PDA

View Full Version : মেলায় যাওয়ার আনন্দ!



BDFOREX TRADER
2021-05-31, 06:20 PM
গ্রামীণ মেলা বাঙালি ঐতিহ্যের একটা অংশ। আবহমান বাংলার সংস্কৃতির সঙ্গে এটি জড়িয়ে আছে।মেলা শব্দটির অর্থ হলো বিশেষ কোনো উপলক্ষে হাটবাজারের চেয়ে বেশি পণ্য ক্রয়-বিক্রয়সহ আমোদ প্রমোদের অস্থায়ী ব্যবস্থা। মেলা কথাটির আরেকটি অর্থ হচ্ছে মিলন।আমি একবার গ্রামীণ মেলায় গিয়েছিলাম। ২০১৪ সাল। তখন আমি চতুর্থ শ্রেণিতে পড়ি। পরীক্ষা শেষ হওয়ার পর পরিবারের সবাই আমরা গ্রামের বাড়ি চাঁদপুরে যাই।মামা বললেন, বছরের শেষদিন গুলোতে গ্রামের বিভিন্ন জায়গায় এই মেলার রেওয়াজ রয়েছে। এছাড়া বাংলা নববর্ষ, ধান কাটার পর, পৌষ সংক্রান্তি, মহররম, রথযাত্রা, দোল পূর্ণিমা ইত্যাদি সময়েও মেলার আয়োজন হয়ে থাকে।তো এমনই একটা মেলায় গেলাম আমরা। অসংখ্য মানুষের পদচারণায় মুখর ছিল চারপাশ। আমরা মেলা ঘুরে দেখলাম। পুতুল নাচ, নাগরদোলা, সার্কাস, যাত্রাপালা, লাঠি খেলা ইত্যাদি আরও অনেক কিছু। ছিল মাটির তৈজসপত্রের দোকান।এছাড়াও বিন্নি ধানের খই, মুড়ি-মুড়কি, জিলাপি, বাতাসা ও হরেক রকমের পিঠা ছিল। সাজানো খাবারগুলোও চমৎকার লাগছিল দেখতে।আবার সবচেয়ে বেশি ভালো লেগেছে লোকগান। আমার দৃশ্যপটে ভেসে ওঠে সেই দিনটি।গ্রামেও এখন মেলার আয়োজন কমে গেছে। যা সত্যিই খুব কষ্টের।
14533