PDA

View Full Version : বিশ্বজুড়ে টয়োটার গাড়ি বিক্রি বেড়ে দ্বিগুণ



kohit
2021-05-30, 03:32 PM
এপ্রিলে বিশ্বজুড়ে ৮ লাখ ৫৯ হাজার ৪৪৮ ইউনিট গাড়ি বিক্রি করেছে টয়োটা মোটর করপোরেশন। এ সংখ্যা গত বছরের একই মাসের তুলনায় দ্বিগুণ। কভিড-১৯ মহামারীর কারণে ঘাটতি থেকে পুনরুদ্ধারের এ সময়ে গাড়ি বিক্রিতে রেকর্ড করেছে জাপানি গাড়ি নির্মাতা সংস্থাটি। খবর কিয়োদো নিউজ।

গত মাসে টয়োটার গাড়ি উৎপাদনও দ্বিগুণ হয়েছে। এ সংখ্যা এক বছর আগের তুলনায় ৭ লাখ ৬১ হাজার ৪৫৯ ইউনিটে পৌঁছেছে। বৈশ্বিক চিপ-স্বল্পতা সত্ত্বেও চীন ও যুক্তরাষ্ট্রে জোরালো চাহিদার কারণে সংস্থাটির গাড়ি বিক্রি বেড়েছে। এর মাধ্যমে টানা আট মাস ধরে সংস্থাটির গাড়ি বিক্রির প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে।

জাপানের প্রধান গাড়ি নির্মাতা সংস্থাটি দেশীয় প্রতিদ্বন্দ্বীদে তুলনায় মহামারীর প্রভাব ভালোভাবে মোকাবেলা করেছে। যদিও কভিডের প্রভাব ও বিশ্বজুড়ে চিপের ঘাটতির কারণে আগামীতে নানা অনিশ্চয়তা রয়েছে। জাপানের বাইরে টয়োটার গাড়ি বিক্রি ২ দশমিক ৩ গুণ বেড়ে ৭ লাখ ৩৫ হাজার ৪৩১ ইউনিটে পৌঁছেছে। এ সংখ্যা এপ্রিলের ক্ষেত্রে সর্বকালের সর্বোচ্চ। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের স্পোর্ট ইউটিলিটি ভেহিকল (এসইউভি) যানবাহন এবং চীনে বিলাসবহুল লেক্সাস ব্র্যান্ডের গাড়িগুলোর তুমুল চাহিদা কাজ করেছে।

এদিকে গত মাসে জাপানের অভ্যন্তরীণ বাজারে মিনি ভেহিকলসহ বিক্রি এক বছর আগের তুলনায় ২৭ দশমিক ১ শতাংশ বেড়ে ১ লাখ ২৪ হাজার ১৭ ইউনিটে পৌঁছেছে।


চিপ-স্বল্পতার কারণে উত্তর আমেরিকা ও ইউরোপে টয়োটা আংশিকভাব উৎপাদন স্থগিত করতে বাধ্য হয়েছিল। তবুও দেশের বাইরের উৎপাদন ৩ দশমিক ১ শতাংশ বেড়ে ৪ লাখ ৯৩ হাজার ৮৫৪ ইউনিটে পৌঁছেছে। পাশাপাশি জাপানে এপ্রিলে গাড়ি উৎপাদন ২২ দশমিক ৭ শতাংশ বেড়ে ২ লাখ ৬৭ হাজার ৬০৫ ইউনিটে দাঁড়িয়েছে।

বণিক বার্তা