PDA

View Full Version : বাংলাদেশে কি ফরেক্স ট্রেডিং অবৈধ?



786.ariful.islam.bd
2021-05-30, 10:12 AM
Forex + Exchange = Foreign Exchange এটি করতে হলে লাইসেন্স নিয়ে করতে পারবেন কিন্তু যখন ,Forex + Exchange= Forex তখন আপনি অনলাইনের মাধ্যমে করতে পারবেন, অবৈধ কিংবা বৈধতা নিয়ে মত বিভদ আছে কিন্তু অবৈধ হলে BTCL অব্যশ্যই কান্ট্রি লক করে রাখতো । আপনি যেনে থাকবেন Instaforex broker এ বাংলাদেশের লোকাল ব্যাংকের মাধ্যমে পেমেন্ট পাওয় যায় । এটা কিভাবে সম্ভব হচ্ছে যদি অবৈধ হয় ?

EmonFX
2021-05-30, 10:32 AM
আপনি অত্যন্ত যৌক্তিক কথা বলেছেন। বাংলাদেশ সরকারের ফরেক্স বা বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করায় নিষেধাজ্ঞা নেই, যত্রতত্র ট্রেনিং ও সরাসরি মুদ্রা ক্রয় বিক্রয় করার বিষয়ে নির্দিষ্ট নীতিমালা রয়েছে। বাংলাদেশ সরকারের নীতিমালা অনুসারে বৈদেশিক মুদ্রা সরাসরি বিনিময় করা অবৈধ্য। যেমন আপনি সরাসরি অন্য কোন দেশের মুদ্রা এয় করতে পারবেন না, বৈদেশিক মুদ্রা এর জন্য সরকার অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে করতে হয় এবং লেনদেন করার সময় কোন বাংলাদেশী ও বিদেশী নাগরীকদের জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট দেখিয়ে লেনদেন করতে হয়। যদিও ফরেক্স অনলাইনে বৈদেশিক মুদ্রা কেনা-বেচা করার ব্যবসা হলেও এটা আপনাকে অবশ্যই কোন বাংলাদেশ সরকারের অনুমোদিত প্রতিষ্ঠান বা ব্রোকার এর মাধ্যমে করতে হবে, যেমন বিভিন্ন মানি এক্সচেঞ্জ ও ব্যাংক। বাংলাদেশ প্রায় ৩ লক্ষ+ লোক এই ব্যাবসার সাথে সরাসরি জড়িত এবং বেশ ভাল পরিমান টাকা তার ফরেক্স থেকে আয় করছে। ফরেক্স ব্যবসায় শতভাগ বৈধ্যভাবে করার জন্য আপনার আপনার অ্যাকাউন্টে টাকা বিনিয়োগ ও উত্তোলন করার জন্য কোন সরকার অুনমোদিত বৈদেশিক মুদ্রা বিনিময়করী প্রতিষ্ঠানের মাধ্যমে করতে হবে।

ফরেক্সে মার্কেট আর্ন্তজাতিকভাবে স্বীকৃত এবং দৈনিক বাণিজ্যিক লেনদেনের পরিমাণ প্রায় ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার যেটা পৃথিবীর সবচেয়ে বড় স্টক এক্সচেঞ্জ (নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ) মার্কেটের সম্মিলিত লেনদেনের পরিমাণের ৩০ গুনেরও বেশি। এবং এই মার্কেটে কেউ স্টক এক্সচেঞ্জ এর মত গ্যাম্বেলিং করতে পারে না। বিশ্বের বড় বড় ব্যাংকগুলোর মাধ্যমে এটা পরিচালিত হয় সুতরাং এটাকে কেউ অবৈধ্য ব্যবসাও বলতে পারবে না। যারা ফরেক্স ট্রেডিং কি এখনো অবৈধ বলেন তারা ভুলের রাজ্যে বসবাস করছেন।

Mas26
2021-05-30, 10:47 AM
আসলে আমাদের বাংলাদেশকে ফরেক্সকে এখনো বৈধতা দেয়নি এবং অবৈধ সেটাও ঘোষণা করেনি বাংলাদেশ সরকার।আসলে ফরেক্স এর মাধ্যমে বাংলাদেশের অনেক বেকার ছেলেরা অনেক বৈদেশিক মুদরা উপার্জন করতে সক্ষম।আবার অনেকেই এটার পিছনে অনেক টাকা ব্যয় করে ফেলেন। কিন্তু বাংলাদেশে সরকারি এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। এটার কোন বৈধতা দেয়নি তবে আশা করা যায় ভবিষ্যতে এটার বৈধ্যতা দেবেন।কারণ বাংলাদেশ সরকার এখন ফ্রিল্যান্সিং এর প্রতি ঝুঁকছে এবং এর প্রতি খুব বেশী গুরুত্ব দিচ্ছেন।

Starship
2021-05-30, 02:11 PM
মূলত এক দেশের টাকা অন্য দেশে পাচার করা হলো আইনগত অপরাধ। যন্ততন্ত্র টাকা পাঠানো অপরাধ। ফরেক্স এর মাধ্যমে যন্ত্রতন্ত্র টাকা পাচার হয় না। ফরেক্স ব্রোকার আইনগত সকল বিধিনিষেধ মেনে কার্যক্রম পরিচালনা করে থাকেন। ফরেক্স ফোরামে পোস্ট করার বিনিময়ে বেশির ভাগ ট্রেডার ট্রেড করে থাকেন। কেননা যাহারা ফোরামে পোস্টের বিনিময়ে ট্রেড করে থাকেন তারা বেশির ভাগ বেকার বা স্টুডেন্ট তাই তারা ইনভেস্ট কররা মত অবস্থা থাকে না। যদিও সরকার আইনগতভাবে ফরেক্স এখনো বৈধতা পায়নি, তবে খুব শ্রীঘ্রই ফরেক্স বাংলাদেশে বৈধতা পাবে ও বেকার সমস্যা দূর হবে।