PDA

View Full Version : কীভাবে ফেসবুকের মাধ্যমে প্রতিদিন ২০০০ টাকা করে উপার্জন করা সম্ভব?



786.ariful.islam.bd
2021-05-31, 01:05 PM
হ*্যা, সেটা সম্ভব যদি আপনার সে সম্পর্কে স্পষ্ট ধারণা থাকে তাহলে। আগেই বলে রাখি আপনি চাইলেই প্রতিদিন ২০০০ টাকার বেশি উপার্জন করতে পারবেন ফেসবুক এর মাধ্যমে কিন্তু আপনাকে তাঁর জন্য প্রচুর জানতে হবে এবং শিখতে হবে এবং তাঁর যথাযথ প্রয়োগ করতে হবে তবেই সেটা সম্ভব। তাহলে কি ভাবে উপার্জন করবেন?

১. ফেসবুক ডিজিটাল মার্কেটিং করে

২. ফেসবুক ক্রিয়েটর হিসেবে

৩. ফেসবুক অডিএন্স নেটওয়ার্ক থেকে

৪. ফেসবুক ডেভেলপার হয়ে

৫. ফেসবুক গেম স্ট্রিমিং করে

৬. ফেসবুক প্রজেক্ট ব্রিফিং বা পার্টনারশিপ প্রোগ্রাম এর মাধ্যমে (ফেসবুক ক্রিয়েটর এর জন্য)

ফেসবুক মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং প্রায় একই রকম কাজ তবে আপনি এর মাধ্যমে প্রতিদিন ৩০০০ থেকে ৪০০০ টাকা উপার্জন করতে পারবেন চোখ বন্ধ করে। আর ফেসবুক ক্রিয়েটর হচ্ছে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর এর মতো কিন্তু এতে প্রচুর ধৈর্য্য এবং পরিশ্রম লাগে। ফেসবুক অডিএন্স নেটওয়ার্ক হচ্ছে গুগল এডসেন্স এবং গুগল এডমোভ এর মতো যার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট বা অ*্যাপ এ এড র*্যাভিনিউ শেয়ারিং এর মাধ্যমে প্রতিদিন অনায়াসে ২০০০ থেকে ২৫০০ টাকা উপার্জন করতে পারবেন তবে সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে বা অ*্যাপে প্রচুর ট্রাফিক দরকার হবে। ফেসবুক ডেভেলপার হয়ে আপনি চাইলে মাসে প্রায় ১০০০০০ থেকে ২০০০০০ টাকা উপার্জন করতে পারবেন কিন্তু আপনাকে তাঁর জন্য খুব ভালো মানের ডেভেলপার হতে হবে। যদিও আমি কখনোই এই ডেভেলপমেন্ট এর কাজ ভালো ভাবে করতে পারি নাই।