফ বেজোসের নামটাই মুখে চলে আসবে। তবে ই-কমার্স জায়ান্ট আমাজনের প্রতিষ্ঠাতা বেজোসের ওই জায়গা আপাতত ফ্রেঞ্চ ফ্যাশন টাইকুন বারনার্ড আরনল্টের দখলে আছে। ‘ফোর্বস’–এর রিয়েল টাইম বিলিয়নিয়ারের তালিকায় বিখ্যাত ব্র্যান্ড লুই ভুটন প্রধান বারনার্ড আরনল্টের সম্পদের পরিমাণ ১৯ হাজার ১০০ কোটি ডলার। অন্যদিকে দ্বিতীয় অবস্থানে চলে যাওয়া বেজোসের সম্পদের পরিমাণ ১৮ হাজার ৭৪০ কোটি ডলার। তৃতীয় অবস্থানে আছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। এ মুহূর্তে তার সম্পদের পরিমাণ ১৫ হাজার ৭৫০ কোটি ডলার।
14500