PDA

View Full Version : বাংলাদেশে ফুলবল দলের কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের সূচি



BDFOREX TRADER
2021-05-31, 05:55 PM
২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের সূচি অনুযায়ী কাতারে আগামী ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত এবং ১৫ জুন ওমানের বিপক্ষে বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অবশ্য বাছাইয়ের ‘ই’ গ্রুপে ১ পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে বাংলাদেশ। পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হার দলের। একমাত্র পয়েন্ট বাংলাদেশ পেয়েছিল কলকাতার সল্ট লেকে ভারতের বিপক্ষে ১-১ ড্র করে।
http://forex-bangla.com/customavatars/1853520061.jpg

Tofazzal Mia
2021-06-07, 05:41 PM
http://forex-bangla.com/customavatars/973192934.jpg
বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ। দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। ফিফা র*্যাংকিংয়ে ভারত আছে ১০৫তম পজিশনে। আর ১৮৪তম পজিশনে আছে বাংলাদেশ দল। তবে সাম্প্রতিক পারফরম্যান্সের মূল্যায়নে ভারতের চেয় কোনো অংশে পিছিয়ে নেই জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন দলটি। যদিও ফিনিশিংয়ের অভাবে জয় নিয়ে মাঠ ছাড়তে পারছেন না জামালরা। ২০১৯ সালের অক্টোবরে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে সবশেষ দেখা হয়েছিল দুদলের। সেই ম্যাচে জিততে জিততে শেষ পর্যন্ত ড্র করে এক পয়েন্ট পেয়েছিল বাংলাদেশ। এবার কাতারে তার চেয়েও বেশি কিছুর প্রত্যাশা তপু বর্মণদের। আফগানিস্তানের সঙ্গে জয়সম ড্রয়ের পর থেকেই পুরো দলের মধ্যে ভারতকে হারানোর জেদ কাজ করছে। আজ ভারতকে হারালে বাংলাদেশের এশিয়ান কাপ কোয়ালিফাইং রাউন্ডের পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা উজ্জ্বল হবে। তখন ভারতকে পেছনে ফেলে ই-গ্রুপের পয়েন্ট টেবিলে চারে উঠে যাবে লাল-সবুজের দলটি।
কিন্তু তিন পয়েন্টের স্বপ্ন দেখা বাংলাদেশ চোটের কারণে আজ পাচ্ছে না ভারতের বিপক্ষে আগের ম্যাচে গোল করা সাদ উদ্দিনকে। আবাহনীর এই ফরোয়ার্ড না থাকলেও শেষ মুহূর্তে ভারতকে সমতায় ফেরানো আদিল খান ঠিকই রয়েছেন প্রতিপক্ষ শিবিরে। তবে করোনা পজিটিভ হওয়ায় ভারত পাচ্ছে না মিডফিল্ডার অনিরুধ থাপাকে।